জামিন, কওসর তবু জেলেই
নিজস্ব সংবাদদাতা • বধর্মান |
হাইকোর্টের রায়ে জামিন পাওয়া সত্ত্বেও ছাড়া হল না সিপিএম নেতা কওসর আলিকে। বেশ কিছু দিন আগে মাধবডিহির কাঁইতি গ্রামে দুই তৃণমূল কর্মী খুনের অভিযোগে গ্রেফতার হন তিনি। ২৫ মার্চ হাইকোর্ট তাঁর জামিন মঞ্জুর করে। সেই রায়ের ভিত্তিতে বর্ধমান সিজেএম আদালতে তার জামিন হয়। কিন্তু তা সত্ত্বেও বর্ধমান জেলা সংশোধনাগার থেকে ছাড়া হয়নি তাঁকে। সংশোধনাগার সূত্রে খবর, তার বিরুদ্ধে রায়নায় মারামারি করার অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে মামলা রয়েছে। সেই মামলায় জামিন সংক্রান্ত নথি তাদের কাছে এসে পৌঁছয়নি। কওসরের আইনজীবী কমল দত্ত জানান, অস্ত্র মজুত করা ও মারামারির অভিযোগে তার বিরুদ্ধে যে মামলা দায়ের হয়েছিল, তাতে আগেই জামিন পেয়েছেন তিনি। তার সেই জামিনের নথিপত্র আগেই সংশোধনাগারে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও আজ তাঁকে বর্ধমান জেলা সংশোধনাগার থেকে ছাড়া হয়নি।
|
গুসকরায় জল প্রকল্পের উদ্বোধন
নিজস্ব সংবাদদাতা • বধর্মান |
গুসকরা পুরসভার উদ্যোগে ১৩ নম্বর ওয়ার্ডের সংহতি পল্লিতে একটি জল প্রকল্পের উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী মলয় ঘটক। সেখান থেকে প্রতিদিন ৩ লক্ষ ৫০ হাজার লিটার জল দেওয়া হবে। পুরসভার তৃণমূল পুরপ্রধান চঞ্চল গড়াই জানান, এতে ৯ ও ১৩ নম্বর ওয়ার্ডের প্রায় ২০ হাজার মানুষ উপকৃত হবেন। আলুটিয়া ও গোরুর হাটে ৮ কোটি ৩৪ লক্ষ টাকা ব্যয়ে আরও দু’টি পানীয় জল প্রকল্প তৈরির কাজ চলছে। সেগুলি জুনের মধ্যেই সম্পূর্ণ হয়ে যাবে। |