অভিনব জট বললেও কম বলা হয়।
গত চার বছরে যা হয়নি, তা এ বার হয়ে গেল। আইপিএল কর্তৃপক্ষের প্রবল আপত্তিতে সিএবি-র অম্বর রায় (অনূর্ধ্ব ১৪) টুর্নামেন্টের ফাইনাল ইডেন থেকে সরিয়ে নিতে হল।
শনিবার ইডেনে অম্বর রায় ফাইনাল হওয়ার কথা ছিল। কিন্তু তা শুনেই ইডেনে উপস্থিত আইপিএলের আধিকারিক ক্লাইভ জগলাল পত্রপাঠ সিএবিকে জানিয়ে দেন, ২৬ মে পর্যন্ত ইডেনের অধিকার শুধু আইপিএলের। এই দু’মাস ইডেনে যে কোনও ম্যাচের সম্প্রসারণ শুধুমাত্র আইপিএল নিয়োজিত সংস্থাই করতে পারবে। অতএব, অম্বর রায় ফাইনাল সরাতে হবে ইডেন থেকে। যা শুনে আশ্চর্য হয়ে যান সিএবি কর্তারা। গত চার বছর আইপিএলের মাঝেই ইডেনে অম্বর রায় ফাইনাল হয়েছে। তা ছাড়া শনিবার ইডেনে কেকেআরের ম্যাচ বা প্র্যাক্টিস কিছুই নেই। সিএবি কর্তাদের বক্তব্য, কোনও দিনই এমন বিপত্তিতে পড়তে হয়নি। বৈঠক ডেকে জগলালকে সেটা বলাও হয়। কিন্তু লাভ হয়নি। বরং জগলাল জানিয়ে দেন সম্প্রসারণ শুধু নয়, এই দু’মাস ইডেনের স্পনসরশিপের স্বত্তও আইপিএল কর্তৃপক্ষের। যাদের প্রধান স্পনসর পেপসি। বলা হয়, ফাইনালে যদি ক্রিকেটাররা পেপসি-র বিরোধী সংস্থার লোগো-সমেত জার্সি পরে নেমে পড়ে, তার দায় কে নেবে? শেষ পর্যন্ত ফাইনাল হচ্ছে ওয়াইএমসিএ মাঠে। সিএবি-র কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে বলছিলেন, “গত বার পর্যন্ত এ রকম কোনও নিয়ম দেখিনি।”
পাশাপাশি ২৪ এপ্রিল ইডেনে কেকেআর বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের দিন সচিন তেন্ডুলকরের জন্য বিশেষ কেকের ব্যবস্থা করছে সিএবি। সে দিনই সচিনের চল্লিশতম জন্মদিন। টিম হোটেল বা ড্রেসিংরুমে সচিনের কাছে উপহার পৌঁছে দেওয়া হবে। |