বাজারে মারুতির নয়া এসএক্স-ফোর
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ধুঁকতে থাকা বাজারে মারুতি-সুজুকির যে গাড়ি বিক্রি সব থেকে বেশি মার খেয়েছে, তা হল এসএক্স-ফোর। তাই এ বার ক্রেতা টানতে দাম এক রেখেই নতুন এসএক্স-ফোর বাজারে আনল সংস্থা। মারুতির দাবি, তাতে তেল কম পুড়বে। মিলবে একগুচ্ছ সুবিধাও। সংস্থা জানিয়েছে, পেট্রোল- চালিত নতুন এসএক্স-ফোরে মাইলেজ প্রায় ৬% বেশি। তা বেশি ডিজেল, সিএনজি গাড়িতেও। সংস্থার অন্যতম কর্তা মনোহর ভাটের আশা, জ্বালানি সাশ্রয়ের সুবিধা ক্রেতার আগ্রহ বাড়াবে।
|
সর্দার পটেল মার্গে তাজ প্যালেস হোটেলের লাইসেন্স আরও ২৫ বছরের জন্য নবীকরণের কথা জানাল টাটা গোষ্ঠীর ইন্ডিয়ান হোটেলস্। দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির কাছ থেকে পাওয়া ওই লাইসেন্সের মেয়াদ বৃদ্ধির সৌজন্যে আপাতত ২০৩৮ সালের ৩১ মার্চ পর্যন্ত ওই হোটেল চালাবে তারা।
|
প্রিন্স আনোয়ার শাহ রোডের তালতলা মাঠে শুরু হল হস্তশিল্প প্রদর্শনী। আয়োজক নর্থ ইস্টার্ন হ্যান্ডিক্রাফট্স হ্যান্ডলুম্স ডেভেলপমেন্টের কলকাতা শাখা। তা চলবে ৭ এপ্রিল পর্যন্ত। বিক্রি হবে উত্তর-পূর্বের রাজ্যগুলির সামগ্রী।
|
গড়িয়ার কাছে স্যালাইন ওয়াটার তৈরির কারখানা গড়ছে ট্রাইরেম গোষ্ঠী। তাদের দাবি, দিনে ৬০ হাজার লিটার স্যালাইন তৈরি হবে সেখানে। কর্মসংস্থান হবে ৬৫ জনের। |