দলের প্রাক্তন এক পঞ্চায়েত সদস্য-সহ বিজেপির শতাধিক সদস্য তৃণমূলে যোগদান করলেন। রবিবার বিকালে শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম-ফুলবাড়ির অম্বিকানগরের এক সভায় উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেবের উপস্থিতিতে ওই কর্মীরা দল বদল করেন। বিজেপির দার্জিলিং জেলার সাধারণ সম্পাদক নন্দন দাস বলেন, “সামান্য কয়েকজন কর্মী তৃণমূলে গিয়েছেন। তাতে দলের কোনও ক্ষতি হবে না। তৃণমূল যা করছে তা সাধারণ মানুষ দেখছেন। সেটা বুঝতে পেরেই দল ভাঙানোর খেলায় নেমেছে তারা।” এ দিনের সভায় মন্ত্রী ছাড়াও জলপাইগুড়ি জেলার তৃণমূল সভাপতি চন্দন ভৌমিক সহ নেতারা উপস্থিত ছিলেন। তৃণমূল নেতারা বলেন, “সরকারের কাজকর্মে খুশি হয়ে দলে দলে মানুষ তৃণমূলে যোগদান করছে। এখানে দল ভাঙানোর কোনও ব্যাপার নেই।”
|
আগুনে পুড়ল বাইক, দোকান
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
আগুন পুড়ে গেল একটি বাইক ও একটি দোকানের আংশিক অংশ। রবিবার রাত ১০টা নাগাদ ঘটনাটি ঘটে শিলিগুড়ি থানার শেঠ শ্রীলাল মার্কেটে। দমকল সূত্রের খবর, ওই সময় বাজারের অধিকাংশ দোকানই বন্ধ হয়ে গিয়েছিল। একটি জামাকাপড়ের দোকানের সামনে রাখা বাইকে হঠাৎ করে আগুন লেগে যায়। সেই আগুন দোকানেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কী ভাবে আগুন লেগেছে তা খতিয়ে দেখছে দমকল। শিলিগুড়ির অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার এ রবীন্দ্রনাথ বলেন, “একটি বাইকে কোনও ভাবে আগুন লেগে যায়। তা থেকে একটি দোকানের কিছুটা অংশ পুড়ে গিয়েছে। আগুন লাগার ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।”
|
ভুটানের টাকা ফেরাতে জোট
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
কোনও লেনদেনে এবার থেকে ভুটান নোট নেবেন না ব্যবসায়ীরা। রবিবার মালবাজারে হাট বসে। এই দিন সব ব্যবসায়ী ভুটান নোট নিতে অস্বীকার করেন বলে ব্যবসায়ী সমিতির তরফে দাবি করা হয়। ভুটানের পাঁচ টাকার নোট মালবাজারে বহুল প্রচারিত বলে ব্যবসায়ীদের অভিযোগ। এদিন হাটের এক সব্জি বিক্রেতা মহম্মদ লতিফুল বলেন, “ভুটানি নোট অবৈধ জেনেও নিতাম। কিন্তু আজ থেকে আর নেব না। প্রশাসনের তরফে খুচরো বিলি করলে সুবিধে হবে।” মহকুমাশাসক নারায়ণ বিশ্বাস বলেন, “ভুটানি নোট বন্ধে ব্যবসায়ীদের সার্বিক সচেতনতা প্রয়োজন।” ব্যবসায়ীরা দাবি করলে রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের শাখাগুলিতে আরও বেশি খুচরো বণ্টনের স্বয়ংক্রিয় যন্ত্র রাখার আর্জি প্রশাসন জানাবে বলে মহকুমা শাসক জানিয়েছেন। |