অফিসের সঙ্গে কর্মীদের সরাসরি যোগাযোগের বাজার ধরতে আরও বেশি করে ঝাঁপাচ্ছে মোবাইল ও বৈদ্যুতিন সংস্থাগুলি।
দু’বছর আগেও এই বাজার ছিল ১৪,৪০০ কোটি টাকার। আগামী বছর ভারতে কর্মী-অফিস যোগাযোগের (এন্টারপ্রাইজ সলিউশন) ওই বাজারের মাপ দাঁড়াবে ৩৮,৪০০ কোটি। সংশ্লিষ্ট মহলের দাবি, এই দ্রুত বাড়তে থাকা পরিসর দখলে মরিয়ে বড়, মাঝারি ও ছোট, সমস্ত সংস্থাই।
বিদ্যুৎ গতিতে বাড়তে থাকা এই বাজার ঠিক কতটা আকর্ষণীয়, তা স্পষ্ট দক্ষিণ কোরীয় বহুজাতিক স্যামসাঙের পদক্ষেপেই। মোবাইল ও বৈদ্যুতিন পণ্যের পাশাপাশি এখন ‘এন্টারপ্রাইজ সলিউশন’-এর বাজার ধরার উপরেও যথেষ্ট জোর দিচ্ছে তারা। এমন নয় যে, এই বাজারে তারা নতুন। কিন্তু এখন আরও এক ধাপ এগিয়ে শুধু এই ব্যবসার জন্য পৃথক একটি বিভাগই তৈরি করেছে স্যামসাং। সংস্থার অন্যতম কর্তা বি ডি পার্ক বলেন, “যে কোনও সংস্থাই খরচ বাঁচিয়ে ব্যবসা বৃদ্ধির পথে এগোয়। একই সঙ্গে কার্যকরী প্রযুক্তিও চায়। সেই লক্ষ্যেই স্যামসাং বিভিন্ন পণ্য তৈরি করছে।” সংশ্লিষ্ট সূত্রে খবর, দক্ষিণ- পশ্চিম এশিয়ার বাজারে এই ব্যবসা থেকে ১০% আয় করতে চায় এই সংস্থা। এ বিষয় তাদের বিশেষ নজর শিক্ষা, স্বাস্থ্য, খুচরো বিপণন ও ব্যাঙ্কিং ক্ষেত্রে।
এন্টারপ্রাইজ সলিউশনের বাজারের হাত ধরেই বাড়বাড়ন্ত ব্ল্যাকবেরি ব্র্যান্ডের। স্মার্ট ফোনে প্রতিযোগিতার মুখে এখন অনেকটাই বাজার হারিয়েছে ব্ল্যাকবেরি। কিন্তু সংস্থার অন্যতম কর্তা প্রসেনজিৎ সেনের দাবি, উদ্ভাবনী প্রযুক্তি ও ক্রেতাদের চাহিদা বুঝে ফের সেই বাজার দখলের লক্ষ্যে নামছেন তাঁরা। একই পথে হাঁটছে নোকিয়াও। ছোট-মাঝারি সংস্থাদের দিকে নজর রেখে কিছু পণ্য এনেছে তারা। |