পুরস্কার নিচ্ছেন মলয় ঘোষ।
|
‘ইলোরা’ বোলপুর থেকে প্রকাশিত বীরভূমের একটি পুরনো লিটল ম্যাগাজিন। তবে পত্রিকা প্রকাশ করেই সে থামেনি। একই নামে সংস্থার একটি নাট্যদলও আছে। এমনিতে ‘ইলোরা’ দীর্ঘ দিন ধরে বহু বিশিষ্ট জনেদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশ করে আসছে। আবার রাজ্যের নানা নাটক নিয়েও ‘ইলোরা’র সংখ্যা বের হয়। নাটক প্রযোজনার দিক থেকেও বেশ সমৃদ্ধ হয়ে উঠেছে এই সংস্থা। ইতিমধ্যেই তারা ১১টি নাটক মঞ্চস্থ করে ফেলেছে। তার মধ্যে শুধু ‘হৃদয়পুর কতদূর’ নাটকটিই মঞ্চস্থ হয়েছে ৫০ বার। সম্প্রতি কলকাতার বিখ্যাত ‘বহুরূপী’ নাট্যদল সংবর্ধনা দিল ‘ইলোরা’কে। এক বিশেষ অনুষ্ঠানে ‘কুমার রায় স্মৃতি পুরস্কার’ ও ২৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হয় ‘ইলোরা’র কর্ণধার মলয় ঘোষের হাতে।
|
সম্প্রতি ‘অন্বেষা’র উদ্যোগে বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে হয়ে গেল বসন্তের আবৃত্তি ও সঙ্গীতানুষ্ঠান। |
ময়ূরেশ্বর ২ নম্বর ব্লকের কলেশ্বর গ্রামে গত ১১-১৩ মার্চ পর্যন্ত হয়ে গেল লোক সংস্কৃতির বাৎসরিক মিলন উৎসব। উদ্যোক্তা ছিল স্থানীয় নেতাজি সংস্কৃতি মঞ্চ। প্রতিদিন নানা অনুষ্ঠানে মুর্শিদাবাদের বিভিন্ন শিল্পী যোগ দিয়েছিলেন। |
তথ্য: অরুণ মুখোপাধ্যায়।
—নিজস্ব চিত্র। |