নাটকে মেয়েরা, আলোচনাসভা শান্তিনিকেতনে |
নিজস্ব সংবাদদাতা • শান্তিনিকেতন |
‘সমসাময়িক নাট্যচর্চায় নারী পরিচালকদের অবদান’ শীর্ষক আলোচনা হয়ে গেল শান্তিনিকেতনের লিপিকা প্রেক্ষাগৃহে। রঙ্গকর্মী নাট্যগোষ্ঠী ও বিশ্বভারতীর যৌথ উদ্যোগে গত শুক্রবার থেকে বিশ্বভারতীতে শুরু হয়েছে ‘সমন্বয়’ নামে জাতীয় স্তরের মহিলাদের নাট্য উৎসব। সেই উৎসব উপলক্ষেই রবিবার ওই আলোচনার আয়োজন করা হয়।
এ দিন আলোচনায় পৌরহিত্য করেন রবীন্দ্র ভবনের অধিকর্তা অধ্যাপিকা তপতি মুখোপাধ্যায়। তাঁর আলোচনায়, প্রাচীন কালে নারীর ভূমিকা থেকে শুরু করে বৈদিক যুগ, মনুসংহিতায় নারীর প্রসঙ্গ, এবং সাম্প্রতিক কালে দেশবিদেশে নাট্য চর্চায় নারীর ভূমিকার কথা উঠে আসে। তৎকালীন যুগে নাট্যচর্চায় আসা নারীদের সম্পর্কে সমাজের আলোচনা নিয়েও কথা বলেন আমন্ত্রিতেরা। ঊনবিংশ শতাব্দীতে নাট্য চর্চায় নিষিদ্ধপল্লি থেকে উঠে আসা মেয়েদের কথা, সমাজে তাঁদের অবস্থান থেকে শুরু করে নাট্যচর্চায় যোগ দেওয়া ঠাকুর পরিবারের মৃণালিনীদেবী, জ্ঞানদানন্দিনীদেবীকে নিয়েও আলোচনা হয়। আলোচনায় যোগ দিয়েছিলেন সারা জাকেরা, অনুরাধা কপুর ,ঊষা গঙ্গোপাধ্যায়, সীমা বিশ্বাসের মতো দেশবিদেশের বিশিষ্ট অভিনেত্রীরাও। নাট্যচর্চায় সাম্প্রতিক কালে নিজেদের অভিজ্ঞতার কথা বলেন তাঁরা। অন্য দিকে, বিনোদিনী থেকে শুরু করে নাজিরা বব্বর, তৃপ্তি মিত্র, ত্রিপুরারী সিঙ্ঘ-সহ দেশবিদেশের নাট্যচর্চায় মেয়েদের অবদান নিয়ে ধারাবাহিক বিবরণ দিয়ে আলোচনা করেন অধ্যাপিকা সবুজকলি সেন। |