টুকরো খবর
আগ্রার পথে দুর্ঘটনায় মৃত্যু দুই পর্যটকের
বৃন্দাবন যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হল তিন জনের। তাঁদের মধ্যে দু’জন বাঁকুড়ার। জখম হয়েছেন ন’জন। ঘটনাটি ঘটেছে রবিবার ভোরে উত্তরপ্রদেশের কানপুর-দিল্লি ২ নম্বর জাতীয় সড়কে, একদিল থানার পিলখর এলাকায়। ওই থানা সূত্রে জানা গিয়েছে, মৃতেরা হলেন পর্যটকদলের এজেন্ট কাঞ্চন তন্তুবায় (৪৫) ও সদানন্দ মন্ডল (৬৫)। প্রথম জন শালতোড়া থানার কানুড়ি গ্রামের বাসিন্দা। সদানন্দবাবুর বাড়িও শালতোড়া থানার কাটাবাইদ গ্রামে। এই দুর্ঘটনায় মৃত অপর ব্যক্তির নাম পুলিশ জানতে পারেনি। পুলিশ সূত্রের খবর, রবিবার ভোর চারটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। বাসটি কানপুর থেকে নয়াদিল্লির দিকে যাচ্ছিল। পথে আগ্রা থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে জাতীয় সড়কের বাঁদিকে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে বাসটি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের উদ্ধার করে স্থানীয় ইটাহ জেলা হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনায় জখম হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন শালতোড়ার কানুড়ি গ্রামের দম্পতি সাধন মুখোপাধ্যায় ও রীনা মুখোপাধ্যায়। বাসের বাঁ’দিকে দরজার পরের সিটেই বসেছিলেন তাঁরা। তাঁদের কথায়, “বৃন্দাবনের দোল দেখতে বুধবার প্রায় ৬০ জন যাত্রী নিয়ে শুশুনিয়া থেকে বাস ছেড়েছিল। আগ্রা, দিল্লি হয়ে বৃন্দাবন যাওয়ার কথা ছিল। এ দিন ভোরে হঠাৎ বিকট শব্দ। ছিটকে পড়লাম।” পুলিশ জানিয়েছে, হাসপাতালে ভর্তি ৯ জন আহত বাদে বাকিদের ট্রেনে করে আসানসোলে পাঠানো হচ্ছে।

রাস্তায় উত্তরপত্র
মাধ্যমিকের ইতিহাস বিষয়ের ১৭টি খাতা মিলল রাস্তায়। শনিবার বিকেলে ঝালদা হাটতলা বাজারের অদূরে রাস্তার পাশে খাতাগুলি পড়েছিল। পুলিশ জানায়, কয়েক দিন আগে ঝালদার সত্যভামা হাইস্কুলের শিক্ষক লম্বোধর মাহাতো থানায় অভিযোগ করেন তাঁর কাছ থেকে ১৭টি মাধ্যমিকের ইতিহাসের খাতা খোয়া গিয়েছে। উদ্ধার করা খাতাগুলি ওই শিক্ষকেরই কি না তা সিদ্ধান্ত নেওয়ার জন্য আদালতকে জানাবে পুলিশ।

রাইফেল উদ্ধার
মাওবাদী স্কোয়াড সদস্যকে নিয়ে বেলপাহাড়ির জঙ্গলে তল্লাশি চালিয়ে একটি রাইফেল ও কার্তুজ উদ্ধারের দাবি করল পুলিশ। বাঁকুড়ার এসপি মুকেশ কুমারের দাবি, “শনিবার ধৃত মাওবাদী স্কোয়াড সদস্য গোবিন্দ সিংকে নিয়ে দলদলির জঙ্গলে মাটি খুঁড়ে একটি রাইফেল ও ৬৩টি কার্তুজ উদ্ধার হয়। বারিকুলের জঙ্গলে তিনি আত্মগোপন করেছিলেন।”

যুবক ধৃত
এক কিশোরীকে ফুঁসলে নিয়ে যাওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতর আশিস মুর্মুর বাড়ি বোরো থানার বসন্তপুর গ্রামে। রবিবার তাঁকে ধরা হয়। উদ্ধার হয় ওই কিশোরী।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.