এক ব্যবসায়ীকে ধোঁকা দিয়ে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে মন্তেশ্বরে। পুলিশের কাছে এ ব্যাপারে ওই ব্যবসায়ী অভিযোগ করেছেন। পুলিশ জানায়, দুষ্কৃতীদের খোঁজ চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মন্তেশ্বর বাজারে দীর্ঘদিন হার্ডওয়্যারের ব্যবসা রয়েছে বিনায়ক সামন্তের। এ ছাড়া ব্যবসায়িক প্রয়োজনে ব্যবহারের জন্য বাজারে একটি ঘরও রয়েছে তাঁর। পুলিশের কাছে বিনায়কবাবু অভিযোগ করেন, সম্প্রতি দুই অপরিচিত যুবক তাঁর কাছে আসে। একটি বেসরকারি ব্যাঙ্কের কর্মী হিসেবে নিজেদের পরিচয় দেয় তারা। সে সংক্রান্ত কিছু কাগজপত্রও দেখায়। তারা বিনায়কবাবুকে জানায়, মন্তেশ্বরে একটি শাখা খুলতে চায় তাদের ব্যাঙ্ক। ব্যাঙ্ক লাগোয়া একটি এটিএম খোলার পরিকল্পনাও রয়েছে বলে জানায় তারা। সে জন্য বিনায়কবাবুর ঘর ভাড়া নিতে চায়। তিনি রাজি হলে ঘরের জমির পরচা ও দলিলের ফটোকপি-সহ নানা কাগজপত্র তৈরি রাখার কথা বলে চলে যায়।
বিনায়কবাবু জানান, ন’দিন পরে ফের ওই দুই যুবক তাঁর সঙ্গে দেখা করে। এ বার তারা জানায়, সই মেলানোর জন্য একটি দশ টাকার স্ট্যাম্প পেপার প্রয়োজন। তিনি নিজের কাছে স্ট্যাম্প পেপার নেই বলে জানালে ওই যুবকেরা তাঁকে দশ টাকার একটি চেক দিতে বলে। তিনি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের চেক দেন। যুবক দু’টি তা নিয়ে চলে যায়। বিনায়কবাবু পুলিশে অভিযোগ করেন, এ পরে তিনি একটি এসএমএস পান, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৯৯ হাজার ৯০০ টাকা তোলা হয়েছে। ব্যাঙ্কে গিয়ে এই ঘটনার সত্যতাও যাচাই করেন তিনি। তার পরেই পুলিশের দ্বারস্থ হন তাঁরা।
পুলিশ জানায়, তদন্তে নেমে জানা গিয়েছে, একটি দুষ্কৃতী দল পরিকল্পনা মাফিক এই প্রতারণার কাজ করেছে। ব্যাঙ্কেট সিসিটিভি ফুটেজ থেকে জানা গিয়েছে, যে দুই যুবক বিনায়কবাবুর কাছে গিয়েছিল, তারা টাকা তোলেনি। মাথায় টুপি ও গায়ে চেক জামা পরা এক যুবক ওই টাকা তোলে। দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। |