তিন বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে কাটোয়ার এসটিকেকে রোড। গুরুত্বপূর্ণ এই রাস্তার সংস্কার কবে হবে, তা নিয়ে ধন্দে রয়েছে পূর্ত দফতরও। রাস্তা সংস্কার হচ্ছে না বলে নিত্যযাত্রী থেকে বাস মালিক সমিতি, লরি মালিক সমিতির মধ্যে ক্ষোভ বাড়ছে। বুধবার ওই রাস্তা সংস্কারের দাবিতে কাটোয়ার যুব কংগ্রেস খাজুরডিহি হিমঘরের কাছে এক ঘণ্টা পথ অবরোধ করেন।
২০০৯ সালের শেষ থেকে এসটিকেকে রোড (বর্তমানে ৬ নম্বর রাজ্য সড়ক) খারাপ হতে শুরু করে। ওই রোডের কাটোয়া শহর থেকে পূর্বস্থলীর দাতনি পর্যন্ত ১৯ কিলোমিটার রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। রাস্তার পুরোটাই খানাখন্দে ভরা। বড় বড় গর্ত তৈরি হয়েছে। রাস্তায় পিচের আস্তরণ পর্যন্ত নেই। রাস্তা দিয়ে যে কোনও গাড়ি চললেই ধুলোর ঝড় ওঠে। অথচ গুরুত্বপূর্ণ ওই রাস্তা দিয়ে নদিয়া, হুগলি-সহ বেশ কয়েকটি জেলায় বালি পাথর যায়। এ ছাড়াও বিভিন্ন রুটে স্থানীয় ও দূরপাল্লার বাস চলাচল করে। |
ওই রাস্তার নিত্যযাত্রী কুরচি গ্রামের বাসিন্দা সৌমেন হাজরা বলেন, “বর্ষার আগেই রাস্তা সংস্কার না হলে আমাদের জন্য বড় বিপদ অপেক্ষা করে রয়েছে। কাটোয়া মহকুমার কংগ্রেস প্রভাবিত বাস মালিক সমিতির নেতা নারায়ণচন্দ্র সেন বলেন, “ওই রাস্তায় বেশ কিছু বাস বসে গিয়েছে। যে বাসগুলি চলছে তাতেও বেশি যাত্রী হচ্ছে না। ওই বাসগুলি লোকসানে চলছে।”
কিন্তু তিন বছরেও এই গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কার করা হল না কেন? রাস্তা খারাপ শুরু হওয়ার পর পরই তাপ্পি মেরে তা সংস্কার করেছিল পূর্ত দফতর। বাম আমলে পূর্ত দফতর ওই সংস্কারের জন্য ১৬ কোটি টাকা বরাদ্দ করে। এর পরেই রাজ্যে সরকার পরিবর্তন হয়। তৃণমূল সরকারের কাছে নতুন করে প্রস্তাব পাঠায় পূর্ত দফতর (রাস্তা)। মাস তিনেক আগে ৩০ কোটি টাকা মঞ্জুর করা হয়। সেই সময়ে পূর্ত দফতর থেকে জানানো হয়েছিল, মার্চ থেকেই রাস্তা সংস্কারের কাজ শুরু হয়ে যাবে। |
এ ব্যাপারে পূর্ত দফতরের (রাস্তা) কাটোয়ার সহকারী বাস্তুকার কৃষ্ণেন্দু দাশগুপ্ত বলেন, “৭টি সংস্থা দরপত্র জমা দিয়েছিল। তার মধ্যে মাত্র ১টি সংস্থা ‘টেকনিক্যাল’ বিভাগে উত্তীর্ণ হয়েছে। তাই মূল দরপত্র ডাকা হয়নি। আবার দরপত্র চাওয়া হয়েছে।” ওই বিভাগের নির্বাহী বাস্তুকার সুমিত চক্রবর্তী বলেন, “আমরাও ওই রাস্তা সংস্কার নিয়ে চিন্তায় রয়েছি। আশা করি বর্ষার আগেই কাজ শুরু হবে।”
বাস মালিক সমিতি সূত্রে জানা যায়, ওই রাস্তা সংস্কারের দাবিতে গত বছর বেশ কয়েকবার বাস চলাচল বন্ধ ছিল। কাটোয়া মহকুমা প্রশাসন রাস্তা সংস্কারের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে ফের বাস চলাচল শুরু হয়। কিন্তু এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। লরি মালিক সমিতি সূত্রে জানা গিয়েছে, ওই রাস্তা দিয়ে গাড়ি যাতায়াত করলেই তা খারাপ হচ্ছে। প্রায়শই রাস্তার ছোট মালবাহী গাড়ি বা লরি বিকল হয়ে পড়ছে। রাস্তা সংস্কারের দাবিতে লরি মালিক সমিতিও সরব হয়েছে।
বুধবার কাটোয়ার যুব কংগ্রেস খাজুরডিহি গ্রামের হিমঘরের কাছে ওই রাস্তা অবরোধ করে। সকাল ৯টায় অবরোধ শুরু হয়। এক ঘণ্টার ওই অবরোধে প্রচুর গাড়ি আটকে যায়। যুব কংগ্রেসের বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সভাপতি দীপ্তেন্দু সাহা ও কাটোয়া বিধানসভা কেন্দ্রের সভাপতি কৌশিক সাহা বলেন, “রাস্তা সংস্কারের জন্য বহুবার আবেদন নিবেদন করা হয়েছে। প্রতিবারই প্রশাসন ‘হচ্ছে, হবে’ বলে আশ্বাস দিয়েছে। কিন্তু সেই আশ্বাসে কোনও কাজ হয়নি।” |