রানিগঞ্জের পুরপ্রধান অনুপ মিত্রের মার খাওয়ার জেরে বিনা বিজ্ঞপ্তিতে বুধবার বন্ধ রইল পুর কার্যালয়। অনেকে নানা কাজে এসে ফিরে যান। প্রতিবাদে তৃণমূল এর জবাবদিহি চেয়ে এলাকাতে পোস্টার লাগিয়েছে। মঙ্গলবার রাত ৯টা নাগাদ দলীয় কার্যালয় থেকে বাড়ি ফেরার সময়ে গির্জা মোড়ের সামনে অনুপবাবুর গাড়ি আটকে এক স্থানীয় তৃণমূল নেতার নেতৃত্বে তাঁকে মারধর করা হয়েছিল বলে অভিযোগ। অনুপবাবু এ দিন রাতেই অভিযোগ দায়ের করেন। বুধবার রাত পর্যন্ত কাউকে ধরেনি পুলিশ। বুধবার পুর কার্যালয় না খোলায় তৃণমূল নেতা আশিস ঘোষের নেতৃত্বে আন্দোলনের হুমকি দিয়ে তৃণমূলের তরফে এলাকায় পোস্টার লাগানো হয়েছে। অনুপবাবু বলেন, “আমি মার খেয়ে আহত। শহরের বাইরে আছি। কর্মী ইউনিয়ন পুরভবন বন্ধ করে থাকলে তা আমার জানা নেই।” আশিসবাবু জানান, “বিনা বিজ্ঞপ্তিতে পুর কার্যালয় বন্ধ ছিল। আজ, বৃহস্পতিবার তার জবাব চাই আমরা।” সিপিএমের জোনাল সম্পাদক রুনু দত্ত অবশ্য বলেন, ‘কোনও বিজ্ঞপ্তি ছাড়াই অনুপবাবুকে মারধর করা হয়েছে। ঠিক একই কারণে বিজ্ঞপ্তি ছাড়াই পুর কার্যালয় বন্ধ করে দিয়েছেন কর্মীরা। তবে পুরকর্মীরা এ ব্যাপারে কোনও মন্তব্য করতে চাননি।
|
প্রতিবাদ জানাতে গিয়ে ফের তৃণমূলের রোষের মুখে পড়ার অভিযোগ উঠল অন্ডালের কেন্দায়। বুধবার অন্ডালের কেন্দা এরিয়ার কার্যালয়ের সামনে ঘটনাটি ঘটে। ওই স্বেচ্ছাসেবী সংগঠনের নেত্রী সুদীপ্তা পাল জানান, মঙ্গলবার নিরাপত্তারক্ষীদের বেশ কিছু দাবি দাওয়া নিয়ে কেন্দা এরিয়া কার্যালয়ের সামনে অনশনে বসেছিলেন তাঁরা। হঠাৎই তাঁদের ১৩ জনকে অনশন মঞ্চ থেকে তুলে নিয়ে যায় অন্ডাল পুলিশ। আধ ঘণ্টা পরে তাদের ছেড়েও দেওয়া হয়। এই ঘটনার প্রতিবাদে বুধবার তারা একটি মিছিল করেন। মিছিল শেষ করে তাঁরা চা খেয়ে ফিরছিলেন। হঠাৎ লাঠি, রড নিয়ে জনা পঞ্চাশেক তৃণমূল সমর্থক তাঁদের ঘেরাও করে। তাঁদের চিৎকারে ইসিএলের নিরাপত্তাকর্মী ও সিআইএসএফ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে।
|
উঁচুতে উঠে কাজ করতে গিয়ে পড়ে মৃত্যু হল এক কর্মীর। জামুড়িয়ার একটি বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় বুধবার রাতে ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, মৃতের নাম মৃতের নাম রাকেশ মাকুর (২১)। বাড়ি বাঁকুড়ার জয়রামবাটিতে। কর্তৃপক্ষ জানান, পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে।
|
নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল মালবোঝাই একটি লরি। বৃহস্পতিবার পানাগড়ে ২ নম্বর জাতীয় সড়কের ঘটনা। একটি সেতুর উপর থেকে লরিটি ডিভিসি-র খালে উল্টে পড়ে যায়। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই।
|
উঁচুতে উঠে কাজ করতে গিয়ে পড়ে গিয়ে মৃত্যু হল এক কর্মীর। জামুড়িয়ার একটি বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় বুধবার রাতে ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, মৃতের নাম মৃতের নাম রাকেশ মাকুর (২১)। বাড়ি বাঁকুড়ার জয়রামবাটিতে। কর্তৃপক্ষ জানান, পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে।
|