আই লিগে প্রথম চারে থাকতে চান এলকো
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
প্রয়াগ ইউনাইটেড- ২ (র্যান্টি, টুলুঙ্গা)
লাজং- ০ |
ঘরের মাঠে ছিলেন না কার্লোস হার্নান্ডেজ। কিন্তু তা সত্ত্বেও কল্যাণীতে লাজং এফসিকে হারাতে কোনও বেগ পেতে হল না র্যান্টি মার্টিন্সের প্রয়াগ ইউনাইটেডকে। প্রথমার্ধের ২০ মিনিটের মাথায় পেনাল্টি থেকে সাতোরির দলের প্রথম গোল নাইজিরীয় গোল মেশিনের। সাত মিনিট পরেই দলের দ্বিতীয় গোল টুলুঙ্গার। এই জয়ের ফলে ২৫ ম্যাচে প্রয়াগ ইউনাইটেডের পয়েন্ট দাঁড়াল ৪১। সমসংখ্যক ম্যাচে লাজংয়ের পয়েন্ট ২৫। এ দিন হারের পর অবনমনের আশঙ্কা তাড়া করছে থাংবই সিন্তোর দলকে। যদিও লাজং কোচ আশাবাদী লিগে টিকে থাকবে তাঁর দল। উলটো দিকে, প্রয়াগ ইউনাইটেড কোচ ম্যাচের পর সাতোরি বলছেন, “লিগ টেবলে যতটা সম্ভব উপরের দিকে থাকাই লক্ষ্য। চেষ্টা করব প্রথম চারে থাকার।” দীপক-আসিফদের বিরুদ্ধে শিলংয়ের দলটি এ দিন শুরু থেকে আক্রমণাত্মক খেলতে শুরু করলেও খেলার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একাধিক সুযোগ নষ্ট করে ক্রমশ ম্যাচ থেকে হারিয়ে যাওয়া শুরু এডিনহোদের। দ্বিতীয়ার্ধে বৈথাংরা ফের তেড়েফুঁড়ে খেললেও প্রায় গোল আসেনি লাজংয়ের। প্রয়াগ গোলকিপার সুব্রত পাল এবং রাইট ব্যাক দীপক মণ্ডলের কাছেই আটকে যায় কামিমুরাদের আক্রমণ।
|
রুনির ম্যান ইউ ছাড়ার যাবতীয় জল্পনায় জল ঢাললেন স্বয়ং টিম বস ফার্গুসন। জানিয়ে দিলেন, রুনিকে পরের মরসুমেও ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জার্সিতেই দেখা যাবে। ইউরোপীয় ফুটবল মহলে খবর রটেছিল, রুনির সঙ্গে কথা প্রায় পাকা বেকহ্যামের প্যারিস সাঁ জাঁ-র। যা নিয়ে শুক্রবার ফার্গির প্রতিক্রিয়া, “রুনি কোথাও যাচ্ছে না। এই সব গুজবের কোনও ভিত্তি নেই।” বুধবার ইপিএলে ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে রুনিকে ম্যাচের মাঝপথে তুলে নেওয়ার পরই গুজব তীব্র আকার নেয়। বলা হতে থাকে, ম্যান ইউতে রুনির দিন শেষ হয়ে আসছে। কিন্তু ফার্গুসন বলছেন, “সে দিন রুনি ভাল না খেললেও অনেক ম্যাচেই অন্যদের থেকে ভাল খেলে ও।”
|
বিশ্বসেরাদের
কাছে হার লি-দের |
আগের রাউন্ডে ভূপতি-বোপান্নার বিরুদ্ধে সম্মানের লড়াইয়ে জিতলেও পরের ম্যাচেই হেরে মন্টে কার্লো ক্লে কোর্ট মাস্টার্স থেকে ছিটকে গেলেন লিয়েন্ডার পেজ ও তাঁর অস্ট্রেলীয় জুটি মেলজার। বিশ্বসেরা জুটি এবং শীর্ষবাছাই বব ও মাইক ব্রায়ানের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে অবশ্য প্রচুর লড়ে হারেন লি-রা। এক সেট এগিয়েও শেষ পর্যন্ত সুপার টাইব্রেকে লিয়েন্ডাররা হারেন ৬-৩, ৩-৬, ৫-১০।
|
প্রি-কোয়ার্টারে প্রাক্তন বিশ্বসেরা চিনা মেয়ে শিজিয়ান ওয়াংকে হারালেও এশীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পরের ম্যাচেই হেরে গেলেন পি ভি সিন্ধু। সাইনার শহর হায়দরাবাদের আর এক মেয়ে ব্যাডমিন্টন তারকা সিন্ধুকে কোয়ার্টার ফাইনালে ২১-১৯, ১৬-২১, ২১-১১ হারান বিশ্বের ১২ নম্বর জাপানি এরিকো হিরোসে।
|
• এনসি কোলে সাব জুনিয়র টুর্নামেন্টে পি সেন মেমোরিয়াল কোচিং সেন্টারকে আট উইকেটে হারাল সোনারপুর এসইউএসএ। প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে পি সেন কোচিং সেন্টার করে ৯৯-৯। জবাবে মৃত্যুঞ্জয় দওর ৩২ রানের সৌজন্যে ১৬.২ ওভারে সোনারপুর ১০১-২।
• শৈলেন মান্না ফুটবল অ্যাকাডেমিতে অনূর্ধ্ব-১২ ট্রায়াল হবে ২০-২১ এপ্রিল বেহালা সরকার মাঠে, সকাল ৭টা থেকে ১১টা। |