টুকরো খবর |
বরুণ-হত্যার চার্জ গঠন ফের পিছোল
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ |
সুটিয়া গণধর্ষণ কাণ্ডের অন্যতম সাক্ষী বরুণ বিশ্বাস খুনের মামলার চার্জগঠন ফের পিছোল। শুক্রবার বনগাঁ আদালতে এই মামলার চার্জগঠন হওয়ার কথা ছিল। কিন্তু খুনে ব্যবহৃত পিস্তলের ব্যালেস্টিক পরীক্ষার রিপোর্ট এবং নিহতের শরীরে থাকা গুলির বায়োলজিক্যাল রিপোর্ট না আসায় এ দিন চার্জ গঠন হয়নি। কলকাতার বেলগাছিয়ার ফরেন্সিক ল্যাবরেটরি থেকে এই রিপোর্ট আসার কথা ছিল। মামলার সরকারি আইনজীবী সমীর দাস আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক (ফাস্ট ট্র্যাক-১) তাপস দাসের কাছে লিখিত আবেদনে জানান, যেহেতু ওই রিপোর্ট আসেনি, সেই কারণে চার্জগঠন হলে বরুণের পরিবার সুবিচার পাবেন না। এই আবেদনের প্রেক্ষিতে বিচারক ফরেন্সিক ল্যাবরেটরির অধিকর্তাকে ১৪ মে-র মধ্যে রিপোর্ট জমা দিতে নির্দেশ দেন। সমীরবাবু বলেন, “১৪ মে ফের পরবর্তী চার্জগঠনের দিন ধার্য করা হয়েছে।” এর আগে ৬ এপ্রিল ধৃত দুই অভিযুক্তের আইনজীবী না থাকায় চার্জগঠন হয়নি। গত বছর ৫ জুলাই গোবরডাঙা রেল স্টেশনের কাছে খুন হন বরুণ। মামলার তদন্তভার নেয় সিআইডি। ওই মামলায় এখনও পর্যন্ত সাতজন গ্রেফতার হয়েছে এবং তিনজন অভিযুক্ত ফেরার রয়েছে।
|
পুরনো খবর: সুটিয়া গণধর্ষণ মামলার সাক্ষীকে গুলি করে খুন
|
বিদ্যুতের দাবি, বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • হিঙ্গলগঞ্জ |
ঝড়-বৃষ্টি হয়ে যাওয়ার পরও পুনরায় বিদ্যুৎ সংযোগ না পাওয়ায় বিদ্যুতের দাবিতে হিঙ্গলগঞ্জের কাঠাখালিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল স্থানীয় বাসিন্দারা। শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত চলে এই বিক্ষোভ। ফলে বন্ধ হয়ে যায় হাসনাবাদ থেকে হিঙ্গলগঞ্জের মধ্যে গাড়ি চলাচল। পুলিশ এসে সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিলে অবরোধ ওঠে। বিক্ষোভকারীদের অভিযোগ, ঝড়-বৃষ্টির তিনদিন পরও বিভিন্ন এলাকায় পুনরায় বিদ্যুৎ সংযোগ না পাওয়ায় দেখা দিয়েছে সমস্যা। ঝড়ের পাশাপাশি বড় বড় শিল পড়ায় ক্ষতি হয়েছে ফসলেরও। বসিরহাটের মহকুমা শাসক শ্যামল মণ্ডল বলেন, ‘‘ঝড়-বৃষ্টির ফলে বসিরহাট মহকুমার দশটি ব্লকে প্রায় ৫০০টি মাটির বাড়ির সম্পূর্ণ এবং ৩৫০০টি মাটির বাড়ির আংশিক ক্ষতি হয়েছে। বিভিন্ন এলাকায় বিলি করা হয়েছে ১৭০০ পলিথিন। গাছ পড়ে এবং খুঁটি উল্টে বিছিন্ন হয়ে পড়া বিদ্যুৎ সংযোগ যাতে হয় সে জন্য সংশ্লিষ্ট দফতরকে বলা হয়েছে।”
|
বাঁধের নির্মাণকাজের শিলান্যাস কুলপিতে
নিজস্ব সংবাদদাতা • ডায়মন্ড হারবার |
নির্মাণকাজ আগেই শুরু হয়েছে। শুক্রবার কুলপির রামকিশোর পঞ্চায়েতের হাঁড়াঘাট থেকে রায়তলা গ্রাম পর্যন্ত নতুন ভাবে নদীবাঁধ তৈরির কাজের শিলান্যাস করলেন রাজ্যের সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানটি হয় ডায়মন্ড হারবার হাইস্কুল মাঠে। মন্ত্রী বলেন, “বাম জমানা থেকেই নদীবাঁধটির বেহাল অবস্থা। ফি-বছর বাঁধ ভেঙে জল ঢুকে প্লাবিত হত এলাকা। বর্তমান রাজ্য সরকারের পক্ষ থেকে ৩৬ কোটি টাকায় পাকাপাকি ভাবে বাঁধ নির্মাণের কাজ শুরু করা হয়েছে।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ সোমেন মিত্র, বিধায়ক দীপক হালদার প্রমুখ।
|
আগ্নেয়াস্ত্র-সহ দুই দুষ্কৃতী গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • ভাঙড় |
আগ্নেয়াস্ত্র-সহ দুই দুষ্কৃতীকে বৃহস্পতিবার রাতে কলকাতা লেদার কমপ্লেক্স থানার যোধভীম এলাকা থেকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম আখের আলি ওরফে আমির এবং সাহাবুদ্দিম মোল্লা। তাদের বাড়ি নিউটাউন থানা এলাকার বালিগোড়িতে। তাদের কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল এবং দু’টি গুলি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতেরা ওই এলাকায় আগ্নেয়াস্ত্র বিক্রি করতে এসেছিল। ওই দলের বাকিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
|
মহিলার দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • বাসন্তী |
এক মহিলার পচাগলা দেহ উদ্ধার করল বাসন্তী থানার পুলিশ। শুক্রবার সকালে বাসন্তীর ঝড়খালির ত্রিদিবনগরের কানমারি খাল থেকে দেহটি উদ্ধার করে ময়না-তদন্তে পাঠায় পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার অতিরিক্ত পুলিশ সুপার (পূর্ব) কঙ্করপ্রসাদ বারুই বলেন, “ওই মহিলার দেহের পাশ থেকে একটি হ্যান্ডব্যাগ মিলেছে। দেহটি কী ভাবে ওই এলাকায় এল, তা দেখা হচ্ছে।”
|
সন্ত্রাসের প্রতিবাদে মিছিল রায়দিঘিতে
নিজস্ব সংবাদদাতা • রায়দিঘি |
সুদীপ্ত গুপ্তের হত্যার তদন্ত, সাম্প্রতিক তৃণমূলের সন্ত্রাস এবং পঞ্চায়েত নির্বাচনে সঠিক সময়ে করার দাবিতে শুক্রবার বিকেলে রায়দিঘিতে মিছিল করলেন সিপিএম কর্মী-সমর্থকেরা। রায়দিঘির কোম্পানির ঠেক বাস মোড় থেকে কাশীনগর মোড় পর্যন্ত হওয়া এই মিছিলে যোগ দেন কয়েক হাজার মানুষ। মিছিলের নেতৃত্ব দেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী এবং কান্তি গঙ্গোপাধ্যায়।
|
মন্দিরে চুরি
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
বুধবার রাতে বসিরহাট শশ্মান কালী মন্দিরের তালা ভেঙে প্রতিমার অলঙ্কার ও অন্যান্য সরঞ্জাম-সহ প্রায় লক্ষ টাকার সরঞ্জাম চুরি করে পালাল দুষ্কৃতীরা।
|
বধূ-হত্যায় শাস্তি |
ব্যারাকপুর নয়াবস্তি এলকায় বধূ-হত্যার দায়ে স্বামী-সহ তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিল ব্যারাকপুর আদালত। ২০০৫ সালের ২ অক্টোবর শৌচাগারে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় দক্ষিণবঙ্গ পরিবহণ সংস্থার কর্মী অসীম মুখোপাধ্যায়ের স্ত্রী সাধনার। তাঁর বাপের বাড়ির লোকেরা খুনের অভিযোগ দায়ের করেন। পুলিশ অসীম-সহ তিন জনের নামে চার্জশিট দেয়। বৃহস্পতিবার অসীম, তাঁর ভাই স্বপন এবং বোন তপতী বন্দ্যোপাধ্যায়কে দোষী সাব্যস্ত করেন ফাস্ট ট্র্যাক সেকেন্ড কোর্টের বিচারক। শাস্তি ঘোষণা করা হয় শুক্রবার।
|
ধৃত সাইকেল চোর |
স্কুল ইউনিফর্ম পরে স্কুল চত্বর থেকে সাইকেল চুরি করে পালানোর সময়ে পুলিশের হাতে গ্রেফতার হল এক যুবক। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে স্থানীয় বিড়া নারায়ণপুর হাই স্কুলে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সৌমেন দত্ত। বাড়ি বারাসতের দত্তপুকুর এলাকায়। জেরায় জানা গেছে, স্থানীয় বিভিন্ন স্কুলের ইউনিফর্ম তৈরি করা ছিল তাঁর কাছে। এভাবে সে বিভিন্ন স্কুলেই সাইকেল চুরি করত। এ দিন চুরি গিয়ে স্কুলের পড়ুয়াদের হাতে হাতেনাতে ধরা পড়ে যায় সে। তাকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। |
|