চেনা নাইট অধিনায়কের অচেনা জগৎ আনন্দবাজারে
এই প্রথম বউয়ের বকুনি
খেলাম জয়পুরের আউটটার জন্য
জাকের জুতো পায়ে গলানোর বিরল মুহূর্ত আমার জীবনে এসেছে। না কি আমার ‘কালিস’ হতে পারার জন্য খুশি হওয়া উচিত! এর মধ্যে একদিন ট্র্যাভেলিংয়ের সময় আমার স্যুটকেসের গায়ে সাঁটা ‘এয়ারলাইন ব্যাগেজ ট্যাগ’-এর ওপর আমার নামের বদলে লেখা ছিল ‘কালিস/জাক’।
এ রকম সব ব্যক্তিত্ব থাকা সত্ত্বেও জয়পুরের ম্যাচটা হেরো দল হিসেবে আমাদের শেষ করাটা আমার কাছে আরও বেশি করে হতাশাজনক। আমি নিজেকে সব সময় বলে থাকি যে, আমার দলে প্রচুর ক্রিকেটার আছে যারা দায়িত্ব নিয়ে টিমকে জেতাতে পারে। যা হোক, রাজস্থান রয়্যালস ম্যাচে আমিও দোষী জঘন্য শট খেলার জন্য। তার জন্য কেকেআর সমর্থকদের কাছে আমি দুঃখপ্রকাশ করছি। সরি! এমনকী আমাদের আঠারো মাসের বিবাহিত জীবনে নাতাশার কাছে আমি প্রথম বকুনিও খেলাম ওই স্ট্রোকটা খেলার জন্য! আমাকে নাতাশার প্রথম কথাই ছিল, “কী করে তুমি ওই ভাবে আউট হতে পারলে?” আমার বউয়ের মতো, যে কি না মনে করে সিলি পয়েন্টটা কোনও ফিল্ডিং পজিশনই নয়। বরং ক্রিকেটীয় গালাগাল আর ‘জোক’ করার জায়গা, সে-ও যখন সমালোচনা করল তখন আমাকে মানতেই হচ্ছে আমি একটা হারা-কিরি করে ফেলেছি। সরি নাতাশা।
যদিও এর ভেতরেই আমাদের ‘এনার্জি বার’ ব্রেন্ডন ম্যাকালাম টিমে এসে পড়েছে। মঙ্গলবার রাতে ও আমাদের বেঙ্গালুরুর হোটেলে চেক-ইন করেছে। এবং আমরা মিলিত হলাম বুধবার ব্রেকফাস্ট টেবিলে। আমি মনে করি, ব্রেন্ডন এক জন দারুণ প্রতিভাবান এবং দমদার ক্রিকেটার ছাড়াও সুদর্শন প্লেয়ারদের মধ্যে এক জন। ওই দারুণ পুরুষালি চিবুক! গালে টোল পড়া ওই তেরছা হাসি! অসংখ্য ট্যাটু! আর সবচেয়ে বড় কথা এক জন দুর্দান্ত টিম-ম্যান। ব্রেন্ডন বুধবার সটান নেটে ঢুকে পড়েছে। আর বৃহস্পতিবার আরসিবি-র বিরুদ্ধে অবশ্যই প্রথম এগারোয় ঢোকার লড়াইয়ে রয়েছে।
বেঙ্গালুরুতে দিনের অর্ধেকটা আমার কাবার হয়ে যাচ্ছে ক্রিস গেইল-কে আমরা কী ভাবে আউট করব এই প্রশ্নটার উত্তর দিতে দিতে। সোজা ব্যাপার আশা করি ভাল বল করব আর সুযোগকে কাজে লাগাব। আমাদের এক জন খুব বেশি আলোকিত সতীর্থের পরামর্শ হল, গেইলকে ওর হোটেলের ঘরে বন্ধ করে রাখো। তাকে আমরা তার কল্পনার জগতেই রেখে দিচ্ছি। আমি বরং খোঁজে আছি বেঙ্গালুরু থেকে ফেরার সময় আমার স্যুটকেসে কার নামের ‘এয়ারলাইন ব্যাগেজ ট্যাগ’ লাগানো যায়!




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.