|
|
|
|
’৮৪-এর দাঙ্গা |
টাইটলারের বিরুদ্ধে ফের তদন্তের নির্দেশ |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
সিবিআইয়ের ক্লিনচিট রিপোর্ট বাতিল করে ফের জগদীশ টাইটলারের বিরুদ্ধে তদন্ত শুরুর নির্দেশ দিলেন দিল্লির এক আদালতের অতিরিক্ত দায়রা বিচারক অনুরাধা শুক্ল ভরদ্বাজ। এই নির্দেশকে স্বাগত জানিয়েছে বিজেপি।
তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর হত্যাকাণ্ডের পর দেশ জুড়ে শুরু হয় শিখ নিধন যজ্ঞ। ১৯৮৪-র সেই শিখ বিরোধী দাঙ্গায় টাইটলারের ভূমিকা খতিয়ে দেখার জন্য প্রত্যক্ষদর্শীদের পাশাপাশি ওই দাঙ্গা নিয়ে যে কোনও তথ্য দিতে ইচ্ছুক ব্যক্তিদের সঙ্গে কথা বলে রিপোর্ট তৈরির দায়িত্ব দেওয়া হয় সিবিআইকে। ১৯৮৪-এর ১ নভেম্বর নয়াদিল্লির পুল বঙ্গাশ এলাকার একটি গুরুদ্বারের কাছে তিন জনকে হত্যা করা হয়। অভিযোগ, এই ঘটনায় টাইটলারের হাত ছিল। তদন্ত শেষে ২০০৯ সালে সিবিআই যে রিপোর্ট জমা দেয় তাতে ক্লিনচিট দেওয়া হয় কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জগদীশ টাইটলারকে। ২০১০ সালে টাইটলারের বিরুদ্ধে মামলা বন্ধ করার নির্দেশ দেয় নিম্ন আদালত। নিম্ন আদালতের ওই নির্দেশের বিরুদ্ধে উচ্চ আদালতের শরণাপন্ন হন ’৮৪-এর দাঙ্গায় আক্রান্তরা। বুধবার এই নির্দেশ দেয় অতিরিক্ত দায়রা আদালত।
এই নির্দেশ শোনার পর টাইটলার অবশ্য বলেছেন, তিনি কিছুই গোপন করেননি। কংগ্রেসের মুখপাত্র রেণুকা চৌধুরি এই প্রসঙ্গে বলেন, এটি নতুন মামলা নয়। বহু দিন ধরেই এই মামলাটি চলছে। আইন নিজের পথে চলুক। এখনও পর্যন্ত জগদীশ টাইটলারের বিরুদ্ধে প্রমাণ মেলেনি।
কংগ্রেসের এই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে আদালত ফের তদন্তের নির্দেশ দেওয়ায় খুশি দাঙ্গায় আক্রান্তরাও। তাঁদের অভিযোগ, চাপের মুখেই অসম্পূর্ণ তদন্ত করেছিল সিবিআই। বহু গুরুত্বপূর্ণ প্রমাণ অগ্রাহ্য করেছে এবং মামলার তিন গুরুত্বপূর্ণ সাক্ষীর বয়ান পর্যন্ত রেকর্ড করা হয়নি। সিবিআইয়ের পক্ষে অভিযোগ অস্বীকার করা হয়েছে। |
|
|
|
|
|