|
|
|
|
১৪ দিন সিআইডি হেফাজত তরুণের |
প্রতারিতদের দেখিয়েই টোপ |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর ও কলকাতা |
পশ্চিমবঙ্গের প্রতারিতদের বিদেশে ঘুরিয়ে এনেই ক্ষান্ত থাকেনি তারা। তাঁদের দেখিয়ে আবার সেই সব দেশের বহু নাগরিকের সঙ্গেও প্রতারণা করেছিল তরুণ ত্রিখার জালিয়াত সংস্থা। তদন্তে নেমে এমনটাই জানতে পেরেছে সিআইডি।
দেশে-বিদেশে হাজার হাজার কোটি টাকা প্রতারণার টিভিআই এক্সপ্রেস কেলেঙ্কারিতে প্রধান অভিযুক্ত তরুণ ত্রিখার কাছে যাঁরা টাকা গচ্ছিত রেখেছিলেন, তাঁদের অনেকেই কিন্তু জালিয়াত সংস্থার সূত্রে নিখরচায় বিদেশ ভ্রমণ করেছেন। এই রাজ্যের মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর ও উত্তর ২৪ পরগনার বাসিন্দা এমন কয়েক জনের সন্ধান সিআইডি পেয়েছে। তদন্তকারীরা জেনেছেন, তাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার মতো দেশে বিমান খরচা ও পাঁচতারা হোটেলে তাঁদের থাকা-খাওয়ার খরচা দিয়ে নিয়ে যায় জালিয়াত সংস্থাটি। তাঁরা বুঝতেই পারেননি, নিজেরা তো প্রতারিত হচ্ছেনই তাঁদের সামনে রেখে প্রতারণা করা হচ্ছে ওই সব দেশের বহু নাগরিককে। ২০০৯-১০ সালের বিভিন্ন সময়ে ওই বিদেশ ভ্রমণ হয়েছিল বলে গোয়েন্দারা জেনেছেন।
তরুণকে রবিবার মেদিনীপুরের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করানো হয়। ভারপ্রাপ্ত সিজেএম শুভ্রসোম ঘোষাল সিআইডি-র আবেদন মঞ্জুর করে ধৃতকে ১৪ দিন সিআইডি হেফাজতে রাখার নির্দেশ দেন। দিল্লি বিমানবন্দর থেকে গ্রেফতারের পর ত্রিখাকে কলকাতায় নিয়ে আসা হয়। গ্রেফতারি এড়াতে প্রথমে মেদিনীপুর আদালত, পরে কলকাতা হাইকোর্টে তরুণ আগাম জামিনের আবেদন জানান। তবে আবেদন খারিজ হয়ে যায়।
সিআইডি প্রথমে তরুণকে নোটিস পাঠিয়ে ১২ এপ্রিল ভবানী ভবনে হাজির হওয়ার নির্দেশ দেয়। এর মধ্যেই গোয়েন্দাদের কাছে খবর আসে, তরুণ দিল্লি থেকে বিমানে নেপালে পালানোর ছক কষেছেন। খবর পেয়ে গোয়েন্দাদের একটি দল দিল্লি রওনা দেয়। ধরা পড়েন তরুণ।
রবিবার মেদিনীপুর আদালতে প্রচুর পুলিশ মোতায়েন ছিল। ত্রিখার হাতে প্রতারিত হয়েছেন এমন বেশ কয়েক জন আদালতের সামনে বিক্ষোভ দেখান। সরকার পক্ষের আইনজীবী সৈয়দ নাজিম হাবিব সওয়াল করেন, গোয়েন্দা নোটিস পেয়েও পালাতে চেষ্টা করে সিআইডি-র নির্দেশ অমান্য করেছেন তরুণ। তরুণের আইনজীবী রাজেশ রঞ্জন, অরূপ বর্মা প্রমুখ দাবি করেন, তরুণের সংস্থা প্রতারণা করেনি। সংস্থার সঙ্গে এজেন্টদের কমিশনের ব্যাপারটাকেই প্রতারণা হিসেবে দেখানো হচ্ছে। আইনজীবীর উপস্থিতিতে যাতে ধৃতকে জেরা করা হয়, এ দিন আদালতে সেই আবেদন জানায় অভিযুক্ত পক্ষ। আদালত আবেদন মঞ্জুর করেছে। |
পুরনো খবর: দেশে-বিদেশে হাজার হাজার কোটি টাকা প্রতারণা, ধৃত যুবক |
|
|
|
|
|