এক মাস আগে টেস্ট অভিষেকের দুঃস্বপ্ন ভুলে এ বার শুধু পেপসি আইপিএল নিয়েই ভাবতে চান অজিঙ্ক রাহানে। রাজস্থান রয়্যালসের হয়ে গত মরসুমে আইপিএলে ১৬ ম্যাচে ৫৬০ রান করা রাহানে কোটলায় অভিষেক টেস্টে দু’ইনিংসে আট রান করেছিলেন। তবে ডেয়ারডেভিলসের বিরুদ্ধে শনিবারের ম্যাচের আগে বলে দিলেন, “বর্তমানের দিকে তাকাতে চাই। নিশ্চয়ই এর আগে করা ভুলের পুনরাবৃত্তি চাই না। গত মরসুমে রান করার দায়িত্ব নিয়েছিলাম। এ বারও আমার দায়িত্ব একই। তার সঙ্গে তরুণ ক্রিকেটারদের গাইড করব। খুব বেশি চাপ নেব না।”
শেন ওয়াটসন এই ম্যাচে খেলতে না পারায় গত বারের বেশির ভাগ ম্যাচের মতো শনিবারও রাজস্থানের হয়ে ইনিংস ওপেন করতে নামবেন রাহানে। সঙ্গে অধিনায়ক রাহুল দ্রাবিড়। ধোনি টেস্টে মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে রাহানেকে ব্যবহার করার ইঙ্গিত দিলেও ব্যাটিং অর্ডার নিয়েও ভাবছেন না তিনি। বলে দিলেন, “ব্যাটিং অর্ডার নয়, আইপিএলে রানের দিকেই ফোকাস করতে চাই। যে কোনও পরিস্থিতিতে খাপ খাইয়ে নিতে হয়। ব্যাটিংয়ের প্রাথমিক ব্যাপারগুলো ঠিক রেখে প্রতিদিন নতুন কিছু শেখার লক্ষ্যই আমার প্রধান শক্তি।” |
ওয়াটসন শুক্রবার রাতেই দলে যোগ দেওয়ায় জেট ল্যাগ কাটিয়ে কোটলায় নামতে পারবেন না। দ্রাবিড় বলে দিলেন, “এত দীর্ঘ যাত্রার পর নেটে সময় না দিয়েই ওয়াটো মাঠে নামবে এই আশা করছি না আমরা। এত বড় টুর্নামেন্টে নিজের অবদান রাখার জন্য যথেষ্ট ম্যাচ পাবে ও।”
ও দিকে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে দ্বিতীয় ম্যাচেও পিঠের ব্যথায় খেলতে পারছেন না বীরেন্দ্র সহবাগ ঘরের মাঠে জয়বর্ধনের দলের সামনে এটাই সবথেকে বড় চ্যালেঞ্জ। বীরুর মারাকাটারি বাদেও বড় রান তোলা। তাদের অস্ট্রেলীয় ওপেনার ডেভিড ওয়ার্নার তো বলেই দিলেন, “সহবাগের চোটের অবস্থা এখন অনেকটা ভাল। নিয়মিত চিকিৎসা এবং ফিজিওথেরাপি নিচ্ছে। কিন্তু কালকেই নামার মতো অবস্থায় নেই।”
দু’দিন আগেই ইডেনে কেকেআরের বিরুদ্ধে ভারসাম্যহীন বোলিং আক্রমণ এবং খারাপ ফিল্ডিং তো ছিলই, ব্যাটিংয়েও দিল্লির সমস্যা কিছু কম নয়। এর মধ্যে বীরুর উপর্যুপরি দু’ম্যাচে না থাকার ধাক্কাটা দিল্লির প্রথম চার ব্যাটসম্যানের মধ্যেই কাউকে নেওয়া ছাড়া কোনও উপায় দেখছেন না ওয়ার্নার। বললেন, “আমাদের প্রথম চার ব্যাটসম্যানকেই বেশির ভাগ রান করতে হবে। আমাদের মধ্যে কাউকে শেষ পর্যন্ত টিকে থাকতে হবে। এতে বড় রান তোলার পাশাপাশি হয়তো সহবাগের অভাবও পূরণ হবে।” |