স্থানীয় এক তৃণমূলকর্মী কর্মী খুনের সপ্তাহ ঘুরতে না ঘুরতেই বদলি হলেন চাকদহের আইসি সুব্রত সরকার। তাঁকে কৃষ্ণনগর সদর কোর্টের ইন্সপেক্টর পদে বদলি করা হয়েছে। জেলা পুলিশ কর্তারা অবশ্য এই বদলিকে ‘নিয়ম মাফিক’ বলেই দাবি করেছেন। পুলিশ সুপার সব্যসাচী রমন মিশ্র বলেন, “এটা নিছকই রুটিন বদলি। উনি ওই থানায় দু’বছর ছিলেন। এর সঙ্গে শাসকদলের কর্মী খুনের কোনও সংযোগ নেই।” তবে সুব্রতবাবুর বদলিতে জেলা পুলিশ মহলে শুরু হয়েছে ‘গুঞ্জন’। ২২ মার্চ রাতে চাকদহের বাসিন্দা তৃণমূলকর্মী প্রহ্লাদ রায়কে গুলি করে খুন করে আততায়ীরা। এলাকায় বিক্ষোভ ছড়ায়। পরের দিনই কলকাতা থেকে ছুটে আসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক মুকুল রায়। স্থানীয় বাসিন্দারা মুকুলবাবুকে জানান, স্থানীয় পুলিশের নিষ্ক্রিয়তায় খুন হয়েছেন প্রহ্লাদ। তা ছাড়াও চোর-ডাকাতদের বাড়বাড়ন্তের জন্য দায়ী করা হয় ওই আইসিকে। মুকুলবাবু ঠারেঠোরে আইসি বদলির ইঙ্গিত দেন। তারপর বৃহস্পতিবার সুব্রতবাবুকে বদলির চিঠি ধরানো হয়। চাকদহের বিধায়ক তৃণমূলের নরেশচন্দ্র চাকী বলেন, “যতদূর জানি, দায়িত্ব পালনে অক্ষমতার জন্যই সরতে হয়েছে ওই অফিসারকে।”
|
মুর্শিদাবাদে কংগ্রেসের ভাঙন অব্যাহত। শুক্রবার জেলা পরিষদের সদস্য ধুলিয়ানের কাউসার আলি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন। এই নিয়ে কংগ্রেসের ৯ জন জেলা পরিষদ সদস্য শাসক দলে নাম লেখালেন। দলত্যাগী নেতা কাউসার বলেন, “জেলা থেকে চাপিয়ে দেওয়া নেতৃত্ব ছড়ি ঘোরাচ্ছে ধুলিয়ানে। তাঁদের কাছে দলীয় কর্মীরা মূল্যহীন। তাই বাধ্য হয়ে দলবদল করলাম।” দিন কয়েক আগেই ধুলিয়ান পুরসভার ন’জন কংগ্রেস কাউন্সিলরই যোগ দেন কংগ্রেসে। এ দিন আবার সমশেরগঞ্জে কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্য তপন সরকারও দলত্যাগের কথা ঘোষণা করেছেন। তিনি অবশ্য শাসকদলে যোগ না দিয়ে পঞ্চায়েত ভোটে নির্দল হিসেবে দাঁড়িয়ে কংগ্রেসকে বেগ দেওয়ার কথা বলেছেন। কংগ্রেসে এই ভাঙনে যারপরনাই স্বস্তিতে তৃণমূল শিবির। জেলা তৃণমূল সভাপতি মহম্মদ আলি বলেন, “ভোটের আগে আরও কয়েকজন হেভিওয়েট নেতা কংগ্রেস ছাড়বেন। দলত্যাগী সকলেই যথাযোগ্য মর্যাদা দেওয়া হবে।” রাজ্য কংগ্রেসের সাধারন সম্পাদক তথা ফরাক্কায় বিধায়ক মইনুল হক বলেন, “টাকা দিয়ে মানুষ কিনছে শাসক দল।”
|
বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম সমেত গ্রেফতার হল এক যুবক। ধৃত ওই যুবক সাত্তার মণ্ডল ডোমকলের আমিনাবাদের বাসিন্দা। বৃহস্পতিবার রাতে পুলিশ ইসলামপুর বাসস্ট্যান্ড থেকে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃতের কাছ থেকে পাঁচটি ওয়ান শাটার, এক রাউন্ড গুলি ও গুলি তৈরির সরঞ্জাম মিলেছে। জেলা পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “অস্ত্রের কারবারি ধৃত ওই যুবক নদিয়ার থানারপাড়া এলাকা থেকে অস্ত্র এনে ডোমকলে বেচত। এর আগেও পুলিশ তাকে অস্ত্র সহ পাকড়াও করেছিল। বর্তমানে জামিনে মুক্ত ছিল ধৃত যুবক।”
|
এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃহস্পতিবার ছাত্র পরিষদ নেতা শুভ হালদারকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি জঙ্গিপুর কলেজ ছাত্র সংসদের সহকারী সাধারণ সম্পাদক। অভিযোগ, দিন দশেক আগে বছর দশেকের এক ছাত্রীকে ধর্ষণ করে ওই ছাত্র নেতা। অভিযোগ পেয়ে পুলিশ তাকে মিঠিপুর থেকে গ্রেফতার করেছে।
|
ফরাক্কায় থেকে শুক্রবার সকালে বাবুল খান নামে এক যুবকের দেহ উদ্ধার করে পুলিশ। |