ডিকি বার্ডের কাণ্ড দেখে হতভম্ব ক্রিকেট বিশ্ব! কিংবদন্তি আম্পায়ারের বাছা সেরা টেস্ট একাদশে সচিন তেন্ডুলকরের না থাকাটা অনেকের কাছে শুধু যে অস্বাভাবিক লেগেছে তা-ই নয়, কেউ কেউ বলছেন, ব্যাপারটা একপেশে। ভারসাম্যহীনও।
ভারতের একমাত্র সুনীল গাওস্কর রয়েছেন এই দলে। যা দেখে প্রাক্তন ভারত অধিনায়ক অজিত ওয়াড়েকরের মন্তব্য, “দলটা একপেশে। বার্ড যাদের কাছ থেকে দেখেছেন, তাদের নিয়েই গড়েছেন টিম। ভারসাম্য নেই। ডেনিস লিলির নতুন বলের পার্টনার এই দলে খুঁজে পাওয়া যাচ্ছে না। গাওস্কর সঠিক বাছাই। কিন্তু যে দলে সচিন বা ক্লাইভ লয়েডের ওয়েস্ট ইন্ডিজের চার ফাস্ট বোলারের এক জনও নেই। ভারতের চার কিংবদন্তি স্পিনারদের কেউ নেই, সেটা কী করে ন্যায্য দল হয়?”
বার্ডের দলে থাকায় গাওস্কর খুশি। “ডিকি বার্ডের মতো শ্রদ্ধেয় আর জনপ্রিয় আম্পায়ারের বাছা দলে আমি আছি, জেনে ভাল লাগছে।” তবে কিংবদন্তি ক্রিকেটারদের বাদ পড়া নিয়ে কোনও মন্তব্য করেননি সানি। চাঁদু বোরডে অবশ্য ডিকি বার্ডের ‘ক্রিকেট জ্ঞান’ নিয়েই প্রশ্ন তুলেছেন। “বার্ডের বাছা দলটাই বুঝিয়ে দিচ্ছে ওর ক্রিকেট জ্ঞানের কী দুরবস্থা। আমার তো মনে হয়, ইংরেজ মিডিয়াই ডিকি বার্ডকে বিখ্যাত আম্পায়ার করে তুলেছে। ও বরাবরই পক্ষপাতদুষ্ট।” আর এক প্রাক্তন ভারত অধিনায়ক নরি কন্ট্রাক্টর বলেন, “কীসের ভিত্তিতে এই দল গড়েছে বার্ড? সচিনের দক্ষতা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারে, ভাবা যায় না! ওর বিচারে অ্যালান নট সেরা উইকেটকিপার-ব্যাটসম্যান! বেশ বিতর্কিত দল এটা।”
অংশুমান গায়কোয়াড়ের ব্যাখ্যা, “বার্ড শুধু টেকনিক মাথায় রেখে দলটা গড়েছেন। আগ্রাসন নিয়ে ভাবেনইনি।” সৈয়দ কিরমানির মন্তব্য, “সচিনের চেয়ে গাওস্কর বড়? প্রসন্ন, চন্দ্রশেখরের আগে গিবস, ওয়ার্ন? মানতে পারছি না।”
|