জয়চণ্ডী পাহাড়ের উপর আশঙ্কাজনক অবস্থায় এক ব্যবসায়ী পুত্রকে উদ্ধার করেছিলেন দমকলের কর্মীরা। পরে রঘুনাথপুর মহকুমা হাসপাতালে তাঁর মৃত্যু হয়। শনিবারের ঘটনা। তবে রবিবার যুবকটির পরিবারের লোকেরা থানায় নিখোঁজের ডায়েরি করতে এলে তাঁর পরিচয় জানা যায়। পুলিশ জানায়, মৃত পঙ্কজ সরাফের (২৮) বাড়ি পুরুলিয়া শহরের সদরপাড়ায়। এসডিপিও (রঘুনাথপুর) কুন্তল বন্দ্যোপাধ্যায় বলেন, “ওই যুবকের শরীরের নানা জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। দেহের কয়েকটি হাড়ও ভেঙেছে। প্রাথমিক তদন্তে অনুমান, কোনও উঁচু জায়গা থেকে সম্ভবত নীচে পড়ে তিনি জখম হন।” এসডিপিও জানান, ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর কারণ জানা যাবে। তবে ওই যুবকের পরিবার এ দিন কোনও অভিযোগ জানায়নি। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, শনিবার দুপুরে বাসিন্দারা ওই যুবককে পাহাড়ের প্রায় ২০০ ফুট উপরে একটি দুর্গম জায়গায় গুরুতর জখম অবস্থায় দেখতে পান। তাঁরা থানায় খবর দেন। আসেন দমকলের কর্মীরা। তবে ওই যুবকের মৃত্যু নিয়ে পুলিশও ধন্ধে পড়ে গিয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতের পরিবারও মৃত্যুর কারণ কী তা জানাতে পারেননি। পঙ্কজের কাকা ধর্মেন্দ্র সরাফ বলেন, “শনিবার সকালে দোকান যাওয়ার নাম করে সে বাড়ি থেকে বেরিয়েছিল। কিন্তু দোকানে যায়নি। মোবাইল ফোন ফেলে যায় বাড়িতে। তাই যোগাযোগ করার কোনও উপায়ও ছিল না। সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার হদিশ কেউ দিতে পারেনি। কিন্তু খোঁজ করতে বেরিয়ে ওঁর মৃতদেহ নিয়ে বাড়ি ফিরতে হবে ভাবিনি।” তিনি জানান, এ দিন সকালে তাঁরা পুরুলিয়া সদর থানায় অভিযোগ জানাতে গিয়ে খবর পান জয়চণ্ডী পাহাড়ে উদ্ধার হওয়া অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। পরে রঘুনাথপুর থানায় এসে তাঁরা দেহটি সনাক্ত করেন। পুলিশ জানিয়েছে, ওই যুবকের পকেট থেকে পুরুলিয়া স্টেশনের একটি প্লাটফর্ম টিকিট মিলেছে। সে কী ট্রেনেই এসেছিল, সঙ্গে কি কেউ ছিলএ সব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। |