দলের সর্বভারতীয় নেতা মুকুল রায়ের ছবিতে জুতো মারার ঘটনায় কংগ্রেসের বিরুদ্ধে আন্দোলনে নামছে তৃণমূল। রবিবার শিলিগুড়ির হিলকার্ট রোডে দলীয় কার্যালয়ে নেতৃত্বের একাংশকে নিয়ে এ ব্যাপারে বৈঠক করেন গৌতম দেব। আজ, সোমবার শহরের উন্নয়ন নিয়ে ডাকা তৃণমূলের নাগরিক কনভেনশনের পর তারা ধিক্কার মিছিলও করবেন। গৌতমবাবু বলেন, “রাজ্যে এ ধরনের ঘটনার নজির কম। রাস্তায় নেমে এর বিরুদ্ধে জনমত গঠন করব। ঘটনার তীব্র নিন্দা করছি। কংগ্রেসের জেলা সভাপতি তথা বিধায়ক শঙ্কর মালাকারের নেতৃত্বে তাঁদের দলের লোক লজ্জাজনক ওই ঘটনা ঘটান। এ ধরনের অপসংস্কৃতি আমদানি করছেন তাঁরা।”
শঙ্করবাবু অবশ্য দাবি করেছেন ছবিতে জুতো মারার ঘটনার সঙ্গে কংগ্রেস যুক্ত নয়। তিনি বলেন, “খোঁজ নিয়ে জেনেছি সারদার কয়েকজন এজেন্ট ওই কাজ করেছেন। কংগ্রেসের সঙ্গে সম্পর্ক নেই। তৃণমূল কী কর্মসূচি নেবে তা তাদের ব্যাপার।” গত শুক্রবার, সারদা কাণ্ডে প্রতারণার অভিযোগ নিয়ে শিলিগুড়িতে আইন অমান্য আন্দোলন করে কংগ্রেস। মহকুমাশাসকের দফতরে আইন আমান্য আন্দোলনের সময় ভাঙচুরের অভিযোগও ওঠে। তা নিয়ে মহকুমা প্রশাসনের তরফে অভিযোগও দায়ের করা হয়েছে। মন্ত্রীর অভিযোগ, কংগ্রেস নেতৃত্বের বোঝা উচিত মহিলা মহকুমাশাসক রয়েছেন। তাঁর দফতরের সামনে ‘গুন্ডারাজ’ চালিয়ে তাঁরা ভাঙচুর করছেন। |