হাফলঙে উদ্ধার অস্ত্র ভাণ্ডার, ধৃত নাগা জঙ্গি
প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার হল হাফলঙে। নতুন বস্তিতে রেললাইন থেকে একশো মিটার দূরে একটি গাছের তলায় মাটিতে পুঁতে রাখা ছিল সেগুলি। পাশাপাশি, সোমবার গ্রেফতার করা হয়েছে এক নাগা জঙ্গিকেও।ডিমা হাসাও জেলার পুলিশ সুপার মুগ্ধজ্যোতি মহন্ত জানিয়েছেন, জেলা সদরে বেশ কিছু অস্ত্রশস্ত্র ও চার নাগা জঙ্গি ঢোকার খবর ক’দিন আগেই গোয়েন্দা সূত্রে পুলিশ ও আসাম রাইফেলস জানতে পারে। সেই থেকেই যৌথ তল্লাশি শুরু হয়। শেষ পর্যন্ত রবিবার নতুন বস্তির ওই এলাকা থেকে মাটি খুঁড়ে বের করা হয় একে-৪৭-এর ৯৭৩ রাউন্ড তাজা কার্তুজ, ৩টি দেশি বন্দুক, ১০০টি জিলেটিন স্টিক, ৪০টি ডিটোনেটর, চিনে তৈরি ২টি গ্রেনেড এবং ১টি আইইডি বোমা। তাঁর অনুমান, এর পিছনে নাগা জঙ্গি গোষ্ঠী, এনএসসিএন (আইএম) রয়েছে। স্বশাসিত পার্বত্য পরিষদ নির্বাচনে নাশকতা চালানোই হয়তো তাদের লক্ষ্য। চার জন নাগা জঙ্গির মধ্যে একজন, সাংবাম্বে কোয়ামেকে পুলিশ সোমূার বিকেলে গ্রেফতার করে। তবে সে জানিয়েছে আই এম নয়, সে নাগাল্যান্ড ফর ক্রাইস্ট ফেডারেশন ডেভেলপমেন্টের (এনসিএফডি) স্বঘো.তি সার্জেন্টয় কোনও নাশকতা বা অপহরণ নয়, সে সংগঠনের জন্য টাকা তোলে। তার কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। বাকিদেরও খুঁজে বের করার চেষ্টা চলছে বলে এসপি জানান। আসাম রাইফেলসের কমান্ড্যান্ট পরবিন্দর সিংহ অরোরা বলেন, “বড়সড় অঘটন থেকে রক্ষা পেল হাফলং। এত অস্ত্রশস্ত্র কোনও নাশকতার লক্ষ্যেই মজুত করা হয়েছিল।”
উত্তর কাছার স্বশাসিত পার্বত্য পরিষদের ভোটের অবশ্য এখনও দিন তারখ ঘোষণা হয়নি। তবে অতিরিক্ত জেলাশাসক এম কে দাস জানিয়েছেন, নির্বাচনের জন্য তাঁরা প্রস্তুত। আগামী সপ্তাহেই নির্বাচনের দিন ঘোষণা হতে পারে। সে ক্ষেত্রে মে-র প্রথম সপ্তাহে ভোটগ্রহণ করা হবে। ডিমাসা জঙ্গিদের দু’টি গোষ্ঠীই অস্ত্র সমর্পণ করায় এ বার বহু প্রাক্তন জঙ্গিকে ভোটের ময়দানে দেখা যাবে। সে জন্য এই নির্বাচনে হাঙ্গামারও আশঙ্কা রয়েছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.