টুকরো খবর
স্কুলে জয় বাম মনোভাবাপন্ন প্রার্থীদের
সারদামণি বিদ্যাপীঠ স্কুলের অভিভাবক প্রতিনিধির নির্বাচনে ৫-১ আসনে জিতলেন বাম মনোভাবাপন্ন প্রার্থীরা। রবিবার ওই স্কুল পরিচালন সমিতির নির্বাচন হয়। চার বছর আগে স্কুল পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে সব ক’টি আসনেই হেরেছিলেন বাম মনোভাবাপন্নরা। ওই এলাকায় তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক সৌমিত্র কুণ্ডুর বাড়ি। ছাত্রছাত্রীদের বড় অংশ উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেবের নির্বাচন ক্ষেত্রের মধ্যে থাকা পুরসভার সংযোজিত এলাকার বাসিন্দা। জাতীয়তাবাদী শিক্ষা মঞ্চের তরফে তারা সব আসনে প্রার্থীও দেয়। তার পরেও এই ফলে অস্বস্তিতে মঞ্চের নেতৃত্ব। এ দিন খড়িবাড়ি হিন্দি হাই স্কুলের অভিভাবক প্রতিনিধি নির্বাচনে ছ’টি আসনের মধ্যে সিপিএম তিনটিতে জিতেছে। শেষ নির্বাচনে যেখানে তাদের একটি আসনও ছিল না। ওই দুটি স্কুল নির্বাচনের ফলাফলে তাই ‘বিব্রত’ তৃণমূল নেতৃত্বও। সৌমিত্রবাবু বলেন, “আমি দায়িত্বে ছিলাম না। তবে কেন এই ফল হল তা দেখব।” দলের একাংশ মনে করছেন স্কুলের নির্বাচন নিয়ে নেতৃত্বের একাংশ সক্রিয় ভূমিকা নেননি। নির্বাচনে জাতীয়তাবাদী শিক্ষা মঞ্চের দায়িত্বে থাকা কমল কর্মকার বলেন, “প্রচুর ভোট বাতিল করা হয়েছে। তা ছাড়া শেষ সময়ে জানানো হয়েছিল ভোটারদের স্কুলের পরিচয় পত্র আনতে হবে। তা নিয়েও সমস্যা হয়।” নির্বাচনে জিতে খুশি সিপিএম। শেষ নির্বাচনে অভিভাবক প্রতিনিধি নির্বাচনে হারলেও স্কুলের পরিচালন সমিতি তাদের নিয়ন্ত্রণে ছিল। প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য বলেন, “অধিকাংশ অভিভাবকই যে আমাদের সঙ্গে রয়েছেন তা স্পষ্ট। তা ছাড়া খড়িবাড়ি হিন্দি হাই স্কুলেও শেষ নির্বাচনে আমাদের কোনও আসন ছিল না। এ বার সেখানে অভিভাবক প্রতিনিধিদের ৩টি আসনে আমরা জিতেছি।”

শিক্ষক সমিতির প্রতিবাদ
কেন্দ্রীয় সরকারের রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের প্রকল্পে সুবিধা নিতে হলে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিকে গভর্নমেন্ট স্পনসর হওয়ার বিজ্ঞপ্তির প্রতিবাদ জানাল নিখিল বঙ্গ শিক্ষক সমিতি। রবিবার আলিপুরদুয়ার পুরসভা হলে সমিতির একটি সম্মেলনে বিজ্ঞপ্তি বাতিলের দাবি জানানো হয়েছে। শিক্ষা মন্ত্রীর দারস্থ হওয়ার কথাও সংগঠনের তরফে জানানো হয়। নিখিলবঙ্গ শিক্ষক সমিতি আলিপুরদুয়ার মহকুমা সম্পাদক বিদ্যুৎ সরকার জানান, এ মাসে রাজ্য স্কুল শিক্ষা দফতরের এক নির্দেশিকায় জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকারের এক নির্দিষ্ট অনুদান পেতে স্কুলগুলিকে গর্ভমেন্ট স্পনসর হতে হবে। সেখানে পরিচালন সমিতির নির্বাচন হবে না। স্কুলগুলিতে সরকার মনোনীত সদস্যরা বসবেন। এতে গণতন্ত্র বিঘ্নিত হবে।

তোরণে আগুন, উত্তেজনা
রেলের শ্রমিক সংগঠনের প্রচারের তোরণে আগুন লাগার ঘটনা নিয়ে রবিবার আলিপুরদুয়ার জংশন এলাকায় উত্তেজনা ছড়ায়। রেল কর্মী সংগঠনের ভোট প্রচারের জন্য লাগানো এমপ্লয়িজ ইউনিয়নের প্রচারের তোরণে আগুন লাগলে সংগঠনের তরফে বিরোধী সংগঠন মজদুর ইউনিয়ন জড়িত বলে মৌখিক ভাবে অভিযোগ করা হয়েছে। এমপ্লয়িজ ইউনিয়ন বিভাগীয় সম্পাদক বিজনদেব রায় বলেন, “ভোটের আগের রাতে জংশন রেল স্টেশন এলাকায় সংগঠনের প্রায় ৫০টি পতাকা মাটিতে ফেলে দেওয়া হয়। নির্বাচন শেষের পর প্রচার তোরণ পুড়িয়ে দেওয়া হয়।” বিরোধী সংগঠন এনএফ রেলওয়ে মজদুর ইউনিয়নের বিভাগীয় আহ্বায়ক বিভাস জোয়ারদার জানান, এই ঘটনায় তাঁদের ইউনিয়নের কেউ জড়িত নন।

আন্দোলনে নামবে ডিওয়াইএফ
সিপিএম সমথর্ক বাবু লামা ও সাবিত্রী রায়ের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হয়েছিল বলে অভিযোগ তুলে জনমত তৈরি করতে আন্দোলনে নামার কথা ঘোষণা করল ডিওয়াইএফ। ১১ মে রাজ্য নেতৃত্বের উপস্থিতিতেই এই আন্দোলনের সূচনা করবেন বলে এ দিন ‘হুমকি’ দেন ডিওয়াইএফআইয়ের দার্জিলিং জেলা সম্পাদক শঙ্কর ঘোষ। রবিবার শিলিগুড়িতে অনিল বিশ্বাস ভবনে সাংবাদিক বৈঠকে এই খবর জানান শঙ্করবাবু।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.