|
|
|
|
রায় পর্যন্ত হয়তো সরছেন না অশ্বিনী |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
কয়লা কেলেঙ্কারি নিয়ে সিবিআই তদন্তে হস্তক্ষেপের অভিযোগে বিজেপি তাঁর ও কেন্দ্রীয় আইনমন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব হলেও গোড়ায় তা খারিজ করে দিয়েছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু এই সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ আজ শুধু কেন্দ্রীয় আইনমন্ত্রীকেই বিপাকে ফেলল না, সঙ্কটে পড়ে গেলেন মনমোহন সিংহও। বিরোধীরা তো বটেই, কংগ্রেসের কিছু শীর্ষ নেতাও মনে করছেন সিবিআই তদন্তে সরকারের হস্তক্ষেপ নিয়ে সুপ্রিম কোর্ট যে ঝাঁঝালো সমালোচনা করেছে, তার পর অশ্বিনী কুমারকে ইস্তফা দিতে বলা ছাড়া মুখরক্ষার উপায় নেই। অতিরিক্ত সলিসিটর জেনারেল হারিন রাভাল পদত্যাগ করায় অশ্বিনীর ওপর চাপ বেড়েছে। অশ্বিনী সরে গেলে কয়লা কেলেঙ্কারি নিয়ে মনমোহনের ইস্তফা চেয়ে বড় আন্দোলনে নামতে পারে বিরোধীরা।
এই সমস্যায় পড়ে আজ দফায় দফায় সনিয়া গাঁধী ও তাঁর রাজনৈতিক সচিব আহমেদ পটেলের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। পরে কংগ্রেস সূত্রে বলা হয়, শেষ পর্যন্ত হয়তো অশ্বিনী কুমারকে ইস্তফাই দিতে হবে। কিন্তু সেই সিদ্ধান্ত এখনই নিতে চাইছে না কংগ্রেস। সিবিআইয়ের পরবর্তী হলফনামা দেখে শীর্ষ আদালত চূড়ান্ত রায় দেওয়ার পরে সেই সিদ্ধান্ত নেওয়া হবে। কংগ্রেসের এক শীর্ষ নেতা জানান, এর কারণ মূলত দুটি। এক, সিবিআইয়ের হলফনামা দেখে আদালত সন্তুষ্ট হলে চূড়ান্ত রায়ে সরকারের বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য না-ও থাকতে পারে। আর অশ্বিনী এখনই ইস্তফা দিলে সুপ্রিম কোর্ট চূড়ান্ত রায় দেওয়ার পর আরও বেশি সরব হবে বিজেপি। বিরোধী দলনেতা সুষমা স্বরাজ আজ লোকসভায় বলেন, “স্বাধীনতার পর সব চেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার এটা। এই সরকারের ক্ষমতায় থাকার কোনও অধিকারই নেই।”
|
পুরনো খবর: সিবিআইয়ের গোপন রিপোর্ট দেখেছিলেন আইনমন্ত্রী, দাবি |
|
|
|
|
|