ফোন সুষমা, রাজনাথের
দুই শিবিরই পাশে চায় তৃণমূল নেত্রীকে
দিল্লিতে গত কালের ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কংগ্রেস এবং বিজেপি-র মধ্যে দড়ি টানাটানি শুরু হয়ে গিয়েছে।
তৃণমূল সম্পর্কে কংগ্রেস এখন নরম-গরম অবস্থান নিয়ে চলছে। প্রকাশ্যে চাপ বজায় রেখেও খুলে রাখছে সমঝোতার পথ। কিন্তু মমতা যে ভাবে বামেদের পাশাপাশি কংগ্রেসের বিরুদ্ধেও সরব হচ্ছেন, বিজেপি তার সুযোগ ছাড়তে রাজি নয়। তারাও মমতার জন্য ভবিষ্যতের দরজা খোলার রাখার বার্তা দিচ্ছে। সন্দেহ নেই এতে লোকসভা ভোটের আগে মমতার গুরুত্ব আরও বাড়ছে জাতীয় রাজনীতিতে।
কংগ্রেস-বিজেপি দু’পক্ষই মনে করছে, অতীতে একটি মাত্র আসনের জন্য পড়ে গিয়েছিল অটলবিহারী বাজপেয়ীর সরকার। ফলে এক-একটি আসনও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে আগামী লোকসভায়। এই মুহূর্তে ১৯ জন সাংসদ রয়েছেন মমতার দলে। ফলে দু’পক্ষই পাশে চাইছে তাঁকে।
বর্তমান সরকার চালানোর ক্ষেত্রেও মমতাকে পাশে পাওয়ার দায় রয়েছে কংগ্রেসের। জমি ও খাদ্য নিরাপত্তা সংক্রান্ত বিল পাশ করাতে তারা তৃণমূলের সহযোগিতা চায়। দুই কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম রমেশ ও কমলনাথ এ নিয়ে কথাও বলেছেন মুকুল রায়ের সঙ্গে। পাশাপাশি লোকসভা ভোটে সমঝোতার দরজা খুলে রাখার ব্যাপারে কংগ্রেসের আগ্রহও বেশ স্পষ্ট। হেনস্থায় ক্রুদ্ধ মমতাকে ফোন করে খোদ প্রধানমন্ত্রী কাল দুঃখপ্রকাশ করেছেন। রাজীব শুক্লও তড়িঘড়ি বিবৃতি দিয়েছেন মমতার পাশে দাঁড়াতে। রাজ্যের আর্থিক পরিস্থিতি নিয়ে সমালোচনার বদলে ঢালাও প্রশংসা করেছেন যোজনা কমিশনের উপাধ্যক্ষ মন্টেক সিংহ অহলুওয়ালিয়া। শীঘ্রই কলকাতা যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিন্দে। যেতে পারেন চিদম্বরমও।
তবে কংগ্রেস নেতৃত্বের মতে, তৃণমূলকে পুরোপুরি রাজনৈতিক জমি ছেড়ে না দিয়ে প্রকাশ্যে কিছুটা চাপে রাখাকেই উপযুক্ত কৌশল। পঞ্চায়েত ভোটের আগে রাজ্য রাজনীতির কথা যেমন ভাবতে হচ্ছে কংগ্রেসকে, তেমনই লোকসভা ভোটে বা তার পর কংগ্রেস-তৃণমূল জোট হবে কি না, সেই ছবিটাও স্পষ্ট নয়। তাই যোজনা ভবনের ঘটনা নিয়ে মমতা যখন আজ দিল্লির আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে প্রশ্ন তোলেন, তখন চুপ থাকেননি কংগ্রেস নেতারাও। দলের মুখপাত্র রেণুকা চৌধুরী বলেছেন, “দিল্লি নিরাপদ নয় বলে মন্তব্য করার আগে ওঁর উচিত ছিল পশ্চিমবঙ্গের পরিস্থিতির সঙ্গে তুলনা করে দেখা। গত কালের ঘটনার জন্য কংগ্রেস বা কেন্দ্রকে দায়ী করা উচিত হচ্ছে না।” পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত কংগ্রেস নেতা শাকিল অহমেদ বলেন, “কংগ্রেস দিল্লির ঘটনার যেমন নিন্দা করছে, তেমনই পশ্চিমবঙ্গে তৃণমূল যে হিংসা ছড়িয়েছে তারও নিন্দা করছে। এসএফআইয়ের নেতা সুদীপ্ত গুপ্তের মৃত্যুর বিচারবিভাগীয় তদন্ত হওয়ার উচিত বলে কংগ্রেসও মনে করে।”
এ সবের পাশাপাশি মন্টেকও গত কাল মমতা সরকারের প্রশংসা করার পর আজ কিছুটা ভারসাম্য রেখে বলেছেন, “পশ্চিমবঙ্গের যোজনার আয়তন বাড়ানোটা আদৌ কোনও প্যাকেজ বা মমতার মন জয়ের চেষ্টা নয়। কতগুলি নির্দিষ্ট মাপকাঠির ভিত্তিতে রাজ্যকে সাহায্য করা হয়। মমতার সরকার গত অর্থবর্ষে অধিকাংশ সূচকের নিরিখে ভাল কাজ করেছে। তার ভিত্তিতেই বেশি যোজনা আয়তন মঞ্জুর করা হয়েছে। তা ছাড়া এই অর্থের বেশির ভাগটাই আসবে রাজ্যের আয় থেকে।
জয়রাম রমেশের আচরণেও দলের এই নরম-গরম নীতি স্পষ্ট ধরা পড়েছে সম্প্রতি। কখনও তিনি ফোন করে মমতার সঙ্গে দেখা করতে চাইছেন, তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানাচ্ছেন। পরে তিনিই মাটিগাড়ায় দলীয় মঞ্চ থেকে আক্রমণ করেছেন রাজ্য সরকারকে।
তাঁদের এই নরমে-গরমে নীতির পাল্টা মমতাও কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগতে ছাড়ছেন না। এনডিএ-র বিস্তার ঘটাতে মরিয়া বিজেপি এই সুযোগকে যথাসম্ভব কাজে লাগাতে চায়। সংখ্যালঘু ভোটব্যাঙ্ক বাঁচাতে মমতার পক্ষে আপাতত এনডিএ-তে যোগ দেওয়া সম্ভব নয়, এটা বিজেপি-ও জানে। তবু ভোটের পর সরকার গঠনের পরিস্থিতি এলে মমতাকেও পাশে পেতে চায় বিজেপি। সেই রণকৌশলের অঙ্গ হিসেবেই নরেন্দ্র মোদী কাল কলকাতায় গিয়ে মমতার প্রতি সহমর্মিতা দেখিয়েছেন। আর আজ লোকসভার বিরোধী দলনেত্রী সুষমা স্বরাজ, বিজেপি সভাপতি রাজনাথ সিংহরা মমতাকে ফোন করে তাঁর স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন।
এখানেই থেমে থাকেনি বিজেপি। সভাপতি হওয়ার পর রাজনাথ আজই প্রথম দিল্লির বাসভবনে সাংবাদিকদের ডেকে পাঠান। শুধু এ কথা বলার জন্য যে, মমতার সঙ্গে তাঁর ফোনে কথা হয়েছে। মমতা যে বলেছেন, ‘দিল্লি একেবারেই নিরাপদ নয়’, সেই বক্তব্যের সঙ্গে বিজেপি-ও এক মত। রাজনাথের কথায়, “দিল্লিতে এখন অরাজকতা চলছে। এক জন মুখ্যমন্ত্রী যদি নিগৃহীত হতে পারেন, তা হলে আম-আদমি তো একেবারেই নিরাপদ নন। এ ঘটনা নিন্দনীয়। গত কালের ঘটনার তদন্ত হোক।” রাজনাথ আজ স্মরণ করিয়ে দেন, কলকাতায় মমতার অনশনের সময়ও তিনি গিয়েছিলেন। তাঁর সঙ্গে সুসম্পর্কও রয়েছে মমতার।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.