আগুনে পুড়ল তিনটি বাড়ি
নিজস্ব সংবাদদাতা • দুবরাজপুর |
আগুন লেগে ভস্মীভূত হল তিনটি খড়ের ছাউনি বাড়ি। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে দুবরাজপুরের পারুলিয়া পঞ্চায়েত এলাকার ছামুডাঙাল গ্রামে। আগুনলাগার কিছুক্ষণের মধ্যেই সিউড়ি থেকে দমকলের একটি ইঞ্জিন এলেও গ্রামের মুখে একটি কাঁদরে সেতু না থাকায় সেটি ঘটনাস্থলে পৌঁছতে পারেনি। শেষ পর্যন্ত ওই গ্রাম ও পাশের ভেড়া ডাঙাল গ্রামের বাসিন্দাদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে প্রথম আগুন লেগেছিল ওই গ্রামের বাবুই বাস্কের বাড়িতে। পরে সেখান থেকে আগুন ছড়ায় প্রতিবেশী লস্কা বাস্কে ও বড়াল বাস্কেদের বাড়িগুলিতে। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই বাড়িগুলি সম্পূর্ণ পুড়ে যায়। বাসিন্দাদের আক্ষেপ, দমকল ঢুকতে পারলে অন্তত দু’টি বাড়ি বেঁচে যেত। স্থানীয় পারুলিয়া পঞ্চায়েতে বিষয়টি জানানো হয়েছে। আজ, সোমবার সাহায্যের জন্য ব্লকে আবেদন করবেন বলে জানিয়েছেন বাবুই বাস্কেরা। আগুন লাগার কারণ জানা যায়নি।
|
তড়িদাহত হয়ে তরুণের মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • নলহাটি |
একটি লেদ কারখানায় কাজ করার সময় তড়িদাহত হয়ে মৃত্যু হল এক তরুণের। পুলিশ জানায়, মৃতের নাম পলাশ মাল (১৭)। বাড়ি নলহাটি থানার সনাতনপুর গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে পলাশ স্থানীয় একটি লেদ কারখানার ভবন নির্মাণের জন্য রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করছিল। আচমকা লেদের বিদ্যুৎবাহী তারে তড়িদাহত হয় ওই তরুণ। রামপুরহাট মহকুমা হাসপাতালে নিয়ে আসার পথে তাঁর মৃত্যু হয়।
|
মোটরবাইকের ধাক্কায় আহত হলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের দাদা পীযূষ মুখোপাধ্যায়। শনিবার সকালে পীযূষবাবু বোলপুর-শ্রীনিকেতন রাস্তায় প্রাতর্ভ্রমণে বেরিয়েছিলেন। পিছন দিক থেকে একটি মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা মারে। চিকিৎসকেরা জানান, পীযূষবাবুর কাঁধের হাড়ে চিড় ধরেছে। ডান হাতেও চোট। শনিবার রাতেই দাদাকে ফোন করেন প্রণববাবু। খোঁজ নিতে রবিবারও কলকাতা থেকে এক বন্ধুকে পাঠিয়েছিলেন। |