রাষ্ট্রপতি, রাজ্যপাল ও রাজ্য স্বরাষ্ট্র দফতর তৎপর হওয়ায় প্রায় ১৪ মাস ধরে নিখোঁজ মেয়েকে খুঁজে পাওয়ার আশায় বুক বাঁধছেন হতদরিদ্র দম্পতি। কোচবিহারে নিশিগঞ্জের ওই দম্পতির নাম কৃষ্ণ বিশ্বাস ও মীনা বিশ্বাস। গত বছর ৯ জানুয়ারি নিশিগঞ্জ নিশিময়ী হাইস্কুলের দশম শ্রেণির ছাত্রী, বড় মেয়ে কুহেলিকা প্রাইভেট টিউশন থেকে ফেরার নিখোঁজ হয়। ১৫ জানুয়ারি মাথাভাঙায় মিসিং ডায়েরি করেন কৃষ্ণবাবু।
অভিযোগ, ৫০ হাজার টাকা দাবি, উড়োফোনে হুমকির মত ঘটনা ঘটে। এক সহপাঠীর সঙ্গে কথা বলার পর মেয়েকে অপহরণ করা হয় বলে পরিবারের লোকদের সন্দেহ। বিষয়টি পুলিশকেও জানানোও হয়।
এর পর ১৫ নভেম্বর মুখ্যমন্ত্রীকে, ২৭ নভেম্বর রাজ্যপালকে, এ বছরের ২৯ জানুয়ারি রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠান কৃষ্ণবাবু। ওই আর্জির ভিত্তিতে সম্প্রতি রাষ্ট্রপতি ও রাজ্যপালের দফতর থেকে চিঠি দিয়ে রাজ্যের স্বরাষ্ট্র দফতরের এক সচিব ও মুখ্য সচিবকে ঘটনা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।
রাজ্য স্বরাষ্ট্র দফতর জেলা পুলিশ সুপারের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। নির্দেশ সংবলিত ওই চিঠির প্রতিলিপি কুহেলিকার বাবার হাতে এসে পৌঁছেছে। এই অবস্থায় মেয়েকে ফিরে পাওয়ার ব্যাপারে তাই আশার আলো দেখছেন কৃষ্ণবাবু ও মীনাদেবী। |