শিলিগুড়ির উপকণ্ঠে মিলনমোড় কড়াইবাড়ি এলাকায় লিঙ্কনস হাই স্কুলটি পুরনো মালিকপক্ষের কাছ থেকে কিনে নিয়েছিল সারদা গোষ্ঠী। ওই গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেন গ্রেফতারের পর ওই স্কুলের ব্যাঙ্ক আমানত ‘ফ্রিজ’ করে দেওয়া হয়েছে। স্কুলের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগে রয়েছেন শিক্ষক, অভিভাবক সকলেই। তাদের তরফে অনেকেই ছাত্রছাত্রীদের কথা ভেবে সমস্যা মেটাতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন।
বর্তমানে স্কুলে ১৫০০ ছাত্রছাত্রী রয়েছে। শিক্ষক এবং শিক্ষা কর্মী রয়েছে আরও ৭০ জন। শিক্ষকেরাই কমিটি গড়ে বর্তমানে স্কুল চালাচ্ছেন। ছাত্রছাত্রীদের ফি থেকে যে অর্থ সংগ্রহ হয় তা থেকেই শিক্ষক, শিক্ষা কর্মীদের বেতন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তাতে সম্পূর্ণ বেতন মিলছে না তাঁদের। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব রবিবার বলেন, “এতগুলি ছাত্রছাত্রীর ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে স্কুলটির সঙ্গে। বিষয়টি স্পর্শকাতর। এখনই এ ব্যাপারে কিছু বলতে পারছি না। সারদার বিষয়ে তদন্ত কমিশন বসেছে। তবে ছাত্রছাত্রীদের ব্যাপারে কলকাতায় গিয়ে বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী এবং শিক্ষা মন্ত্রীর সঙ্গে কথা বলব। সরকার নিশ্চয়ই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবে।”
স্কুল সূত্রেই জানা গিয়েছে, ২০১১ সালের মাঝামাঝি সারদা গোষ্ঠী পুরনো মালিক এমএন পালের কাছ থেকে কিনে নেন। সারদা গোষ্ঠীর তরফে স্কুলের দায়িত্বে একজনকে রাখা হয়েছিল। তিনিই দেখাশোনা করতেন। বর্তমান পরিস্থিতিতে কত দিন এ ভাবে চালানো সম্ভব হবে তা নিয়ে উদ্বেগে রয়েছেন সকলেই। |