তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী পিয়ালি মুখোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যু নিয়ে সিবিআই-তদন্তের দাবি তুলল কংগ্রেস। পিয়ালির মৃত্যু-রহস্যের নিরপেক্ষ তদন্তের প্রয়োজনেই সিবিআই তদন্ত দাবি করছেন বলে মঙ্গলবার জানান প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য।
এ দিন হাজরা মোড়ে মহিলা কংগ্রেসের অবস্থান মঞ্চে সংগঠনের রাজ্য সভানেত্রী কবিতা রহমান প্রথমে সিবিআই তদন্তের দাবি তোলেন। তাঁর বক্তব্য, “পিয়ালির মৃত্যু হত্যা না আত্মহত্যা তার রহস্য উন্মোচনে সিবিআই-কে দিয়ে তদন্ত হোক। যে সব মন্ত্রীর নাম পিয়ালির মৃত্যুর ঘটনার সঙ্গে জড়িয়ে গিয়েছে তাঁদের আড়াল না করে নিরপেক্ষ তদন্ত চাই।” কবিতার দাবিকে সমর্থন করে প্রদীপবাবুও সিবিআইকে দিয়ে পিয়ালি-মৃত্যুর তদন্ত হওয়া দরকার বলে মন্তব্য করেন। তাঁর কথায়, “পিয়ালি-কান্ডের তদন্ত সিবিআই করুক। অভিযুক্তদের শাস্তি হোক।” এ নিয়ে রাজ্যের পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপেরও দাবি তোলেন প্রদেশ মহিলা কংগ্রেস নেতৃত্ব। ওই ঘটনায় যে মন্ত্রীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাঁদের অবিলম্বে পদত্যাগ করতে হবে বলেও সংগঠনের তরফে দাবি করা হয়।
পিয়ালির মৃত্যু-রহস্যের তিন সপ্তাহ কাটলেও এখনও তদন্তের তেমন অগ্রগতি হয়নি। ২৬ মার্চ রাতে রাজারহাটের ফ্ল্যাটে পিয়ালির ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। মেলে একটি সুইসাইড নোটও। পেশায় ব্যাঙ্কশাল কোর্টের আইনজীবী পিয়ালির বাড়ি বর্ধমানে। গত কয়েক মাস ধরে তিনি রাজারহাটে ওই ফ্ল্যাটে থাকতেন। পিয়ালির বাড়ির তরফে অভিযোগ দায়ের করা হয়নি। প্রশ্ন উঠেছে প্রভাবশালী রাজনৈতিক নেতাদের প্রভাবেই কী মামলার তদন্ত ঠিক ভাবে হচ্ছে না! বিধাননগর কমিশনারেটের পুলিশ জানিয়েছে, অস্বাভাবিক মৃত্যুর মামলা হিসাবে যেভাবে তদন্ত করা দরকার সেইভাবেই তদন্ত এগোচ্ছে।
|