ফ্লাইং ড্রামার। চিনে পারকাশনিস্ট। চোখ ধাঁধানো আতসবাজির রোশনাই।
এবং শাহরুখ খান।
আইপিএল সিক্সের উদ্বোধনী ‘ককটেলে’র চেহারাটা এমনই হচ্ছে। রবিবার বোর্ডের পক্ষ থেকে সরকারি ভাবে উদ্বোধনের রূপরেখা পাঠিয়ে দেওয়া হল। সন্ধে সাড়ে সাতটা থেকে শুরু হচ্ছে অনুষ্ঠান। সেখানে শাহরুখ খান ও তাঁর দলবল যেমন আছেন, তেমনই থাকছেন মার্কিন র্যাপ গায়ক পিটবুল।
অলিম্পিক বা বিশ্বকাপ ফুটবলে যেমন ঝাঁ চকচকে উদ্বোধনী অনুষ্ঠান দেখা যায়, আইপিএলেও সে রকমই হচ্ছে। আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্ল-র কথায়, “আইপিএল ২০১৩-র উদ্বোধনটা ততটাই জমকালো হবে, যতটা হবে পরের সাত সপ্তাহের ক্রিকেট। আমি নিশ্চিত যে চোখ ধাঁধানো একটি উদ্বোধন হতে যাচ্ছে।” আগামী ২ এপ্রিল, কলকাতা ফুটবলের ‘হৃদয়’ সল্টলেকের যুবভারতী স্টেডিয়ামে বসছে বিনোদন-যজ্ঞ। আর শো স্টপারের নাম? কেন, ‘কিং খান’!
জানা গেল, উদ্বোধনী অনুষ্ঠানে আধ ঘণ্টার একটি অনুষ্ঠান করবেন কেকেআর মালিক। ‘দর্দে ডিস্কো’, ‘ছম্মক ছল্লো’-র মতো তাঁর সুপার হিট গানের সঙ্গে নাচবেনও। আগামী ১ এপ্রিলই শহরে ঢুকে পড়ার কথা কিং খানের। তাঁর সঙ্গে মঞ্চে থাকছেন যুব-ভারতের হৃদয়ে ঝড় তোলা ক্যাটরিনা কাইফও। এই প্রথম শহর বলিউড-কুইনের কোনও নাচের শো দেখতে চলেছে। বলিউডি নাচাগানার পাশাপাশি মার্কিন র্যাপ গায়ক পিটবুলের একক শো-ও থাকবে মিনিট কুড়ির। ক্রিকেটারদেরও জন্যও অনুষ্ঠানে একটি অংশ নির্ধারিত করা থাকছে। ন’টা টিমের ক্যাপ্টেনদের শহরজুড়ে ‘রোড শো’ করা যাবে কি না, তা নিয়ে কেকেআর কর্তৃপক্ষের কেউ কেউ প্রবল সন্দেহে। কারণ হিসেবে তুলে ধরা হচ্ছে এপ্রিল মাসের অসহ্য গরমকে। তবে উদ্বোধনী অনুষ্ঠানে ফ্র্যাঞ্চাইজি ক্যাপ্টেনদের সই-বিতরণী পর্ব থাকছে। |