বর্ষা আসার আগেই বাঁধের মাটি ফেটে প্লাবিত হল হিঙ্গলগঞ্জের সাহেবখালির বিস্তীর্ণ এলাকা। দোল পূর্ণিমার ভরা কোটালে কালিন্দী নদীর জল ফেঁপে গ্রামের মধ্যে নোনা জল ঢুকে পড়ায় বড় রকম ক্ষতির মুখে পড়েছেন বাসিন্দারা। পুকুর ও মাঠ ভেসে যাওয়ায় ক্ষতি হয়েছে ধান ও মাছ চাষে। হিঙ্গলগঞ্জের বিডিও বিশ্বজিত্ বসু বলেন, “ইতিমধ্যে ওই এলাকাতে স্থানীয় দুলদুলি গ্রাম পঞ্চায়েত ও সেচ দফতর যৌথ ভাবে বাঁধ মেরামতির কাজ শুরু করেছে।” ব্লক ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে নদীর জল বেড়ে ধসে যায় বাঁধের তলার মাটি। ফলে নোনা জলে প্লাবিত হয় ৩ নম্বর সাহেবখালির কালীবাড়ি এলাকা। হঠাত্ করে নদীর জল গ্রামের মধ্যে ঢোকা শুরু করলে দিশাহারা হয়ে পড়েন সাধারণ মানুষ। গ্রামবাসীদের দাবি, পঞ্চায়েত, বিডিও ও সেচ দফতরকে বারবার জানানো সত্ত্বেও আয়লার পরে সে ভাবে বাঁধ মেরামতির উদ্যোগ না নেওয়ার কারণে মাঝে মধ্যেই এ রকম বিপদের মুখে পড়তে হয়। বৃহস্পতিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গ্রামে জল ঢুকতে শুরু করলে গ্রামবাসীরা মোবাইলের মাধ্যমে যোগাযোগ করেন বসিরহাটের মহকুমাশাসক শ্যামল মণ্ডলের সঙ্গে। গ্রামবাসীদের দুর্ভোগের কথা জানতে পেরে মহকুমাশাসক দ্রুত বাঁধ মেরামতির জন্যে নির্দেশ দেন ব্লক আধিকারিককে। সারাইয়ের কাজ চলছে। তবে এখনও জল ঢুকছে। গ্রামের লোকের বক্তব্য, পাকাপোক্ত ভাবে সারাই না করে লাভ নেই।
|
অটোরিকশা থেকে এক যাত্রীর কয়েক হাজার টাকা ছিনতাই করে পালাল তিন দুষ্কৃতী। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা নাগাদ ঘটনাটি ঘটে গোপালনগর থানা এলাকায় বনগাঁ-চাকদহ সড়কে। পুলিশ ছিনতাইকারীদের খোঁজে তল্লাশি শুরু করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বনগাঁ থানার শিমুলতলা এলাকার বাসিন্দা, পেশায় ব্যবসায়ী দেবব্রত কুণ্ডু গোপালনগর থেকে ব্যবসার টাকা নিয়ে অটোতে ফিরছিলেন। চালক-সহ অটোতে মোট পাঁচ জন যাত্রী ছিলেন। টালিখোলা এলাকায় একটি মোটরবাইকে তিন ছিনতাইকারী এসে অটোটি থামিয়ে দেবব্রতবাবুকে নামায়। তাঁর টাকার ব্যাগ অবশ্য ছিল অটোতেই। তারা ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে শুরু হয় ধস্তাধস্তি। ওই সময় চালক অটোটি চালিয়ে দেন। তখন দেবব্রতবাবুর মুখে লঙ্কার গুঁড়ো ছুড়ে দিয়ে ছিনতাইকারীরা অটোটির পিছু নেয়। একমাইল পোস্ট এলাকায় এসে তারা ফের অটো থামিয়ে দেবব্রতবাবুর টাকার ব্যাগ নিয়ে পালায়।
পুলিশের অনুমান, দেবব্রতবাবু যে ওই রাতে টাকা নিয়ে ফিরবেন, ছিনতাইকারীদের কাছে সে খবর ছিল।
|
ভোজালির কোপ মেরে খুনের চেষ্টার অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেফতার করল পুলিশ। বুধবার ঘটনাটি ঘটেছে বসিরহাটের চাঁপাপুকুর রেলকলোনিতে। গুরুতর জখম অবস্থায় যতীন হালদার নামে এক ব্যক্তিকে ভর্তি করা হয় হাসপাতালে। তাঁর উপরে হামলার অভিযোগে গ্রেফতার হয়েছেন পার্থ সাহা। পুলিশ তদন্তে নেমে জেনেছে, সম্প্রতি পার্থবাবুর একটি মোবাইল এবং কিছু টাকা খোওয়া যায়। ওই ব্যবসায়ীর দাবি, মোবাইলটি যতীনের কাছ থেকে উদ্ধার হলেও তিনি সিমকার্ডটি ফেরত দিচ্ছিলেন না। এই নিয়ে দু’জনের বচসা বাধে। তারপরেই যতীনকে লক্ষ্য করে ভোজালি চালিয়ে দেন পার্থ। ধৃতকে জেলহাজতে রাখার নির্দেশ দেয় বসিরহাট আদালতের বিচারক।
|
একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে শুক্রবার গাইঘাটার বিষ্ণুপুরে একশো জন দুঃস্থ খুদে পড়ুয়ার হাতে তুলে দেওয়া হল খাতা, কলম, ব্যাগ-সহ নানা শিক্ষা সামগ্রী। সংস্থার অফিস চত্বরে ওই অনুষ্ঠানে ৪০ জন গরিব মানুষের নিখরচায় চক্ষু পরীক্ষারও ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন আবগারি দফতরের ডেপুটি কমিশনার বরুণকুমার রায়। উপস্থিত ছিলেন শিল্পপতি বিজয় গুহ মল্লিক, মতুয়া মহাসঙ্ঘের কর্মকর্তা রবীন্দ্রনাথ হালদার প্রমুখ।
|
দোলের দুপুরে স্ত্রীকে কটূক্তির প্রতিবাদ করতে গিয়ে প্রহৃত হন জাতীয় শ্যুটার বিবস্বান গঙ্গোপাধ্যায়। এই ঘটনায় অভিযুক্ত তিন যুবককে বৃহস্পতিবার উত্তরপাড়া থানার আইসি প্রিয়ব্রত বক্সির তৎপরতায় কলকাতার বাগবাজার থেকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম কোয়েল সাঁতরা ওরফে বাবাই, বলরাম মণ্ডল ওরফে বাপি এবং সনাতন নস্কর ওরফে গণেশ। প্রত্যেকের বাড়িই উত্তরপাড়ার ভদ্রকালী শিবতলায়। শুক্রবার ধৃত তিন জনকে শ্রীরামপুর মহকুমা আদালতে তোলা হলে আগামী ২ এপ্রিল পর্যন্ত তাদের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।
|
ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে পূর্ব রেলের বনগাঁ-শিয়ালদহ শাখার হাবরায় ৩০ নম্বর রেলগেট এলাকায়। রেল পুলিশ জানায়, মৃতের নাম রমেশ মণ্ডল (২১)। বাড়ি নৈহাটিতে। এক বন্ধুর সঙ্গে তিনি হাবরায় বন্ধুর মামার বাড়িতে বেড়াতে এসেছিলেন। বাড়ির পাশেই রেল লাইন। |