পঞ্চায়েত ভোট
পূর্বে আসন নিয়ে টানাটানি বামেদের
রিকদের মধ্যে আসন সমঝোতা নিয়ে পূর্ব মেদিনীপুরে এখনও ঐকমত্যে পৌঁছতে পারল না জেলা বামফ্রন্ট।
গত বারের তুলনায় এ বার পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতএই তিনটি স্তরেই আসন সংখ্যা বেড়েছে। তাই বামফ্রন্টের শরিক দলগুলি গত বারের চেয়ে বেশি আসন দাবি করেছে বড় শরিক সিপিএম নেতৃত্বের কাছে। এই পরিস্থিতিতে শনিবার জেলা সিপিএম কার্যালয়ে আরএসপি ও সিপিআই জেলা নেতৃত্বের সঙ্গে আলাদা ভাবে বৈঠকে বসেন সিপিএম জেলা নেতৃত্ব। রবিবার বৈঠক হয় ফরওয়ার্ড ব্লকের জেলা নেতৃত্বের সঙ্গে। আরও দুই শরিক দল সমাজবাদী পার্টি ও ডিএসপি’র জেলা নেতৃত্বের সঙ্গেও আলোচনা চালাচ্ছে সিপিএম। কিন্তু এত আলোচনার পরেও আসন সমঝোতা হয়নি বলেই খবর।
২০০৮ সালে জেলা পরিষদের আসন সংখ্যা ছিল ৫৩। এ বার বেড়ে হয়েছে ৬০। পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা ৬২৮ থেকে হয়েছে ৬৬১। গ্রাম পঞ্চায়েতের আসন সংখ্যা ২৮৬৩ থেকে হয়েছে ৩৩৬২। শনিবারের বৈঠকে জেলায় গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি নিয়ে আরএসপি-র সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত হয়েছে বলে দু’দলই দাবি করেছে। সমঝোতা অনুযায়ী, ৮৪টি গ্রাম পঞ্চায়েত ও ১৬টি পঞ্চায়েত সমিতির আসন ছাড়া হয়েছে আরএস পি’কে। যদিও আরএসপি নেতৃত্ব জেলা পরিষদের ৩টি আসন চাইলেও এখনও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। উল্লেখ্য, গত পঞ্চায়েত নির্বাচনে সিপিএমের সঙ্গে আসন সমঝোতা না হওয়ায় একক ভাবে লড়াই করেছিল আরএসপি। দলের জেলা সম্পাদক অমৃত মাইতি বলেন , ‘‘গতবার বাম শরিক দলগুলির মধ্যে ঐক্য না হওয়ায় পঞ্চায়েত নির্বাচনে ফলাফল ভাল হয়নি। এ বার নির্বাচনে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির আসন নিয়ে সমঝোতা হয়েছে।”
সিপিআইয়ের সঙ্গেও সিপিএম বৈঠক করেছিল শনিবার। দলীয় সূত্রে জানা গিয়েছে, গত পঞ্চায়েত নির্বাচনে সিপিআই জেলা পরিষদের ৬টি আসনে লড়াই করে দু’টি জিতেছিল। সিপিআই এ বার ১০টি আসন চেয়েছে। সিপিআই গত বার জেলায় পঞ্চায়েত সমিতির মোট ৫৬টি আসনে লড়াই করলেও এ বার কিছু বাড়তি আসন দাবি করেছে। একই ভাবে গতবার গ্রাম পঞ্চায়েতের ৩৬৭টি আসনে লড়াই করলেও আরও কিছু আসন দাবি করেছেন সিপিআই জেলা নেতৃত্ব। সিপিআই জেলা সম্পাদক নিরঞ্জন ঘড়া বলেন, “গত বারের চেয়ে আসন সংখ্যা বাড়ায় আমরা কিছু বাড়তি আসন চেয়েছি। এই বিষয়ে সিপিএম নেতৃত্বের সঙ্গে আলোচনা অনেকটাই এগিয়েছে। আশা করি শীঘ্রই সমঝোতা হবে।”
দলীয় সূত্রে খবর, ১৫ মার্চের মধ্যে পঞ্চায়েত ভোটের আসন বণ্টন করে ফেলার নির্দেশ এসেছিল সিপিএমের রাজ্যস্তর থেকে। তা না হওয়ায় রাজ্য নেতৃত্ব সময়সীমা বাড়িয়ে ২৮ মার্চের মধ্যে আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত রিপোর্ট চেয়েছে। শনি ও রবিবারের বৈঠকেও ঐকমত্য না হওয়ায় এই সময়সীমার মধ্যে রিপোর্ট দেওয়া যাবে কি না তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। তবে, যতই মতবিরোধ থাকুক না কেন, এ বার পঞ্চায়েত নির্বাচনে তিনটি স্তরেই বামফ্রন্ট প্রার্থীরা ঐক্যবদ্ধ ভাবে লড়াই করবেন বলে জানিয়েছেন সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য নির্মল জানা। তিনি বলেন, ‘‘বামফ্রন্টের শরিক দলগুলির মধ্যে আসন সমঝোতা নিয়ে আলোচনায় দ্রুত অগ্রগতি হচ্ছে। শীঘ্রই আসন সমঝোতা চুড়ান্ত হবে।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.