দিনের শুরুটা মন্দ ছিল না। সিন্ধু হাইকোর্টের নির্দেশে মঞ্জুর হয়ে গিয়েছিল তাঁর আগাম জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন।
কোর্ট চত্বরে তখন প্রাক্তন পাক প্রেসিডেন্ট পারভেজ মুশারফ সমর্থকদের ভিড়। নিরাপত্তারক্ষীদের সাহয্যে ভিড় ঠেলেই বাইরে এলেন মুশারফ। হঠাৎই এক আইনজীবী জুতো ছুড়লেন তাঁর দিকে। ফস্কে গেল একটুর জন্য।
ঘটনাস্থলে উপস্থিত পুলিশ বাহিনী তৎক্ষণাৎ গ্রেফতার করে অভিযুক্তকে। এক পাক সংবাদমাধ্যমের দৌলতে পরে সামনে আসে অভিযুক্তের নাম। জানা যায়, অভিযুক্ত তাজাম্মুল লোধি করাচিরই এক নামজাদা আইনজীবী। সেই সংবাদমাধ্যমকেই দেওয়া এক সাক্ষাৎকারে লোধির অকপট স্বীকারোক্তি, “ঘটনায় আমি লজ্জিত নই। লাল মসজিদের ঘটনার পর থেকে আমার মা মুশারফকে ঘৃণা করে এসেছেন। আমি খুশি, কারণ মাকে শান্তি দিতে পেরেছি।” |
জুতো-কাণ্ডের পরে বিহ্বল মুশারফ। |
প্রাক্তন পাক প্রেসিডেন্টের জীবনে এমন অভিজ্ঞতা অবশ্য নতুন কিছু নয়। এর আগে ২০১১ সালে ব্রিটেনে এক সভায় বক্তৃতা দেওয়ার সময় প্রায় একই পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল তাঁকে। শুক্রবারের ঘটনায় স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়ায় সিন্ধু হাইকোর্ট চত্বরে। তাজাম্মুল লোধির সমর্থনে সরব হন আদালত চত্বরে উপস্থিত অন্য আইনজীবীরাও। নিমেষে পাল্টে যায় ছবিটা। মুশারফের নামে জয়ধ্বনি চাপা পড়ে যায় বিরোধীদের স্লোগানে। “মুশারফ গণতন্ত্র বিরোধী”- এই তকমা লেগেছিল প্রাক্তন সেনা নায়কের গায়ে। খণ্ডযুদ্ধ বেধে যায় মুশারফ সমর্থক ও বিরোধীদের মধ্যে। সিন্ধু হাইকোর্টের প্রধান বিচারপতি মুশির আলাম ঘটনার বিচারবিভাগীয় তদন্তের আদেশ দেন। |
শুক্রবার সিন্ধু হাইকোর্টে প্রাক্তন পাক প্রেসিডেন্ট পারভেজ। |
চলতি সপ্তাহেরই গোড়ার দিকে চার বছরের স্বেচ্ছা নির্বাসন শেষে দেশে ফিরেছেন মুশারফ। প্রাক্তন পাক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর হত্যাকাণ্ডে জড়িত মুশারফের বিরুদ্ধে পাকিস্তানে এখনও জারি রয়েছে গ্রেফতারি পরোয়ানা। প্রসঙ্গত, বেনজির ভুট্টো হত্যা মামলা ছাড়াও এই মুহূর্তে আরও দু’টি মামলা ঝুলছে মুশারফের কাঁধে। তাই দুবাই থেকে দেশে ফেরার আগেই পাক আদালতে আগাম জামিনের আবেদন জানিয়ে রেখেছিলেন তিনি। জামিন মঞ্জুর হওয়ার পরেই ২৩ মার্চ দেশে ফেরা।
দিন কয়েক আগে মুশারফ ফের আবেদন জানান, বাড়ানো হোক তাঁর জামিনের মেয়াদকাল। সেই সূত্রেই এ দিন সিন্ধু হাইকোর্ট জামিনের মেয়াদ আরও ১৫ দিন বাড়ানোর সিদ্ধান্ত নেয়। তবে কোর্টের কড়া নির্দেশ, এই সময়ের মধ্যে কোর্টের অনুমতি ছাড়া দেশ ছাড়তে পারবেন না মুশারফ।
|