পথে নেমে ধিক্কার তৃণমূলের
দিল্লির ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিকেল থেকেই পথে নেমেছিলেন তৃণমূল কর্মী-সমর্থকেরা। সেই মিছিল থেকে সিপিএম অফিসে হামলার অভিযোগও ওঠে। এ বার মুখ্যমন্ত্রীর সুরেই এই সব ঘটনাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলে বর্ণনা করলেন তৃণমূলের জেলা সভাপতি দীনেন রায়। বুধবার তিনি বলেন, “হয়তো কেউ কেউ অতি-উৎসাহী হয়ে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটিয়েছে। এ জন্য দুঃখপ্রকাশ করছি।” তাঁর কথায়, “আমরা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ করব।” আগামী রবিবার মেদিনীপুরে প্রতিবাদ মিছিল করবে তৃণমূল।
মঙ্গলবারের ঘটনার প্রতিবাদে তৃণমূল বুধবারও মেদিনীপুরে ধিক্কার মিছিল করে। তৃণমূল প্রভাবিত সবক’টি সরকারি কর্মচারী সংগঠন একত্র হয়ে কালেক্টরেটে মিছিল করে। নেতৃত্ব দেন অরুণ প্রতিহার, সুব্রত সরকার প্রমুখ। মঙ্গলবার রাতে খড়্গপুর লোকাল থানা এলাকার পাড় আড়ায় সিপিএম-তৃণমূল সংঘর্ষ হয়।
মেদিনীপুর মেডিক্যালে আহত তৃণমূল কর্মীরা
তৃণমূলের অভিযোগ, সিপিএমের লোকেরা তাদের কর্মী-সমর্থকদের উপর হামলা করে। ঘটনায় জখম হন ৮ জন। এঁদের মধ্যে ৪ জন মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। জখমদের দেখতে বুধবার হাসপাতালে যান তৃণমূল নেতৃত্ব। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ১১ জন সিপিএম কর্মী-সমর্থককে গ্রেফতার করে পুলিশ। যদিও সিপিএমের দাবি, তৃণমূলের লোকেরাই তাঁদের কর্মী-সমর্থকদের উপর হামলা করে।
ডেবরা, শালবনি, সবং- সহ বিভিন্ন এলাকাতেও গোলমাল হয়। সবংয়ের দশগ্রাম লোকাল কমিটির অফিসে হামলা হয়েছে বলে অভিযোগ সিপিএমের। জোনাল সদস্য কালীপদ মাঝির বাড়িতে হামলা হয়। জেলা সম্পাদক দীপক সরকার বলেন, “মঙ্গলবার বিকেল থেকে শুরু হয়েছে। কত দিন এমন চলবে জানি না।” সিপিএম অফিসে হামলার জন্য প্রকারান্তরে বাম জমানাকেই দুষেছেন জেলা সভাপতি। তাঁর কথায়, “যে সংস্কৃতি ৩৪ বছর ধরে চলেছে, সেটা একদিনে বদলানো সম্ভব নয়।” তৃণমূলের জেলা কার্যকরী সভাপতি প্রদ্যোৎ ঘোষের বক্তব্য, “দিল্লিতে পরিকল্পনামাফিক হামলা হয়েছে। রাজ্যের উন্নয়ন স্তব্ধ করে দেওয়ার জন্য এই হামলা।” সাঁকরাইল, দাঁতন, বেলদা থানা এলাকাতেও আক্রান্ত হন সিপিএমের অফিস এবং দলীয় কর্মী-সমর্থকেরা। জেলা পুলিশ সুপার সুনীল চৌধুরীর বক্তব্য, “বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে। নজর রাখা হয়েছে।”
শহরে আইএনটিটিইউসির ধিক্কার মিছিল।
জঙ্গলমহলেও সিপিএমের কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে বেলিয়াবেড়া থানার তপসিয়া এলাকায় সিপিএমের গোপীবল্লভপুর ২ জোনাল কার্যালয়ের ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করেন জোনাল সম্পাদক ব্যোমকেশ সিংহ। মঙ্গলবার রাতে এলাকায় মিছিল করে দলীয় ওই কার্যালয়টিতে হামলা চালায় তৃণমূল সমর্থকরা। এ ছাড়াও তপসিয়া লোকাল কমিটির দুই সদস্য সুনীলবরণ দাস ও শিবশঙ্কর খিলাড়িকে হেনস্থা করা হয়।
অন্য দিকে, অর্থমন্ত্রী অমিত মিত্রের আক্রান্ত হওয়ার ঘটনার প্রতিবাদে বুধবার ঝাড়গ্রাম-সহ জঙ্গলমহলের সর্বত্র ধিক্কার মিছিল করে তৃণমূল।

—নিজস্ব চিত্র।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.