আইপিএল দেখতে গিয়ে বচসা বেধে গেল দু’দল ছাত্রের মধ্যে। মঙ্গলবার দুর্গাপুরের আড়রা মোড়ের একটি বেসরকারি ম্যানেজমেন্ট কলেজের ছাত্রাবাসের ঘটনা। বুধবারও দফায় দফায় দু’পক্ষের মারামারি চলতে থাকে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দু’জনকে আটকও করা হয়।
কলেজ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় ছাত্রাবাসের কমনরুমে টিভিতে আইপিএল দেখছিল ছাত্ররা। সেখানেই তাদের মধ্যে বচসা বাধে। তখনকার মতো তা মিটে গেলেও পরে বুধবার কলেজ খুলতেই আবারও দু’পক্ষ পরস্পরের বিরুদ্ধে নানা অভিযোগ তোলে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ছাত্রাবাসের বাইরের বিভিন্ন মেসের ছাত্ররাও ঘটনায় জড়িয়ে পড়ে। মারামারিও শুরু হয়। কর্তৃপক্ষ তাদের সরিয়ে দিলেও বিকেলে আবার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বাইরে থেকে ছাত্রদের একাংশ লাঠি, রড নিয়ে কলেজে ঢোকে। ছাত্রাবাসের বাইরেও অনেকে লাঠি নিয়ে অপেক্ষা করতে থাকে। বড়সড় ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কায় কর্তৃপক্ষ পুলিশকে খবর দেন। পুলিশ আসতেই ছত্রভঙ্গ হয়ে পড়ে ছাত্রেরা। অনেকেই বাইরের মেসে গিয়ে লুকিয়ে পড়ে। পরে অবশ্য পুলিশ মেস থেকে ওই ছাত্রদের খুঁজে বের করে। দু’পক্ষকে বসিয়ে ফের এমন ঘটনা না ঘটানোর জন্য হুঁশিয়ারি দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, কলেজ কর্তৃপক্ষের তরফে কোনও লিখিত অভিযোগ করা হয়নি। তবে ছাত্ররা সবাই কলেজের নাকি বাইরেরও কেউ আছে, তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন, লিখিত অভিযোগ করলে পড়ুয়াদের ভবিষ্যতে ক্ষতি হতে পারে ভেবে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। ছাত্রদের বুঝিয়ে বলা হবে। প্রয়োজনে মুচলেকা লিখিয়ে নেওয়া হবে।
বুধবার বিকেলের ঘটনার পরে ছাত্রদের একাংশ বাড়িও চলে যায়। সামনেই পরীক্ষা, এসময় কলেজ কামাই করলে পরীক্ষায় অসুবিধা হবে ভেবে রাতেই শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক ডাকেন কর্তৃপক্ষ। কমিটির অনেকেই আবার কলকাতায় থাকেন। ফলে বৈঠক হয় গভীর রাতে। কলেজের এক আধিকারিক বলেন, “পরিস্থিতি সামলাতে সাময়িক ভাবে পঠনপাঠন বন্ধ রাখা যেতে পারত। কিন্তু সামনেই পরীক্ষা। আমরা চাই না সাময়িক উত্তেজনায় বিবাদে জড়িয়ে পরীক্ষায় কোনও অসুবিধেয় পড়ে পরীক্ষার্থীরা।” |