টুকরো খবর
ছ’মাসে বসে যাচ্ছে সড়ক
উত্তর দিনাজপুরের ইটাহার ডালখোলা ৩৪ নম্বর জাতীয় সড়কের দুই ধারের মাটি ধসে প্রায় দু’ফুটের বেশি গভীর গর্ত সৃষ্টি হয়েছে। মাঝেমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও ট্রাকের চাকা গর্তে পড়ে দুর্ঘটনা ঘটছে। অথচ ছয় মাস আগে ইটাহার-ডালখোলা ৭৫ কিমি জাতীয় সড়ক মেরামত করে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। অভিযোগ, সে সময় দু’ধারে মাটি না দিয়ে সড়ক উঁচু করার কাজ করায় যানবাহনের চাপে মাটি আলগা হয়ে ধসে যেতে শুরু করে। ওই বিষয়ে ন্যাশনাল হাইওয়ের মালদহ ডিভিশনের প্রোজেক্ট ডিরেক্টর মহম্মদ সইফুল্লা বলেছেন, “জমির সমস্যার জন্য জেলায় জাতীয় সড়কের সম্প্রসারণ আটকে যাওয়ায় স্থায়ী ভাবে মেরামত করা যায়নি। তবে সড়কে সমস্যা খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।” গত বছর মে ও জুন মাসে প্রবল বৃষ্টির জন্য ইটাহার থেকে ডালখোলা পর্যন্ত জাতীয় সড়ক বেহাল হয়ে পড়ে। ওই সময় সড়কে এক হাত অন্তর অসংখ্য গর্তের সৃষ্টি হয়। কোনও এলাকায় পিচের চাদর পর্যন্ত উঠে যায়। গত বছরের জুন ও জুলাই মাসে ১৩টি দুর্ঘটনা ঘটে। বাস ও ট্রাক মিলিয়ে ২৫টি গাড়ি বিকল হয়। বিভিন্ন রাজনৈতিক দল ও বাস মালিকদের আন্দোলনের জেরে গত বছরের অগস্ট মাসে সড়ক মেরামতের কাজ করে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। জেলার বেসরকারি বাস মালিকদের অভিযোগ, সড়ক মেরামতের সময় দুধারে মাটি না দিয়ে বিভিন্ন এলাকায় এক থেকে আড়াই ফুট পর্যন্ত রাস্তা উঁচু করা হয়। ছ’মাস যেতে না যেতেই প্রতিদিন রায়গঞ্জ, ইটাহার, করণদিঘি থানার নানা এলাকায় জাতীয় সড়কের দু’ধারের মাটি ধসে গিয়ে মরণফাঁদের সৃষ্টি হচ্ছে। জেলা বাস ও মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক অশোক চন্দ বলেন, “দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে অনির্দিষ্ট কালের জন্য পরিবহণ ধর্মঘটে ডাক দেওয়া হবে।”

জমির বিবাদে মারধর
জমি বিবাদ কেন্দ্র করে রবিবার ইসলামপুরের জগিরবস্তি এলাকায় এক তৃণমূল সমর্থকের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। পেশায় কৃষক রহমান আলির বাড়িতে ঢুকে এলাকারই একদল বাসিন্দা তাকে মারধর করেন বলে অভিযোগ। রহমান আলির বাড়িতে ছোঁড়া ঢিলে মেয়ের মাথায় আঘাত লাগে। রহমান ও তাঁর মেয়েকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত রহমান আলি তৃণমূল সমর্থক বলে এলাকায় পরিচিত হওয়ায় এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। তৃণমূলের অভিযোগ যারা হামলা চালিয়েছেন তাঁরা সকলে কংগ্রেসের সক্রিয় কর্মী। মারধর করার পরে রহমান আলির বাড়িতে বোমাও ছোড়া হয় বলে তৃণমূলের অভিযোগ। রাজ্যের জনশিক্ষা ও গ্রন্থাগার মন্ত্রী তথা ইসলামপুরের তৃণমূল বিধায়ক আবদুল করিম চৌধুরী বলেন, “পঞ্চায়েত ভোটের আগে রাজনৈতিক দলগুলি শক্তি প্রদর্শনের চেষ্টা চালাচ্ছে। আমাদের দল সংযত ভাবেই তা মোকাবিলা করবে।”

দ্বিতীয় বিয়ে, ধৃত
প্রথম স্ত্রী থাকতে দ্বিতীয় বিয়ে করার অভিযোগে ধরা পড়লেন এক ব্যক্তি। শনিবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থানার চকভৃগুর গোবিন্দপুর এলাকার ঘটনা। ধৃত সঞ্জয় কর্মকার উত্তমাশার বাসিন্দা। সঞ্জয়বাবুর সঙ্গে দশ বছর আগে সোনালীর বিয়ে হয়। সম্প্রতি কুমারগঞ্জে চাঁদগঞ্জ এলাকার আদরি দেবীকে বিয়ে করে সঞ্জয় চকভৃগু গোবিন্দপুর এলাকায় বোনের বাড়িতে ওঠেন। সোনালী ওই বাড়িতে গেলে তাঁকে বের করে দেওয়া হয়।

দায়িত্বে অরিন্দমই
উত্তর দিনাজপুর জেলায় তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির সভাপতির দায়িত্ব থাকল শ্রমিক নেতা অরিন্দম সরকারের হাতেই। শনিবার রায়গঞ্জ বিধানমঞ্চে আইএনটিটিইউসি প্রথম জেলা সম্মেলন হয়। সভানেত্রী দোলা সেন অরিন্দমকে দ্বিতীয় বারের জন্য সংগঠনের জেলা সভাপতি পদে মনোনীত করেন। সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু, তৃণমূল রাজ্য সম্পাদক অসীম ঘোষ সহ জেলা তৃণমূলের শীর্ষ নেতারা।

পড়ে মৃত কিশোরী
জল আনতে গিয়ে পড়ে কিশোরীর মৃত্যু হয়েছে। শনিবার ইসলামপুরের অলিগঞ্জ এলাকায় ঘটনাটি ঘটে। মৃত কিশোরীর নাম সান্ত্বনা বারুই (১৪)। পুলিশ জানায়, জল আনতে গিয়ে কলের ধারে পা পিছলে পড়ে যায় ওই কিশোরী। মাথায় আঘাত লাগে। মহকুমা হাসপাতালে তাঁকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

জখম ১৯
নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রেকার নয়ানজুলিতে উল্টে দুই শিশু সহ ১৯ জন জখম হল। রবিবার দুপুরে ঘটনাটি ঘটে বালুরঘাট থানার খানপুর এলাকায়। হিলি থেকে বালুরঘাটের পথে আচমকা ট্রেকারটির সামনে এক সাইকেল আরোহী চলে আসে। তাঁকে বাঁচাতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশে নয়ানজুলিতে উল্টে পড়ে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.