টুকরো খবর
নারী নিগ্রহ প্রতিরোধ কমিটি
নারী নিগ্রহ প্রতিরোধ কমিটি গঠিত হল বিষ্ণুপুরে। সম্প্রতি বিষ্ণুপুরের টাউন স্কুলে শহরের বুদ্ধিজীবীদের নিয়ে নারী নিগ্রহ বিরোধী একটি নাগরিক কনভেনশনের আয়োজন করা হয়। গঠিত হয় ৩৩ জনের একটি কমিটি। এই কনভেনশনে মহিলাদের উপস্থিতি ছিল তুলনামূলক ভাবে কম। এমনকী কনভেনশনের প্রস্তাব পাঠ করা ছাড়া কোনও মহিলাকে বক্তব্য দিতেও দেখা গেল না। এই কমিটির সদস্যপদেও মহিলাদের সংখ্যাটা হাতে গোনা। কমিটির অন্যতম সহ-সভাপতি দিলীপ কুণ্ডু বলেন, “৩৩ জনের কমিটিতে ন’জন মহিলা রয়েছেন।” নারী নিগ্রহ প্রতিরোধ কমিটিতে নারীদের সংখ্যা এত কম কেন, স্বাভাবিক ভাবেই সেই প্রশ্ন উঠেছে। দিলীপবাবুর জবাব, “সমাজের নানা স্তরের মহিলাদের আমন্ত্রণ জানিয়ে ছিলাম। কিন্তু অনেকেই পেশাগত কারনে কমভেনশনে উপস্থিত হতে পারেননি।” তবে ভবিষ্যতে মহিলারা এই কমিটিতে যোগ দেবেন।” দিলীপবাবু জানান, “বর্তমান পরিস্থিতিতে নারীরা নিরাপদ নয়। দিনের পর দিন নারী নিগ্রহের ঘটনা ক্রমশ বাড়ছে। এই ধরনের ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ গড়তেই এই কমিটি গড়া হয়েছে।

ইঞ্জিনিয়ারিং কলেজ গড়তে মিলল জমি
ইঞ্জিনিয়ারিং কলেজ গড়তে পুরুলিয়ার জয়পুরে মিলল ১০ একর খাস জমি। মঙ্গলবার সেই জমি রাজ্যের উচ্চশিক্ষা দফতরকে হস্তান্তর করা হল। এই খবর জানিয়ে জেলাশাসক মহম্মদ গুলাম আলি আনসারি বলেন, “কলেজ গড়ার জন্য জমি চিহ্নিত করে জেলা প্রশাসন উচ্চ শিক্ষা দফতরকে জানিয়েছিল। তার প্রেক্ষিতেই জমি হস্তান্তরের কাজ সম্পন্ন হয়েছে।” প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জয়পুর ব্লকের আঘরপুর গ্রামের কাছে, পুরুলিয়া-রাঁচি রাস্তার পাশে চাষমোড়ের অদূরে জমি মিলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত ডিসেম্বর মাসে পুরুলিয়ার হুটমুড়ার প্রকাশ্য প্রশাসনিক সভায় ঘোষণা করেছিলেন, এই জেলায় একটি ইঞ্জিনিয়ারিং কলেজ গড়া হবে। জেলার মন্ত্রী শান্তিরাম মাহাতো বলেন, “আমাদের জেলায় ইঞ্জিনিয়ারিং-র ব্যাচেলার কোর্স পড়ানোর কলেজ নেই। তাই মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই জমি খোঁজার কাজ শুরু হয়েছিল। জমিও মিলে গিয়েছে।”

শিল্পীদের শংসাপত্র
জেলা শিল্পকেন্দ্রের উদ্যোগে হস্তশিল্পীদের আয় বাড়ানোর লক্ষ্যে দু’মাসের প্রশিক্ষণ শিবির হয়ে গেল মানবাজার ব্লক অফিসের কমিউনিটি হলে। সম্প্রতি শিবিরের সমাপ্তি দিনে ৩০ জন শিল্পীর হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। জেলা শিল্পকেন্দ্রের জেনারেল ম্যানেজার অভিজিত কর বলেন, “প্রকৃতিজাত তন্তু থেকে শিল্পীরা ব্যবহার উপযোগী সামগ্রী তৈরি করেছেন। তাঁদের সারা বছর কাজ দেওয়ার জন্য ৩ বছরের একটি মিশন শুরু করা হয়েছে।” ওই অনুষ্ঠানে ছিলেন অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) সবুজবরণ সরকার, মানবাজারের বিডিও সায়ক দেব, পঞ্চায়েত সমিতির সভাপতি নীলিমা মাণ্ডি প্রমুখ।

প্রতীক্ষালয় চালু
দীর্ঘ দিনের দাবি শেষে মৌতোড় বাসস্টপে শনিবার যাত্রী প্রতীক্ষালয়ের উদ্বোধন হল। মঙ্গলদা গ্রামের শ্মশানেও একটি প্রতীক্ষালয় চালু হল। শনিবার ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাড়া বিধানসভা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক উমাপদ বাউরি, রঘুনাথপুর ২ বিডিও উৎপল ঘোষ ও পঞ্চায়েত সমিতির সভাপতি মনীষা ঘোষ।

হেরোইন আটক, ধৃত
হেরোইন বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার রাতে পুলিশ ওন্দা থানার গোগড়া গ্রামের শিবদাস মালকে গ্রেফতার করে। পুলিশের দাবি, গোগড়ার একটি মাঠে হেরোইন বিক্রি করার সময় তাঁকে হাতেনাতে ধরা হয়। উদ্ধার করা হয় ১০৫ গ্রাম হেরোইন।

যুবকের দেহ উদ্ধার
গাছতলায় পড়েছিল গলায় গামছার ফাঁস জড়ানো এক যুবকের মৃতদেহ। মঙ্গলবার সন্ধ্যায় বাঘমুণ্ডি থানার চড়িদা গ্রাম থেকে পুলিশ দেহটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, মৃত যাদব রায়ের (১৯) বাড়ি চড়িদা গ্রামেই। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.