সরকারি আলু কেনার টাকা আত্মসাতে অভিযুক্ত জলপাইগুড়ির প্রাক্তন বিধায়ক তথা ফরওয়ার্ড ব্লকের প্রাক্তন জেলা সম্পাদক গোবিন্দ রায়ের খোঁজে নতুন করে তল্লাশি শুরু করেছে জেলা পুলিশ। গত বছরের অক্টোবর মাস থেকে গোবিন্দবাবু জলপাইগুড়ির বাড়িতে নেই বলে পুলিশ সূত্রে খবর। গত সেপ্টেম্বর মাসে আলিপুরদুয়ার থানায় ফরওয়ার্ড ব্লকের তদানীন্তন জলপাইগুড়ি জেলা সম্পাদক গোবিন্দবাবু ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়। কলকাতা হাইকোর্টে তাদের আগাম জামিনের আবেদন খারিজ হয়ে গেলেও পরে সুপ্রিম কোর্ট গোবিন্দবাবুর স্ত্রীর আগাম জামিনের আবেদন মঞ্জুর করেন। তিনি বর্তমানে আলিপুরদুয়ার আদালতে আত্মসমর্পণ করে জামিনে রয়েছেন। যদিও গত ১৫ মার্চ গোবিন্দ বাবুর আগাম জামিনের আবেদন খারিজ করে সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশের পরে ফের গোবিন্দবাবুর খোঁজে তল্লাশি শুরু করেছে জেলা পুলিশ।
জলপাইগুড়ির পুলিশ সুপার অমিত জাভালগি বলেন, “গোবিন্দ রায় বর্তমানে ফেরার। তাঁকে গ্রেফতার করতে তল্লাশি চলছে।” গোবিন্দ রায়ের খোঁজে চলতি বছরের শুরুতে দিল্লি এবং হায়দরাবাদে পুলিশের দল পাঠানো হয়। সুপ্রিম কোর্টে জামিনের আবেদন খারিজের পরে ফের তল্লাশি অভিযান শুরু করেছে জেলা পুলিশ।
অন্য দিকে, গোবিন্দ বাবুর একটি ঘনিষ্ঠ সূত্রের খবর, আজ সোমবার আলিপুরদুয়ার আদালতে আত্মসমর্পণ করতে পারেন গোবিন্দবাবু। যদিও সূত্রটি দাবি করেছে, কোনও কারণে সোমবার না হলেও চলতি সপ্তাহেই তিনি আদালতে হাজির হবেন। এ প্রসঙ্গে ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক প্রবাল রাহার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, “আইনের প্রতি দলের সম্পূর্ণ আস্থা রয়েছে।” |