জন্মদিনের বাকি চার দিন। তার আগেই বিরল সম্মান দিয়ে ৪০তম জন্মদিনের উৎসব শুরু হচ্ছে সচিন তেন্ডুলকরের। শনিবার তাঁর প্রিয় সিডনি ক্রিকেট গ্রাউন্ডে স্যর ডন ব্র্যাডম্যান আর শেন ওয়ার্নের সঙ্গে ‘মাস্টার ব্লাস্টার’-এর মোমের মূর্তির উন্মোচন হবে। লন্ডনে মাদাম তুসোর মিউজিয়ামে সচিনের যে মোমের মূর্তি রয়েছে তারই আদলে তৈরি এই মূর্তি। পরে মাদাম তুসোর সিডনি শাখাতেও রেপ্লিকাটি থাকবে।
সর্বকালের সেরা ব্যাটসম্যানের সঙ্গে আবার জড়িত থাকার সুযোগ পেয়ে সচিন খুব খুশি। এই সম্মান পাওয়ার প্রসঙ্গে বলেছেন, “দারুণ উপহার। জন্মদিনের সঙ্গে কাকতালীয় ভাবে অনুষ্ঠানের সময় মিলে যাওয়ায় আরও ভাল লাগছে। স্যর ডনের সঙ্গে যে কোনও ভাবে জড়িয়ে থাকার সুযোগ পাওয়াটা সম্মানের।” |
১৯৯৮ অ্যাডিলেডে ব্র্যাডম্যানের ৯০তম জন্মদিনে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন সচিন। সঙ্গে ছিলেন শেন ওয়ার্নও। যে প্রসঙ্গে সচিন বলছেন, “আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলোর অন্যতম। ওয়ার্নির সঙ্গে পরে এক দিন সেই দিনটার কথা আলোচনা করেছিলাম। এসসিজি আমার প্রিয় মাঠ, তাই ইভেন্টটা আমার কাছে আরও স্পেশ্যাল। এই মাঠটার সঙ্গে অনেক ভাল স্মৃতি রয়েছে।” এদিকে, ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি এন শ্রীনিবাসন সচিনের ৪০তম জন্মদিন উপলক্ষ্যে আবার তারকা ক্রিকেটারকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। পাশাপাশি সচিনের অবসর প্রসঙ্গে বলে দিয়েছেন, “দেশকে আর কিছু দেওয়ার নেই এটা অনুভব করলে সচিন জায়গাটা কখনও আঁকড়ে ধরে রাখবে না। ভারতীয় ক্রিকেটের এখনও সচিনকে প্রয়োজন রয়েছে এতে আমার কোনও সন্দেহ নেই। আর কবে অবসর নেবে সেটা সচিনের উপরই ছেড়ে দিচ্ছি আমরা।” |