নয়া প্রযুক্তির আমদানি কেকেআর শিবিরে
‘ডেথ ওভার পছন্দ করি, তখন বেশি উইকেট আসে’
ক দিকে, টিমের এক নম্বর বোলিং অস্ত্রের নতুন ধ্বংসলীলার ইঙ্গিত। অন্য দিকে, কেকেআর ড্রেসিংরুমে হাইপ্রোফাইল প্রযুক্তির নতুন আমদানি।
জয়পুর রওনা হওয়ার আগের দিন এই দু’টো ঘটনাই থাকল কেকেআর শিবিরে।
কেকেআরের প্র্যাকটিসে ঢুঁ মারলে হালফিলে একটা অদ্ভুত জিনিসের সন্ধান পাওয়া যাবে। মাঝেমাঝেই কোনও কোনও ক্রিকেটারকে দেখা যাচ্ছে বুকে ‘পিওভি’ (পয়েন্ট অব ভিউ) ক্যামেরা নিয়ে প্র্যাক্টিসের খুঁটিনাটি তুলে রাখতে। যা নিয়ে পরে বসছে বিশ্লেষণের ক্লাস।
ঠিক তেমনই সুনীল নারিন এ দিন ইডেনে তাঁর মধ্যে নতুন বারুদের সন্ধান দিয়ে গেলেন। জানিয়ে গেলেন, চুলের উদ্ভাবনী ছাঁটের মতো বল করার সময় নতুন একটা ব্যাপারও হাজির করছেন এ বার। তাঁকে দেখা যাচ্ছে ডেলিভারি করার আগে হাতের তালুতে বল লুকিয়ে রাখতে। যা নিয়ে নারিনের উত্তর, “এটা নতুন ট্রাই করছি। নেটে খাটছিও এটা নিয়ে।” সঙ্গে এটাও শুনিয়ে রাখলেন ডেথ ওভারে বল করাটা তাঁর কাছে চাপ নয়। বরং তা স্বাগত। বলে দিলেন, “ডেথ ওভারে বল করা আমার বিশেষ পছন্দের। উইকেট পাওয়ার সুযোগ তো তখনই সবচেয়ে বেশি!”
ছোট বল নয়। নারিনের জাগলিং এ বার বড় বলে। শুক্রবার ইডেনে নাইটদের প্র্যাক্টিসে। ছবি: শঙ্কর নাগ দাস
গত বুধবার কেকেআরের প্রথম ম্যাচে নারিনের দুর্ধর্ষ পারফরম্যান্স দেখে অনেক প্রাক্তনই বলতে শুরু করেছেন, পেপসি আইপিএলেও বাকি ফ্র্যাঞ্চাইজিদের ঝামেলায় ফেলবে নারিন। যাঁদের মধ্যে প্রাক্তন নাইট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও আছেন। যা শুনে নারিন বলে ফেললেন, “সৌরভ খুব বড় ব্যাটসম্যান, তাই ওর কাছ থেকে আসা প্রশংসার দামটাই আলাদা।”
উদ্বোধনী যুদ্ধ জেতার পর সোমবারই জয়পুরে রাহুল দ্রাবিড়-শেন ওয়াটসনদের রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নতুন যুদ্ধে নেমে পড়তে হচ্ছে। কোনও প্ল্যানিং হল? “ঠিক হয়নি কিছু এখনও। পরে নিশ্চয়ই টিম মিটিংয়ে কথা হবে।”
যদিও আইপিএলে কোন ক্রিকেটারকে নিয়ে তাঁর কী মনোভাবসেটা এখনই পরিষ্কার করে দিচ্ছেন।
ক্রিস গেইল: টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান।
গৌতম গম্ভীর: ক্রিকেটমস্তিষ্ক খুব পরিষ্কার।
সেরা স্পিনার: মুথাইয়া মুরলীধরন।
সেরা ব্যাটসম্যান: বীরেন্দ্র সহবাগ। যে কোনও পরিস্থিতিতে একই রকম আগ্রাসী।
আর সচিন তেন্ডুলকর নন, বরং তেন্ডুলকর-গাওস্করের মধ্যে যে কোনও একজনকে বল করার জন্য বাছতে হলে নারিন গাওস্করকে বাছবেন! কেন? “সচিনকে বল করেছি। গাওস্করকে করার সুযোগ হয়ে ওঠেনি। তাই ওই দু’জনের মধ্যে গাওস্করকেই চাইব।”
এ দিকে, ব্রেট লি, বালাজি এবং জাক কালিস পেটের গণ্ডগোলে ভুগছেন। কালিস-লি এ দিন প্র্যাকটিসেও আসেননি। তবে তাঁরা জয়পুর যাচ্ছেন। অধিনায়ক গম্ভীর এ দিন সকালে দিল্লি ফিরে গেলেন। টিমের সঙ্গে জয়পুরে যোগ দেবেন রবিবার।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.