আইপিএল বেটিং কান্ডে মোবাইল ঘেঁটে কলকাতার বাসিন্দা আরও কয়েকজনের নাম পেয়েছে পুলিশ। সেগুলি কলকাতা পুলিশকে জানিয়ে দিয়েছে শিলিগুড়ি পুলিশ। কলকাতা পুলিশের তরফে ওই নাম খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আইপিএল কান্ডে ধৃতদের কাছ থেকে যে ১০টি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে তা থেকে প্রচুর নাম উদ্ধার করা হয়েছে। যাদের সঙ্গে কয়েকদিনে একাধিক বার যোগাযোগ করেছে বুকি রবি সিংহ মঙ্গদ। এ ছাড়া মোবাইলগুলিতে গত দুইদিনে যা ফোন এসেছিল সেগুলি অধিকাংশ জুড়ারি বলে জানিয়েছে পুলিশ। তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। বুধবার শিলিগুড়ির দাগাপুরের একটি ফ্ল্যাট থেকে আইপিএলে বেটিং চালানোর অভিযোগে ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। শিলিগুড়ির অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার এ রবীন্দ্রনাথ বলেন, “ওই ঘটনার তদন্ত চলছে।”
পুরনো খবর: ‘হাফ পেটি লাগা দিজিয়ে’, ফোনে শুনলেন কমিশনার
|
সৌরভ গঙ্গোপাধ্যায়কে ছাড়া এ বার নামলেও কোনও পরিবর্তন হল না পুণে ওয়ারিয়র্সের। উপ্পলে আইপিএল সিক্সে নিজেদের প্রথম ম্যাচে অ্যাঞ্জেলো ম্যাথেউসের দল ২২ রানে হারল সানরাইজার্স হায়দরাবাদের কাছে। টস জিতে কুমার সঙ্গকারার দলকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন ম্যাথেউস। পার্থিব পটেলদের ১২৬ রানে থামিয়ে দিতে পারলেও রান তাড়া করতে নেমে ডাহা ফেল পুণের ব্যাটসম্যানরা। শুরুতে রবিন উথাপ্পা (২৪) ও মণীশ পাণ্ডের ৩৬ রানের পার্টনারশিপ ছাড়া আর কোনও জুটি দাঁড়াতে পারল কোথায় তাদের? হুড়মুড় করে পুণের মিডল অর্ডারে ধস নামার পর রস টেলর (১৯) এবং অভিষেক নায়ার (১৯) ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন কিন্তু দ্রুত রান তোলার চাপ রাখতে না পেরে আউট হয়ে ফিরে যান। ডেল স্টেইন, অমিত মিশ্র, থিসারা পেরেরারা পুণের কোনও ব্যাটসম্যানকেই ক্রিজে বেশিক্ষণ টিকতে দেননি। শেষ দু’ওভারে জয়ের জন্য পুণের প্রয়োজন ছিল ২৪ রান। হাতে তিন উইকেট। কিন্তু ডেল স্টেইনের সামনে পুণের লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা কোনও সুযোগই পাননি। দু’টো বোল্ড-সহ এক ওভারে তিন উইকেট তুলে নিয়ে সাত বল বাকি থাকতেই স্টেইন পুণের ইনিংস শেষ করে দেন। স্টেইনের পাশাপাশি অমিত মিশ্রও তুলে নেন তিন উইকেট। |
অ্যালবি মর্কেল, বেন হিলফেনহস, ডির্ক ন্যানেস, ক্রিস্টোফার মরিসরা দলে থাকলেও ভারতীয় বোলারদের দিকেই তাকিয়ে রয়েছেন চেন্নাই সুপার কিংসের কোচ স্টিভন ফ্লেমিং। শনিবারই প্রথম মাঠে নামছে ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির ফ্র্যাঞ্চাইজি। উল্টো দিকে সচিন। সঙ্গে আবার পন্টিংও। এ বার তাঁর দলের ভারতীয়রাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে মনে করেন ফ্লেমিং। আগের দিন ধোনিও প্রায় একই কথা বলেছেন এক অনুষ্ঠানে। শুক্রবার কোচের মুখেও এই কথা শুনে বোঝা যাচ্ছে, দেশের বোলাররাই ধোনির দলের নিউক্লিয়াস। ফ্লেমিং বলেন, “জনা দুয়েক ভারতীয় পেসারকে মাঠে নামানোর কথা ভাবছি। সেক্ষেত্রে মরিসদের কমই সুযোগ থাকবে। মর্কেল চলে এলে অবশ্য ও খেলবেই। স্থানীয় প্রতিভাদের এ বার বেশি করে সুযোগ দিতে চাই আমরা।” রবিচন্দ্রন অশ্বিনকে অলরাউন্ডার হিসেবেই পেতে চান চেন্নাইয়ের কোচ। তাঁর বক্তব্য, “সাত নম্বরে ব্যাট করতে নামবে অশ্বিন। ওকে আমরা অলরাউন্ডার হিসেবে ধরছি।” শনিবারের ম্যাচটা যেমন ধোনি ও সচিনের লড়াই, তেমন নিউজিল্যান্ডের দুই কোচের লড়াইও। কারণ ফ্লেমিংয়ের উল্টো দিকে মুম্বই ইন্ডিয়ান্সের কোচ জন রাইট। প্রথম ম্যাচেই শেষ বলে দু’রানের হারের কথা ভুলে গিয়ে শনিবার চিপকে দল নামাতে চান রাইট। প্রাক্তন ভারত কোচ বলছেন, “এই টুর্নামেন্টে এ রকম হার-জিত থাকবেই। প্রতিটা ম্যাচ ধরে ধরে এগোতে হবে আমাদের। এই ম্যাচটা নিয়ে তাই সম্পুর্ণ আলাদা করে ভাবছি।”
|
সবাই জানতেন, তাঁর হাঁটুতে চোট আছে। আইপিএল খেলতে পারবেন না। কিন্তু রাতারতি কোটলায় আবির্ভাব ঘটে গেল কেভিন পিটারসেনের! না, আইপিএল খেলছেন না। নিছকই সতীর্থদের সঙ্গে দেখা করতে আসা। শুক্রবার বিকেলে দিল্লি ডেয়ারডেভিলস প্র্যাক্টিসের সময় হঠাৎই কেপি হাজির হন। হাঁটুতে কালো ব্যান্ডেজ। ঠিক মতো হাঁটতে পারছেন না। শনিবার দিল্লির বিরুদ্ধে ম্যাচ। প্রথাগত সাংবাদিক সম্মেলন সেরে তখন বেরোচ্ছেন রাজস্থান রয়্যালস অধিনায়ক রাহুল দ্রাবিড়। পিটারসেনকে দেখে দাঁড়িয়ে রাহুল কথাবার্তাও বলেন। এর পর দিল্লির টিম হাডলের সময়ও সেখানে ঢুকে পড়েন কেপি।
|
শনিবার মুম্বইয়ে রুদ্ধশ্বাস যুদ্ধে হারিয়ে রীতিমতো নাচের আসর বসিয়ে দিলেন ক্রিস গেইল। টিমের স্পনসরের অনুষ্ঠানে একটা ‘জিঙ্গল’-এর সঙ্গে নাচতে দেখা যায় গেইলকে। সেখানে ছিলেন বিরাট কোহলিও। |