টুকরো খবর |
নন্দীগ্রাম নিখোঁজ মামলা: আদালতে আত্মসমর্পণ আরও চার অভিযুক্তের
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
নন্দীগ্রাম নিখোঁজ মামলায় আদালতে আত্মসমর্পণ করলেন আরও চার অভিযুক্ত। অভিযুক্ত সিপিএম কর্মী দেবাশিস মাইতি, সুভাষ মাইতি, খোকন বর ও রাম কর বুধবার পূর্ব মেদিনীপুর জেলা আদালতে আত্মসমর্পণ করেন। খেজুরির ওই চার বাসিন্দা এত দিন পলাতক ছিলেন। জেলা ও দায়রা বিচারক মধুমিতা মিত্র তাঁদের জামিনের আবেদন খারিজ করে আগামী ১৫ মে পরবর্তী শুনানির দিন ধার্য করেন। ০০৭ এর ১০ নভেম্বর নন্দীগ্রাম পুনর্দখল অভিযানের সময় গোকুলনগরের ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির মিছিলে সিপিএম হামলা চালিয়েছিল বলে অভিযোগ। সশস্ত্র সমর্থকদের সেই হামলায় প্রতিরোধ কমিটির ৭ সমর্থক নিখোঁজ হন ও বেশ কয়েকজন আহত হন। নিখোঁজদের পরিবারের সদস্যরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলে হাইকোর্টের নির্দেশে সিআইডি মামলার তদন্তে নামে। সিপিএম নেতা লক্ষ্মণ শেঠ-সহ ৮৮ জন নেতা-কর্মীকে অভিযুক্ত করে হলদিয়া মহকুমা আদালতে চার্জশিট দেয় সিআইডি। তার জেরে গ্রেফতার হন লক্ষ্মণ শেঠ, প্রাক্তন বিধায়ক অমিয় সাহু, অশোক গুড়িয়া-সহ বেশ কয়েকজন। অনেকে আদালতে আত্মসমর্পণও করেন। তাঁদের অনেকেই শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন। ওই মামলার বিচার শুরুর জন্য হলদিয়া মহকুমা আদালত জেলা আদালতে মামলা সোপর্দ করেছে। কোন আদালতে ওই মামলার বিচারপর্ব শুরু হবে তা নিয়ে জেলা আদালতে এখন শুনানি চলছে। আগামী ১৫ মে পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। ওই দিন লক্ষ্মণ শেঠ-সহ অন্যান্য জামিন প্রাপ্ত ও জেল হেফাজতে থাকা অভিযুক্তদের হাজির হওয়ার দিন রয়েছে। এ দিন জেলা আদালতে আত্মসমর্পণ করা চার অভিযুক্তকেও ওই দিন হাজির করার নির্দেশ দেন বিচারক।
|
কংগ্রেস নেতা প্রহৃত
নিজস্ব সংবাদদাতা • এগরা |
কংগ্রেসের ব্লক সভাপতিকে দু’দফায় মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের সংখ্যালঘু সেলের ব্লক সহ সভাপতির বিরুদ্ধে। মঙ্গলবার তৃণমূলের শ্রমিক সংগঠনের বিরুদ্ধে বিডিওর কাছে অভিযোগ জানাতে যান মোহনপুর ব্লক কংগ্রেস সভাপতি পরেশ জানা। অভিযোগ জানিয়ে ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিত্সার জন্য যাওয়ার পথে তাঁকে ও কংগ্রেসের ব্লক সম্পাদক উত্পল দত্তকে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে মোহনপুর ব্লক প্রশাসনিক কার্যালয় ও থানার সামনে।
পরেশবাবুর অভিযোগ, সাউটিয়া গ্রামে সম্প্রতি আইএনটিইউসির শাখা খোলা হয়েছে। কিন্তু, তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি ওই সংগঠনের সদস্যদের কাজ করতে দিচ্ছে না। বিষয়টি নিয়ে বিডিও সুলোক প্রামাণিকের কাছে অভিযোগ জানাতে যাওয়ার সময় ব্লক কার্যালয়ের সামনেই তৃণমূলের সংখ্যালখু সেলের ব্লক সহ সভাপতি শেখ আনসার তাঁকে মারধর করে। থানায় সেই অভিযোগ জানিয়ে পরেশবাবু দলীয় নেতা উত্পল দত্তের সঙ্গে স্বাস্থ্যকেন্দ্রে চিকিত্সার জন্য যাচ্ছিলেন। অভিযোগ সেই সময় আনসারের নেতৃত্বে জনা দশেক তৃণমূল সমর্থক ফের তাঁদের পুলিশের সামনেই মারধর করে। পরেশবাবু বলেন, “আমাদের কংগ্রেস করা যাবে না এবং থানা থেকে অভিযোগ প্রত্যাহার না করা হলে ঘরছাড়া করা হবে বলেও হুমকি দেওয়া হয়।” তৃণমূলের ব্লক সভাপতি প্রদীপ পাত্র অভিযোগ অস্বীকার করে বলেন, “সাধারণ বচসা থেকে সামান্য ধাক্কাধাক্কি হয়েছে। নিজেদের অস্তিত্ব জাহির করতে রং চড়িয়ে অভিযোগ করা হচ্ছে।”
|
মিলল মন্দির সংস্কারে বরাদ্দ
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘কপালকুণ্ডলা’ উপন্যাসের স্মৃতিবিজরিত দারিয়াপুরের ভগ্নপ্রায় কপালকুণ্ডলা মন্দিরের সংস্কারের জন্য ২৭ লক্ষ টাকা বরাদ্দ করল হেরিটেজ কমিশন ও পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ। মঙ্গলবার কাঁথি দেশপ্রাণ ব্লকের দারিয়াপুরে ৯৪তম ঋষি বঙ্কিম স্মৃতি মেলার উদ্বোধন করে এ কথা জানান জেলা পরিষদের সহ-সভাধিপতি মামুদ হোসেন। মন্দির থেকে মূল রাস্তা অবধি রাস্তা তৈরি করা ছাড়াও দারিয়াপুরে পযর্টন কেন্দ্র গড়ার কথাও জানান তিনি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কাঁথির ডেপুটি ম্যাজিস্ট্রেট থাকাকালীন রসুলপুর নদী ও সংলগ্ন বনভূমিকে পটভূমি করে লিখেছিলেন ‘কপালকুণ্ডলা’ উপন্যাসটি। ১৩২৬ সালের ২৬ চৈত্র বঙ্কিমচন্দ্রের তিরোধানের পর দারিয়াপুরে প্রতি বছর সাত দিন ব্যাপী ঋষি বঙ্কিম মেলার আয়োজন করে আসছে। এ দিন বঙ্কিমচন্দ্রের একটি আবক্ষ মূর্তির আবরণ উন্মোচনে ও স্মৃতি কক্ষের উদ্বোধন করা হয়। এ দিনের অনুষ্ঠানে ছিলেন কাঁথি প্রভাত কুমার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অমিত দে, দেশপ্রাণ পঞ্চায়েত সমিতির সভাপতি তরুণ জানা, দারিয়াপুর গ্রামপঞ্চায়েত প্রধান বসুমতী বর ও কাঁথি হাইস্কুলের সহ-প্রধান শিক্ষক বাণেশ্বর দাস।
|
রাস্তা সংস্কারে আড়াই কোটি
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
পূর্ব মেদিনীপুরে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় রাস্তা সংস্কারের জন্য রাজ্য সরকার আড়াই কোটি টাকা বরাদ্দ করেছে বলে জানালেন জেলা পরিষদের সহ-সভাধিপতি মামুদ হোসেন। তিনি জানান, পাঁচ বছর বা তার আগে তৈরি ও বতর্মানে বেহাল ৪৫টি রাস্তা সংস্কারে এই টাকা খরচ করা হবে। মঙ্গলবার জেলা পরিষদে পূর্ত স্থায়ী সমিতির সভায় সিদ্ধান্ত হয় মত্স্য দফতর ও সেচ দফতরের তৈরি করা যে সব রাস্তা বেহাল হয়ে পড়েছে সেগুলি সংস্কারে আবেদন জানানো হবে। মঙ্গলবারের সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি গাঁধী হাজরা, অতিরিক্ত জেলাশাসক অজয় পাল ও পূর্ত কর্মাধ্যক্ষ শেখ সুফিয়ান প্রমুখ।
|
যুগলের দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
ধান জমির মধ্যে পড়ে থাকা যুগলের দেহ উদ্ধার করল পুলিশ। বুধবার ভোরে হলদিয়ার বাড়উত্তরহিংলীর বসনচক গ্রামের ঘটনা। মৃত কবিতা সামন্ত (২৩) ও বিশ্বজিৎ সামন্তের (২৬) বাড়ি ওই এলাকাতেই। বিবাহিতা কবিতার সঙ্গে সম্পর্কে দেওর বিশ্বজিতের বিবাহ-বহির্ভূত সম্পর্ক ছিল। বুধবার এই নিয়ে সালিশি সভা হওয়ার কথা ছিল গ্রামে। তার আগেই ওই দু’জন বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন বলে অনুমান পুলিশের। |
|