ধৃত অভিনয়ের পুলিশি-হাজত
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
স্ত্রীর দুই চোখ উপড়ে ফেলার অভিযোগে ধৃত অভিনয় সরকারকে বৃহস্পতিবার পুলিশ আদালতে হাজার করায়। বিচারক ধৃতের জামিন না মঞ্জুর করে পাঁচ দিন পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। অতিরিক্ত জেলা পুলিশ সুপার শ্যাম সিংহ জানান, ধৃত অভিনয় একেক সময় একেক কথা বলছেন। তা খতিয়ে দেখতে তাকে দফায় দফায় দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাংলাদেশ থেকে স্ত্রীকে নিয়ে অভিনয় কোথায় গিয়েছিলেন তা দেখা হচ্ছে। যে আমবাগানে ঘটনাটি ঘটেছে সেখানেও অভিযুক্তকে নিয়ে যাওয়া হবে। পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে, চোখ উপড়ে নেওয়া বধূ কবিতারা ১৯ ভাইবোন। ৪ ভাই ও দুইবোন বেঁচে রয়েছে। যাঁর মধ্যে একভাই ও এক দিদি মালদহ শহরে থাকেন। অভিনয় কবিতার বাড়িতে ঘরজামাই হিসাবে থাকত। মালদহের হবিবপুরের কেন্দপুকুর ভারত বাংলাদেশ সীমান্ত টপকে স্ত্রী কবিতাকে নিয়ে অভিনয় দেড় মাস আগে মালদহে ঢুকেছিল। বিভিন্ন আত্মীয়ের বাড়িতে ঘোরার পর পর অভিযুক্ত স্ত্রীকে বিহারে বিক্রির চেষ্টা করেছিল বলে অভিযোগ। এদিন ধৃত অভিনয় সরকারে মালদহ আদালতে নিয়ে যাওয়ার সময় বলে, “রাগের বশে স্ত্রীর দুইচোখ উপড়ে ফেলেছি । আমি বুঝতে পারছি ভুল করেছি। ভগবান আমাকে ক্ষমা করবে না।” পুলিশকে ধৃত জানায়, আঙুল দিয়ে খোঁচা দেওয়া ছাড়া সে নিমের দাঁতন বার করে স্ত্রীকে চোখে আঘাত করে। গঙ্গরামপুর থেকে বাংলাদেশ পালাতে গিয়েসে পুলিশের হাতে ধরা পড়ে।
পুরনো খবর: চোখ উপড়ে, হাত ভেঙে আমবাগানে |
বধূর মৃত্যু, ধৃত স্বামী
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
তিন মাসের গর্ভবতী স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগে পুলিশ স্বামীকে গ্রেফতার করেছে। বুধবার রাতে ইংরেজবাজার থানার কুলিপাড়ায় ঘটনাটি ঘটছে। অগ্নিদগ্ধ বধূকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বৃহস্পতিবার তিনি যান। পুলিশ জানিয়েছে নিহতের নাম ঝুমা রজক (২২)। স্ত্রীকে মারার অভিযোগে পুলিশ তাঁর স্বামী রকেট পাশোয়ানকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নয় মাস আগে কাজিগ্রামের ঝুমার সঙ্গে পেশায় রেলের কুলি রকেট পাশোয়ানের বিয়ে হয়। হতের দাদা হেমন্ত রজক অভিযোগ করেন, বিয়ের ১ মাস পর বোনের শ্বশুর বাড়ির লোক জন ২০ হাজার টাকা দাবি করেছিল। টাকা দেওয়ার পর ফের ২০ হাজার টাকা চেয়ে বাড়িতে বোনকে পাঠিয়েছিল। সেই টাকা না পেয়ে বোনকে ওঁরা পুড়িয়ে মারে। |
শিলায় ক্ষতি ইসলামপুরে
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
বৃহস্পতিবার শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি ঘুরে দেখলেন চোপড়া ব্লকের আধিকারিকেরা। বুধবার রাতে চোপড়ায় শিলাবৃষ্টিতে শতাধিক বাড়ির চালের ক্ষতি হয়েছে। তবে চা বাগান এবং ফসলের তেমন কিছু ক্ষতি হয়নি। চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি গোপাল সিংহ জানিয়েছেন, এলাকাতে বিক্ষিপ্তভাবে বেশ কিছু বাড়ির চাল ভেঙে গিয়েছে। বাসিন্দাদের ত্রিপলের ব্যবস্থা করা হয়েছে। শিলাবৃষ্টিতে ভাল ক্ষতি হয়েছে চোপড়ার তিনমাইল, সোনাপুর, মুড়ালিগছ এলাকায়। |
পথ দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাতে উত্তর দিনাজপুরের পাঞ্জিপাড়া এলাকাতে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মহম্মদ জাবলুদ্দিন (৩০)। বাজার করে বাড়ি যাওয়ার সময় একটি গাড়ি তাকে পিছন থেকে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় তাঁকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। |