ট্রেভর জেমস মর্গ্যানদের আই লিগ জেতার স্বপ্নটা আরও একটু উজ্জ্বল হয়ে উঠল রবিবার। সৌজন্যে ডেম্পো।
এ দিন মারগাওয়ে স্পোর্টিং ক্লুব দ্য গোয়ার কাছে ০-১ হেরে বসল আর্মান্দো কোলাসোর দল। যার নিট ফল, জমে গেল আই লিগের লড়াই। এতদিন চলছিল তীব্র ত্রিমুখী যুদ্ধ। মারগাওয়ের হারে যে যুদ্ধে সামান্য হলেও পিছিয়ে পড়লেন শুভাশিস, ক্লিফোর্ডরা। আর কিছুটা সুবিধা হল ইস্টবেঙ্গলের। তবে লিগ টেবিলের যা পরিস্থিতি তাতে চার্চিল ব্রাদার্স (২০ ম্যাচে ৪৩ পয়েন্ট), ইস্টবেঙ্গল (২১ ম্যাচে ৪১ পয়েন্ট) আর ডেম্পোর (২০ ম্যাচে ৩৫ পয়েন্ট) মধ্যে এখনও যে কেউ জিততে পারে।
শনিবার পর্যন্ত ইস্টবেঙ্গলের প্রায় ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছিল ডেম্পো। এ দিন কোলাসোর দলের হারের খবর পেয়ে তাই স্বস্তির নিঃশ্বাস ফেললেন লাল-হলুদের সাহেব কোচ। বলে দিলেন, “এটা আমাদের জন্য ভাল খবর।” পরক্ষণেই অবশ্য কিছুটা চিন্তিত গলায় বললেন, “অন্য দল শুধু পয়েন্ট নষ্ট করলে তো হবে না। আমাদেরও সব ম্যাচ জিততে হবে। না হলে কোনও লাভ নেই।” ডেম্পোর হারের খবর শোনার পর সব অভিমান ভুলে লাল-হলুদের এক নম্বর স্ট্রাইকারের গলাতেও উচ্ছ্বাসের ছোঁয়া। এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে তাঁকে তুলে নেওয়ায় ক্ষুব্ধ হয়েছিলেন চিডি। এ দিন অবশ্য বললেন, “এটা ইস্টবেঙ্গলের জন্য সত্যিই খুব ভাল খবর।”
এয়ার ইন্ডিয়ার সঙ্গে শনিবার ড্র করার পর মুষড়ে পড়েছিলেন লাল-হলুদ ফুটবলাররা। রবিবার বিকেলে ডেম্পোর হারের খবরে অবশ্য মেহতাব, চিডিরা নতুন করে তেতে গেলেন। ২৯ মার্চ প্রয়াগ ইউনাইটেডের বিরুদ্ধে বদলার ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গলের। আইএফএ শিল্ড ফাইনালের হারটা যে এখনও মানতে পারছে না তারা। মেহতাব অবশ্য বলছেন, “শুধু বদলা নয়। আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার জন্যও ম্যাচটা জেতা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। প্রয়াগের বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করা মানেই চ্যাম্পিয়নশিপের লড়াই থেকে ছিটকে যাওয়া।’’ এ দিকে অনূর্ধ্ব কুড়ি আই লিগে ইস্টবেঙ্গলকে ৩-০ হারিয়ে চ্যাম্পিয়ন হল পুণে এফসি।
|
পরের পর্বে মহমেডান, লড়াইয়ে ব্যারেটোরা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
আই লিগের দ্বিতীয় ডিভিশনের পরের পর্বে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে মহমেডান। কিন্তু বাংলার আরও দুই ক্লাব ভবানীপুর আর সাদার্ন সমিতি এখনও লড়াই চালাচ্ছে। সোমবার সঞ্জয় সেনের দলের বিরুদ্ধে অন্তত এক পয়েন্ট না পেলে চাপে পড়ে যাবেন ব্যারেটোরো। সেক্ষেত্রে ওয়াহিংডোর পয়েন্ট নষ্টের দিকে তাকিয়ে থাকতে হবে। অন্য দিকে এ দিন সুব্রত ভট্টাচার্যের দল লুয়াংমুয়াল এফসি’র সঙ্গে ড্র করে জটিল করে তুলেছে নিজেদের পরিস্থিতি। শেষ ম্যাচ যেমন সাদার্নকে জিততেই হবে, পাশাপাশি ভাস্কোকেও হারতে হবে। |