টুকরো খবর
ছাত্রীদের বিশেষ প্রশিক্ষণ শিলচরে
নিরাপত্তার দিক থেকে আত্মনির্ভর করতে শিলচরের স্কুলছাত্রীদের মার্শাল আর্ট শেখানো শুরু হল। বিনা খরচে এই প্রশিক্ষণের দায়িত্ব নিয়েছে আন্তর্জাতিক এক সংস্থার স্থানীয় একটি শাখা। প্রশিক্ষক বিপ্লব নাথ জানান, ৬০ দিনের কোর্স করাবেন তিনি। সামান্য ইচ্ছা থাকলে দুষ্কৃতীর হাত থেকে নিজেকে বাঁচানোর মতো কৌশল ওই সময়সীমায় ভাল ভাবেই শিখে নেওয়া যাবে। আয়োজক সংস্থাটির কর্মকর্তা বেণুলাল বর্মন, ডি কে দত্ত, তপতী চক্রবর্তীরা জানান, দিল্লি ধর্ষণ কাণ্ড নিয়ে এখানেও সবাই সরব হয়েছিলেন। মোমবাতি হাতে মিছিলে হেঁটেছিলেন। কিন্তু ধর্ষণ-শ্লীলতাহানির ঘটনা বেড়েই চলেছে। যেমন দিল্লি, তেমনি বরাক উপত্যকায়। মাস দুয়েকের মধ্যে বেশ কয়েকটি ঘটনা সংঘটিত হয়েছে এখানে। সেই কারণেই মেয়েদের আত্মরক্ষায় স্বনির্ভর হতে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। আপাতত সর্বশিক্ষা মিশনের বিভিন্ন স্কুল থেকে মেয়েদের এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মিশনের শহর কো-অর্ডিনেটর গৌতম দাস জানান, দুঃস্থ মেয়েদের জন্য এখানে বিনা খরচে প্রশিক্ষণ শেখানো হবে। অনেক ছাত্রীই আগ্রহী।

উত্তর ভারতেও পথে তৃণমূল
এসএফআইয়ের হাতে অর্থমন্ত্রী অমিত মিত্রের নিগ্রহের জেরে গোটা উত্তর ভারত জুড়ে বাম-বিরোধী প্রচারে নামতে চলেছে তৃণমূল। আজ দিল্লির যন্তর-মন্তরে প্রতীকী প্রতিবাদসভায় মুকুল রায় বলেন, “সিপিএম শাসনে ৫৫ হাজার মানুষকে খুন করা হয়েছে। সাধারণ মানুষের পাশে তৃণমূল নেত্রী রয়েছেন। গোটা ভারতেই তিনি বিভিন্ন সময়ে অন্যায়ের বিরুদ্ধে স্বর তুলেছেন। এই স্বর ছড়িয়ে যাবে।” আগামী ১৪ তারিখে তৃণমূলের সভা হরিয়ানার কুরুক্ষেত্রে। সেই সভার (যাকে বলা হচ্ছে এ্যয়লান র্যালি) বিজ্ঞাপন চলছে এফএমে। পরে লখনউ, কানপুরেও সভার পরিকল্পনা করছে তৃণমূল। তবে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে যাবেন কি না, স্পষ্ট নয়।

গিনেসে এ বার হাজার মিটারের গামোসা
বিহুর প্রাক্কালে, বিহুর আবশ্যক অঙ্গবস্ত্র ‘ফুলাম গামোসা’ এ বার বিশ্বজয় করল। সোমবার দিল্লিতে হাতে বোনা দীর্ঘতম বস্ত্র হিসেবে গিনেস বুকে নাম তুলল এক কিলোমিটার দীর্ঘ একটি গামোসা। যোরহাটের কাজিরাঙা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে, অভিজিৎ বরুয়া ও তাঁর সঙ্গীরা এক মিটার চওড়া ও এক কিলোমিটার দীর্ঘ এই ‘ফুলাম গামোসা’ বা গামছা সদৃশ বস্ত্রটি বানান। গামোসার সারা জমিতে জাপি, পেপা, ঢোল, বিহু নর্তক-নর্তকীর নক্শা বোনা হয়েছিল। গিনেস বুকের প্রতিনিধিরা গামছাটি মেপে দেখেন। সেখানে হাজির ছিলেন অসমের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ, কেন্দ্রীয় উত্তর-পূর্ব বিকাশমন্ত্রী পবন সিংহ ঘাটোয়ার। গিনেস প্রতিনিধিরা জানানা, এতদিন অবধি ইন্দোনেসিয়ার ১০১ মিটার লম্বা একটি বস্ত্র এই রেকর্ডের অধিকারী ছিল। অসমের গামোসা তাকে হেলায় হারিয়েছে। গিনেসের শংসাপত্র পাওয়ার পরে আনন্দিত গগৈ বলেন, “আমি যোরহাটের মানুষ। সেখানকার বিধায়ক। যোরহাটবাসীর এই উদ্যোগ গিনেসে স্থান পাওয়ায় শুধু অসমবাসী হিসেবে নয়, ভারতবাসী হিসেবেও আমি গর্বিত।”

সাবা-ফারহার খরচ দিতে নির্দেশ
বিহারের শরীর-জোড়া দুই বোন, সাবা ও ফারহার জীবনধারণের খরচ বাবদ মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বিহার সরকারকে এই খরচ বহন করতে হবে। অপারেশন করে দুই বোনকে আলাদা করার প্রস্তাব খারিজ করেছে দুই বোন। কারণ ডাক্তারদের অভিমত, এতে এক বোন বাঁচবে, অন্য জন মারা যাওয়ার ঝুঁকি আছে। যমজ সাবা-ফারহার শরীরের অন্য অংশ আলাদা হলেও তাদের মাথা দু’টি জোড়া। এক মামলায় আজ সুপ্রিম কোর্ট বলে, এদের ক্ষেত্রে শল্য চিকিৎসার নির্দেশ সুপ্রিম কোর্ট দিতে পারে না। বিহার সরকারকে নির্দেশ দিয়ে বলা হয়েছে, তাদের মাসে মাসে ৫ হাজার টাকা করে দেওয়া ছাড়াও চিকিৎসার যাবতীয় খরচ সরকারকেই বহন করতে হবে।

বাস উল্টে মৃত ৩
বাস দুর্ঘটনায় মৃত্যু হল ঝাড়খণ্ড বিকাশ মোর্চার দুই দলীয় কর্মীর। আজ বিকেলে চাইবাসার টোন্টোর কাছে অসুয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তার জেরে রাস্তার উপরেই বাসটি উল্টে যায়। বাসের খালাসিও দুর্ঘটনায় মারা গেছেন। জেভিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সন্তোষ কুমার জানান, টোন্টো বিধানসভা এলাকায় দলের একটি অনুষ্ঠান সেরে প্রায় ষাট জন কর্মী ফিরছিলেন। ঘটনায় আরও কুড়ি-পঁচিশ জন গুরুতর জখম হয়েছেন।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.