উল্টোডাঙা উড়ালপুলের ভাঙা অংশ ফের জুড়তে রাজ্য সরকারের কাছে এখন দু’টি পথ খোলা। প্রথমত, বিশেষজ্ঞ কোনও সংস্থাকে দায়িত্ব দিয়ে তাঁদের প্রয়োজনীয় খরচ বরাদ্দ করা। দ্বিতীয়ত, রাজ্য সরকারের বরাদ্দ অনুযায়ী কোনও সংস্থাকে দিয়ে মেরামতির কাজ করা। যদিও, রাজ্যের মনোভাব দ্বিতীয় পথটির দিকেই। মঙ্গলবার বিধাননগরে এমন ইঙ্গিতই দিয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। উল্টোডাঙা উড়ালপুল তৈরি করেছিল রাষ্ট্রায়ত্ত সংস্থা ম্যাকিনটস বার্ন। উড়ালপুল মেরামতির দায়িত্ব কোনও রাষ্ট্রায়ত্ত সংস্থাকেই দেওয়া হবে কি না, তা নিয়ে পুরমন্ত্রী কিছু বলেননি। তিনি জানিয়েছেন, পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়া হবে। উড়ালপুলের ভাঙা অংশ খাল থেকে সরিয়ে নিলামে বিক্রি করার জন্য একটি কেন্দ্রীয় সরকারি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। কবে ওই ভাঙা অংশ সরানো হবে, তা নিয়ে স্পষ্ট করে কিছু জানায়নি পুর ও নগরোন্নয়ন দফতর।
|
বিদ্যাসাগর সেতুতে টোল ট্যাক্স সংগ্রহকারী সংস্থা কোণার্ক ইনফ্রাস্ট্রাকচারের টোল আদায়ের বরাত খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি অরুণ মিশ্র ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ মঙ্গলবার জানিয়ে দিয়েছে, এক মাসের মধ্যে মহারাষ্ট্রের ইএমপি সংস্থাকে ওই টোল আদায়ের বরাত দিতে হবে। কারণ তারাই ছিল সর্বোচ্চ দরদাতা। আদালতে জানানো হয়, হুগলি রিভার ব্রিজ কমিশনার্স উপযুক্ত কারণ ছাড়াই সর্বোচ্চ দরদাতাকে ওই সেতুতে টোল আদায়ের বরাত না-দিয়ে অন্য সংস্থাকে দিয়েছে। শুধু তা-ই নয়, যে-সংস্থাকে বরাত দেওয়া হয়েছে, সর্বোচ্চ দরদাতার দর জানিয়ে দিয়ে তাদেরও ওই দর দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছিল। রায়ে বিষয়টির উল্লেখ করা হয়েছে। সর্বোচ্চ দরদাতাকে বরাত না-দেওয়ার কারণ হিসেবে একটি ভুলের উল্লেখ করেছিল হুগলি রিভার ব্রিজ কমিশনার্স। তাদের বক্তব্য ছিল, সর্বোচ্চ দরদাতা সংস্থা টাকার অঙ্ক কথায় এবং সংখ্যায় যা লিখেছিল, তাতে ফারাক ছিল।
|
পরিত্যক্ত গুদামটি বাইরে থেকে দেখে কিছু বোঝার উপায় ছিল না। কিন্তু দীর্ঘ দিন ধরে সেখানেই রীতিমতো গাঁজা মজুত করে রাখা হত। শেষে একটি ম্যাটাডরকে আটক করার পরেই বিষয়টি জানতে পারে পুলিশ। বেশ কয়েক দিন গুদামের বাইরে ফাঁদ পেতে রাখার পরে সেটির মালিককে ধরে ফেললেন গোয়েন্দারা। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে ঠাকুরপুকুরে। পুলিশ জানায়, ধৃতের নাম শেখ হারুণ রশিদ। বাড়ি নুঙ্গিতে। গুদাম থেকে উদ্ধার হয়েছে ২১০ কেজি গাঁজা। কলকাতা পুলিশের গোয়েন্দাপ্রধান পল্লবকান্তি ঘোষ জানান, ১০ এপ্রিল ভোরে ঠাকুরপুকুর থানার পুলিশ একটি ম্যাটাডর আটক করে। ধরা পড়ে অভিজিৎ দাস ও নীলকমল গণ নামে দুই ব্যক্তি। ৪৬৮ কেজি গাঁজাও মেলে। ধৃতদের জেরা করে হারুণ ও তার গুদামের সন্ধান পায় পুলিশ।
|
শহরে ফের স্কুলগাড়ি দুর্ঘটনায় আহত হল এক পড়ুয়া। মঙ্গলবার সকাল ৮টা নাগাদ ঘটনাটি ঘটেছে বেহালার জ্যোতিষ রায় রোডে। পুলিশ জানায়, এ দিন স্কুলের পড়ুয়াদের নিয়ে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ল্যাম্প পোস্টে ধাক্কা মারে। এই ঘটনায় নিউ আলিপুরের বাসিন্দা রুদ্রনারায়ণ সিংহের (৬) মাথায় চোট লাগে। চালক-সহ স্কুলগাড়িটি আটক করেছে পুলিশ।
|
জাপান দূতাবাসের গাড়িচালক সাহাবুদ্দিন আহমেদের হত্যাকাণ্ডে দু’জন গ্রেফতার হয়েছে। ধৃতদের নাম ইরফান ও রাশেদ। ইমতিয়াজ নামে এক জনের খোঁজ চলছে। রাশেদের দাদার স্ত্রীর সঙ্গে ইরফানের বাবার অবৈধ সম্পর্ক ছিল বলে অভিযোগ। সাহাবুদ্দিন বিষয়টি জানতেন।
|
বন্ধ ঘরের দরজা ভেঙে এক মহিলার দগ্ধ দেহ উদ্ধার হল। সোমবার, গিরিশ পার্ক এলাকায়। পুলিশ জানায়, সাবিত্রী সিংহ (৮০) নামে ওই বৃদ্ধা তাঁর রবীন্দ্র সরণির বাড়িতে একা থাকতেন। এ দিন তাঁর ঘর থেকে ধোঁয়া বেরোতে দেখে স্থানীয়েরাই দরজা ভেঙে তাঁকে উদ্ধার করেন। হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করা হয়। |