টুকরো খবর |
গড়িমসির অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
এডস আক্রান্ত এক মহিলাকে মহকুমা শাসকের নির্দেশের পরেও হাসপাতাল থেকে পুলিশ প্রশাসন হোমে পাঠাতে গড়িমসি করছে বলে অভিযোগ তুলল একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সোমবার সংগঠনের তরফে বিষয়টি মহকুমা প্রশাসনে জানানো হয়। আলিপুরদুয়ার মহকুমা হাসপাতালের সুপার সুজয় বিষ্ণু জানান, ২২ মার্চ শহরের বাসিন্দা এক মহিলা জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন। তিনি এড্স আক্রান্ত। তিনি সুস্থ হয়ে যান। মহিলার কেউ নেই। এই হাসপাতালে এড্সের চিকিৎসা না হওয়ায় মহকুমা শাসককে অনুরোধ করা হয় কোনও হোমে মহিলাকে রেখে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের চিকিৎসার জন্য। ১১ ও ২১ এপ্রিল ভারপ্রাপ্ত মহকুমাশাসক পুলিশকে নির্দেশ দিলেও পুলিশ নিয়ে যায়নি। ভারপ্রাপ্ত মহকুমাশাসক শিশির লেপচা বলেন, “পুলিশকে দ্রুত মহিলাকে হোমে নিতে যেতে বলা হয়েছিল। এ দিন ফের বলেছি।” স্বেচ্ছাসেবী সংগঠন মানবিক মুখের সহ-সম্পাদক শুভজিৎ চৌধুরী বলেন, “দ্রুত মহিলার চিকিৎসা প্রয়োজন।” আলিপুরদুয়ার থানার আইসি মলয় মজুমদার এ দিন জানিয়েছেন, আজ, মঙ্গলবার পুলিশ মহিলাকে হোমে পৌঁছে দেবে।
|
মন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ লিঙ্কন কর্তৃপক্ষের
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
লিঙ্কনস হাই স্কুলের সমস্যা মেটাতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবের হস্তক্ষেপ চেয়ে তাঁর সঙ্গে দেখা করলেন স্কুল কর্তৃপক্ষ। সোমবার উত্তরবঙ্গ উন্নয়ন দফতরে তাঁর সঙ্গে দেখা করেন স্কুলের অধ্যক্ষা শম্পা দত্ত রায় এবং অন্যান্য শিক্ষক প্রতিনিধিরা। তারা স্কুলটি চালাতে মন্ত্রীর তথা সরকারের সাহায্য চেয়েছেন। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন, “অধ্যক্ষা এবং অন্যান্যরা এসেছিলেন স্কুলের সমস্যা নিয়ে কথা বলতে। তাদের বলেছি কলকাতায় গিয়ে মুখ্যমন্ত্রী এবং শিক্ষা মন্ত্রীর সঙ্গে এ ব্যাপারে কথা বলব।” পুরনো মালিকপক্ষের কাছ থেকে স্কুলটি কিনে নিয়েছিল সারদা গোষ্ঠী। কিন্তু বর্তমানে তার কর্ণধার সুদীপ্ত সেন গ্রেফতার হয়। স্কুলের জন্য ওই গোষ্ঠীর যে ব্যাঙ্ক আমানত ছিল তা ‘ফ্রিজ’ করে দেওয়া হয়েছে। শিক্ষক-শিক্ষকরা মিলে বর্তমানে স্কুলটি চালাচ্ছেন। স্কুলের অধ্যক্ষা বলেন, “আমরা সমস্যার কথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে জানিয়েছি। তিনি মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলে সাহায্যের আশ্বাস দিয়েছেন। স্কুলের সঙ্গে প্রচুর ছাত্রছাত্রীর ভবিষ্যত্ জড়িয়ে।”
|
পুরনো খবর: লিঙ্কন স্কুল নিয়ে মন্ত্রীর হস্তক্ষেপ দাবি |
প্রশিক্ষণ শিবির
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
বিসিপিএস স্কুল ফর নর্থ ইস্টার্ন ইকনমিক ডেভেলপমেন্ট সোসাইটি এবং কেন্দ্রীয় সরকারের নেহরু যুব কেন্দ্রের উদ্যোগে তফশিলি জাতি, উপজাতি ও সংখ্যালঘু তরুণ তরুণীদের প্রশিক্ষণ শিবিরের সূচনা হতে চলছে। বিসিপিএস স্কুলের সম্পাদক বিজন চক্রবর্তী জানান, শীঘ্রই দক্ষতা বাড়িয়ে কাজের সুযোগ তৈরির প্রশিক্ষণ শুরু হবে। ইংরেজি ভাষা শেখানো, কর্মদক্ষতা বাড়ানো এবং কম্পিউটার স্কিল শেখানো হবে। তিন দফায় ৯০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে।
|
বৈঠকে মোর্চার প্রতিনিধিরা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ) চালাতে কী ধরনের প্রশাসনিক সমস্যা হচ্ছে তা নিয়ে ফের সরকারের সঙ্গে আলোচনায় বসছেন গোর্খা জনমুক্তি মোর্চা নেতৃত্ব। মঙ্গলবার মহাকরণে ওই বৈঠক হবে। সোমবার মহাকরণে কালি ম্পংয়ের বধায়ক হরকাবাহাদুর ছেত্রী জানান, বৈঠকে মুখ্য সচিব সঞ্জয় মিত্রের সঙ্গে দফতর হস্তান্তর নিয়েও আলোচনা হবে। মোর্চার তরফে থাকবেন রোশন গিরি, রোহিত শর্মা, তিলক দেওয়ান, জ্যোতি রাই ও এল বি পারিয়ার। হরকাবাহাদুর বলেন, “প্রচুর পর্যটক আসছেন। কালিম্পংয়েই ২৫টি নতুন পর্যটন কেন্দ্র তৈরি করেছি। পর্যটকদের কাছে অনুরোধ, নিশ্চিন্তে আসুন।”
|
জয়ী কংগ্রেস সমর্থিত প্রার্থী
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশন নির্বাচনে সভাপতি পদে জয়ী হলেন কংগ্রেস প্রভাবিত প্রার্থী বিনয় সাহা। শনিবার ফল ঘোষণা হলে দেখা যায়, বিনয়বাবু চার ভোটে তৃণমূল প্রভাবিত প্রার্থী পীযূষ ঘোষকে হারিয়েছেন। সহ সভাপতি পদে জয়ী হয়েছেন তৃণমূল প্রভাবিত প্রার্থী গুরিন্দর সিং ভোগেল। সম্পাদক পদে জয়ী হয়েছেন কংগ্রেস প্রভাবিত প্রার্থী নিলয় চক্রবর্তী। ১৫টি আসনের জন্য শুক্রবার নির্বাচন হয়।
|
কলেজ গড়তে বরাদ্দ
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
হরিচাঁদ ঠাকুরের নামে উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে কলেজ গড়তে ২৭ কোটি টাকা অনুমোদন করেছে সরকার। সোমবার কাওয়াখালিতে উত্তরবঙ্গ মতুয়া মহাসম্মেলনে এ কথা জানিয়েছেন। পাশাপাশি কাওয়াখালি এলাকায় শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের তরফে হরিচাঁদ ঠাকুরের নামে হাট তৈরির কথা জানিয়েছেন তিনি।
|
চরে আধপোড়া দেহ
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
নদীর চরে আধপোড়া দেহ উদ্ধার হল কালচিনির বুকিমবাড়িতে। সোমবার বালি পাথর তুলতে গিয়ে শ্রমিকেরা সেটি দেখেন। অজ্ঞাত পরিচয় যুবকের দেহ ঘিরে চাঞ্চল্য ছড়ায়। কালচিনির ওসি রিংচেন লামা ভুটিয়া জানান, অজ্ঞাতপরিচয় যুবকের বয়স ২৫-৩০ বছরের মধ্যে। খুনের পর মৃতদেহটি পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছে।
|
কিশোরীর দেহ উদ্ধার |
ভুট্টা খেত থেকে এক কিশোরীর দেহ উদ্ধার হয়েছে। সোমবার সকালে শীতলখুচির বাংলাদেশ সীমান্ত লাগোয়া পুটিয়া বারোমাসিয়া গ্রামে ওই ঘটনা ঘটে। মৃতার নাম রেশমী প্রামাণিক (১৪)। সে লালবাজার কেদারনাথ হাইস্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী। রবিবার বিকালে মামার বাড়ি থেকে ঘুরে আসার কথা বলে বেরিয়ে ওই ছাত্রী নিখোঁজ হয়। বাড়ির লোকেরা খুঁজলেও তার হদিস মেলেনি। এ দিন দেহটি উদ্ধার হয়।
|
ধৃত এক |
বেআইনি ভাবে বিয়ার রাখার অভিযোগে একজনকে ধরেছে পুলিশ। সোমবার এনজেপি ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে ফুলবাড়ি থেকে তা আটক করা হয়। ধৃতের নাম মহম্মদ কবীর। তার বাড়ি ফুলবাড়িতেই। বাড়ি থেকে কয়ের হাজার ক্যান বিয়ার আটক করা হয়। পাশাপাশি একটি ছিনতাইয়ের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ৩ জনকে ধরেছে পুলিশ। |
|