|
|
|
|
শব্দ-বারণ অঞ্চল ঘোষণার দাবি |
নিরপেক্ষ তদন্ত চাইছেন প্রেসিডেন্সির প্রাক্তনীরাও |
নিজস্ব সংবাদদাতা |
সরকারের তৈরি মেন্টর গ্রুপ আগেই নিরপেক্ষ তদন্ত চেয়ে প্রশাসনের উপরে চাপ সৃষ্টি করেছিল। প্রেসিডেন্সিতে হামলার ঘটনায় এ বার নিরপেক্ষ তদন্ত দাবি করল প্রাক্তনী সংসদও। সেই সঙ্গে কলেজ স্ট্রিটকে ‘সাইলেন্স জোন’ বা শব্দ-বারণ অঞ্চল হিসেবে চিহ্নিত করারও দাবি জানাচ্ছে তারা। বুধবার সংসদের জরুরি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই বিষয়ে দ্রুত দাবিপত্র জমা দেওয়া হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে।
মুখ্যমন্ত্রীর কাছে ঠিক কী কী দাবি জানাবেন প্রাক্তনী সংসদের কর্তারা?
সংসদের তরফে বিভাস চৌধুরী জানান, ক্যাম্পাসে ১০ এপ্রিলের হামলার নিরপেক্ষ তদন্ত চাওয়া হবে। যাতে দোষীদের শাস্তি হয় এবং নির্দোষ কেউ হেনস্থা না-হন, সেই জন্যই এই দাবি। একই সঙ্গে কলেজ স্ট্রিট চত্বর নিয়মিত মিছিল-মিটিংয়ে জেরবার হতে থাকায় উদ্বেগ প্রকাশ করেছে প্রাক্তনী সংসদ। দু’টি বিশ্ববিদ্যালয় (কলকাতা ও প্রেসিডেন্সি), একটি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (ক্যালকাটা মেডিক্যাল কলেজ) এবং একাধিক স্কুল-কলেজ রয়েছে ওই অঞ্চলে। তাই আইন মেনেই ওই চত্বরকে শব্দ-বারণ অঞ্চল ঘোষণার দাবি জানাচ্ছে প্রাক্তনী সংসদ।
ওই সংসদের সহ-সভাপতি জয়ন্ত মিত্র রবিবারেই বলেছিলেন, তাঁরা কলেজ স্ট্রিটে মিছিল, জমায়েত ইত্যাদি বন্ধের প্রস্তাব দিতে চান সরকারকে। এ দিনের বৈঠকে প্রেসিডেন্সির উপাচার্য মালবিকা সরকার, রেজিস্ট্রার প্রবীর দাশগুপ্ত ও শিক্ষকেরা ছিলেন। সেখানে বিষয়টি নিয়ে আলোচনার পরে মুখ্যমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠানোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় প্রাক্তনী সংসদ। জয়ন্তবাবু বলেন, “দিল্লি গণধর্ষণ কাণ্ডের পরে যে-রকম মৌনী মিছিল হয়েছিল, তেমনটা হলে কোনও আপত্তি নেই। কিন্তু দাঙ্গাবাজি, চেঁচামেচি বন্ধ হওয়া জরুরি।”
কয়েক দিন ছুটি নিয়ে বুধবার ফের কাজে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের রক্ষী সন্তোষ (পাপ্পু) সিংহ। তিনি জানান, শারীরিক ও মানসিক ভাবে ক্লান্ত থাকায় ছুটি নিয়েছিলেন। পাপ্পু বলেন, “তদন্তে সব রকম সাহায্য করব।”
হামলার পরে প্রেসিডেন্সিতে তৈরি হওয়া উত্তেজনা ও আতঙ্কের জেরে অনেক ছাত্রছাত্রী দিনকয়েক বিশ্ববিদ্যালয়ে অনিয়মিত হয়ে পড়েছিলেন বলে শিক্ষক-শিক্ষিকাদের একাংশ জানান। তদন্তের স্বার্থেও নিয়মিত ক্লাসে কিছুটা ব্যাঘাত ঘটেছে। ১৩ মে বিশ্ববিদ্যালয়ে সেমেস্টার পরীক্ষা শুরু। ৩ মে পর্যন্ত ক্লাস হয়ে ‘স্টাডি লিভ’ শুরু হওয়ার কথা। গোলমালে ক্লাস বিঘ্নিত হওয়ায় ঠিক সময়ে পাঠ্যক্রম শেষ করা যাবে কি না, তা নিয়ে উদ্বেগে রয়েছেন শিক্ষক-শিক্ষিকাদের একাংশ। অতিরিক্ত ক্লাস নিয়ে সামাল দেওয়ার চেষ্টা চলছে।
প্রেসিডেন্সির হাঙ্গামা নিয়ে আজ, বৃহস্পতিবার মানবাধিকার কমিশনের বিশেষ তদন্ত কমিটির কাজ শুরু হবে। কমিটিতে আছেন প্রেসিডেন্সির প্রাক্তন অধ্যক্ষ অমল মুখোপাধ্যায়। বিশ্ববিদ্যালয়ের কাছে তিনি হামলার প্রত্যক্ষদর্শীদের তালিকা চেয়েছেন। বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, মূল প্রশাসনিক ভবন ও বেকার ল্যাবরেটরিতে হাঙ্গামার যে-সব প্রত্যক্ষদর্শী ছিলেন, তাঁদের দু’টি পৃথক তালিকা তৈরি করা হয়েছে। আজ সেগুলি তদন্ত কমিটিকে দেওয়া হবে।
|
পুরনো খবর: ফোন মমতার, প্রেসিডেন্সিতে রাজ্যপালও |
|
|
|
|
|