দিল্লিতে আজ কি রাহুলকে জবাব দেবেন মোদী
তিন দিন আগে একটি বণিকসভার অনুষ্ঠানে ভারতের স্বপ্ন ফেরি করেছিলেন রাহুল গাঁধী। কটাক্ষ করতে ছাড়েননি বিজেপির সম্ভাব্য প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীকেও। কাল দিল্লিতেই আর এক বণিকসভার মঞ্চে বক্তৃতা দেবেন মোদী। রাজধানীর বুকে রাহুলকে পাল্টা জবাব দেওয়ার এই সুযোগ তিনি হাতছাড়া করবেন না বলেই মনে করা হচ্ছে।
গত কালই গুজরাতে বিজেপি-র প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে রাহুলের মন্তব্যের এক প্রস্ত জবাব দিয়েছেন মোদী। তার পরে কংগ্রেসের নেতারাও আজ মোদীর বিরুদ্ধে রে-রে করে নেমে পড়েছেন। কংগ্রেস এখনও রাহুলকে প্রধানমন্ত্রী প্রার্থী ঘোষণা করেনি। আবার বিজেপি-র সাধারণ কর্মীদের চাপ থাকলেও মোদীর নামে আনুষ্ঠানিক সিলমোহর বসায়নি দল ও সঙ্ঘ। অথচ ইতিমধ্যেই ভোটের লড়াই কার্যত রাহুল বনাম মোদীর লড়াইয়েই পর্যবসিত হয়েছে।
ফিকি-র আয়োজনে আগামিকালের সভা হওয়ার কথা ছিল বণিকসভার নিজস্ব সভাঘরেই। কিন্তু সেখানে আসন সংখ্যা কম হওয়ায় একটি পাঁচতারা হোটেলে অনুষ্ঠান সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। শিল্পমহলের কাছে গ্রহণযোগ্যতা প্রমাণের কোনও নতুন তাগিদ নেই মোদীর। অনেক আগেই নিজের রাজ্য গুজরাতে সেই সাফল্য হাসিল করেছেন তিনি। সেই নিরিখে পিছিয়ে রয়েছেন রাহুল। কিন্তু এখন ভোট মরসুম। মোদীকে তাই নিজের উন্নয়ন মডেল প্রচারের পাশাপাশি রাজনৈতিক আক্রমণের পথেও হাঁটতে হচ্ছে। রাহুল প্রসঙ্গে আজও তিনি কংগ্রেসের ‘পরিবারবাদ’কে কটাক্ষ করেছেন।
গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কেন্দ্রীয় আইনমন্ত্রী অশ্বিনী কুমার। রবিবার। ছবি: এএফপি
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পাশাপাশি একটি সম্মেলনে যোগ দিতে দু’দিনের সফরে আজ দিল্লিতে এসেছেন মোদী। বিজেপি সভাপতি রাজনাথ সিংহ আজই তাঁর নতুন টিম নিয়ে দিনভর বৈঠক করেছেন। সেখানে লোকসভা নির্বাচনে জয়ের মন্ত্র দেন মোদী। বলেন, “গোটা দেশে কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ রয়েছে। সেই ক্ষোভকে কাজে লাগাতে হবে। এর জন্য স্যোশাল মিডিয়াকেও ব্যবহার করতে হবে।” অণ্ণা হজারের আন্দোলনের সময় যুব সমাজ এই স্যোশাল মিডিয়ার সাহায্য নিয়েছিল। দিল্লিতে গণধর্ষণের পর অণ্ণা হজারের মতো কোনও মুখ না থাকলেও যুব সমাজ এই প্রযুক্তি ব্যবহার করেই একটি বড় আন্দোলন সংগঠিত করেছিল। কর্মীদের উদ্দেশে তিনি বলেন, “জয় করব, এই আত্মবিশ্বাস নিয়েই ময়দানে নামতে হবে। আবার সহজেই জিতে যাব, এই অতি-বিশ্বাসেও সওয়ার হওয়া চলবে না।”
মোদীর সামনেই বিজেপি স্থির করে, আগামী ছ’মাসে গ্রামে গ্রামে অন্তত ৭০ কোটি মানুষের কাছে পৌঁছতে হবে। বুথ কমিটি বানাতে হবে। যুবকদের কাছে পৌঁছনোর জন্য বরুণ গাঁধী, প্রয়াত প্রমোদ মহাজনের কন্যা পুনম ও যুবনেতা অনুরাগ ঠাকুরকে নিয়ে একটি কমিটিও হয়েছে। ঠিক হয়েছে, অটলবিহারী বাজপেয়ীর আমল ও বিজেপি শাসিত রাজ্যগুলির ‘সুশাসনের’ কথাও তুলে ধরা হবে। বিভিন্ন রাজ্য থেকে আসা নেতারা কংগ্রেস আমলে মূল্যবৃদ্ধি, দুর্নীতির পাশাপাশি মোদীর উন্নয়নের মডেল অনুসরণ করার কথাই বলেন। পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি রাহুল সিংহ বলেন, “মোদী উন্নয়ন করেছেন বলেই তো সকলে ওঁর পথ ধরছেন।” কাল রাতেই দিল্লি থেকে কলকাতা উড়ে যাচ্ছেন মোদী। এ দিন কলকাতা সফর নিয়ে রাহুল সিংহের সঙ্গে এক প্রস্ত কথা বলেন মোদী। রাজ্য তাঁদের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বুকিং দেয়নি বলে অভিযোগ করেন রাহুল। মোদী জানান, তিনি ইতিমধ্যেই সে খবর পেয়েছেন। মমতার আচরণে তিনি বিস্মিত।

পুরনো খবর:


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.