উত্তপ্ত কোরীয় উপদ্বীপ
সংবাদসংস্থা • ওয়াশিংটন |
উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে উত্তেজনার পারদ আরও চড়ল। দক্ষিণ কোরিয়া ও প্রশান্ত মহাসাগরীয় এলাকার অন্য দেশে মার্কিন সামরিক ঘাঁটিতে রকেট হামলার জন্য প্রস্তুত হতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উন। আমেরিকাও জানিয়েছে, তারা যে কোনও পরিস্থিতির জন্য তৈরি। শুক্রবার কিম জং উনের ডাকে একটি জনসভায় যোগ দেন উত্তর কোরিয়ার ছাত্র ও সেনারা। তাতে ‘মার্কিন সাম্রাজ্যবাদীদের’ বিরুদ্ধে স্লোগানও দিয়েছেন তাঁরা। ফেব্রুয়ারি মাসে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করে একটি পরমাণু বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটায় উত্তর কোরিয়া। ফলে, সে দেশের বিরুদ্ধে আরও কড়া নিষেধাজ্ঞা জারি করে পশ্চিমী দুনিয়া। তার পর থেকেই বাড়ছে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে উত্তাপ। মার্কিন প্রতিরক্ষাসচিব চাক হ্যাগেলের মতে, আমেরিকা-সহ পশ্চিমী দুনিয়ার কাছ থেকে নানা সুবিধা আদায় করার জন্য কখনও কখনও সুর চড়ায় উত্তর কোরিয়া। তবে আমেরিকা দক্ষিণ কোরিয়া-সহ ওই অঞ্চলের সব মিত্ররাষ্ট্রকে রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। বৃহস্পতিবার দক্ষিণ কোরীয় সেনাবাহিনীর সঙ্গে টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল উত্তর কোরিয়া। তার পরে দক্ষিণ কোরিয়ার আকাশে দেখা দেয় মার্কিন বি-২ যুদ্ধবিমান। এই বিমান পরমাণু অস্ত্রবহনে সক্ষম। অনেকের মতে, এই বিমান দেখেই তড়িঘড়ি রকেট হামলার জন্য প্রস্তুত হয়েছে উত্তর কোরিয়া। অর্থাৎ তাদের কার্যত উস্কানি দিয়েছে আমেরিকা। হ্যাগেল অবশ্য জানিয়েছেন, দক্ষিণ কোরিয়ার সঙ্গে প্রায়ই যৌথ মহড়া করে মার্কিন বাহিনী। যুদ্ধবিমানের উড়ান তারই অঙ্গ।
|
সুস্থ হচ্ছেন ম্যান্ডেলা
সংবাদসংস্থা • জোহানেসবার্গ |
ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন নেলসন ম্যান্ডেলা। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার মুখপাত্র জানিয়েছেন, দেশের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ৯৪ বছরের ম্যান্ডেলা এখনও চিকিৎসাধীন। কিন্তু চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। ফুসফুসে সংক্রমণের ফলে ২০১২ সালের ডিসেম্বরে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। বুধবার একই কারণে ফের সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। দু’দিন চিকিৎসার পর এখন ভাল আছেন তিনি।
|
প্রয়াত রিচার্ড গ্রিফিথস
সংবাদসংস্থা • লন্ডন |
মারা গেলেন অভিনেতা রিচার্ড গ্রিফিথস্। বয়স হয়েছিল ৬৫ বছর। বৃহস্পতিবার ওয়ারউইকশায়ারের হাসপাতালে হৃত্যন্ত্রে অস্ত্রোপচারের সময় কিছু জটিলতা তৈরি হয়। তখনই তাঁর মৃত্যু হয়। হ্যারি পটার ছবিতে ভেরনন ডুর্সলের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এ ছাড়া ‘গাঁধী’ ছবিতে অভিনয় করে বিশেষ খ্যাতি লাভ করেন। |